সভ্যতা যতই এগিয়ে চলছে বিজ্ঞান ও ততই উন্নত করছে। বাজারে আসছে একের পর এক উন্নত এবং উপকারী প্রোডাক্ট। তবে সবসময় যে নুতুন প্রোডাক্ট গুলো সমস্ত দিকেই উন্নত তা কিন্তু নয়। বর্তমানে প্রয়োজনের সাপেক্ষে তৈরি হচ্ছে আধুনিক প্রোডাক্ট ফলে পুরানোর সাথে তুলনা করলে মাঝে মাঝে কিছু দুর্বলতাও চোখে পড়ে। গাড়ির ক্ষেত্রেই যেমন আগে ছিল টিউবযুক্ত টায়ার (Tube Tyre) এবং বর্তমানে এসেছে টিউবলেস (Tubeless Tyre) টায়ার।
আপনি লাগাবেন কোনটা ? তাই আপনার সঠিক সিদ্ধান্ত নিতে আজ এখানে আলোচনা করা হলো এই দুই প্রকার টায়ার এর সুবিধে অসুবিধে। Which is best tyre tubeless or tube ?
টিউবলেস টায়ার টা আসলে কি ?
টিউব+লেস মানে টিউব নেই। এর টায়ার টাই সব কিছু। টায়ার টাই বাতাস ধরে রাখে।
এর জন্য কোন টিউব দরকার পরে না। আগের টিউব টায়ার থেকে টিউবলেস টায়ার অনেক ভাল।
এখন নতুন যত মোটরসাইকেল তৈরি হচ্ছে তার বেশিরভাগ গুলোতেই টিউবলেস টায়ার ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে ১৫০ cc বাইকগুলোতে।
আস্তে আস্তে সব বাইকে টিউবলেস টায়ার ব্যবহার করা হবে।
টিউবলেস টায়ার এর সুবিধা গুলো কি কি ?
টিউবলেস টায়ারে যেহেতু টিউব থাকে না সেজন্য সহজে পামচার হয় না।
পামচার (Puncture) হলেও আস্তে আস্তে হাওয়া বের হয়।
চলন্ত অবস্থায় Puncture হলেও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না। কারণ টায়ার থেকে বাতাস খুবই ধীরে ধীরে বের হয়।
টিউবলেস টায়ারে জেল ব্যবহার করা যায়। এই জেল চলন্ত অবস্থায় Puncture হলেও সাথে সাথে সেটা পুরন হয়ে যায়। যার ফলে হাওয়া বের হয়ে যায় না।
কম বাতাসের প্রেশারে টিউব টায়ার থেকে টিউবলেস টায়ার ভাল পারফরমেন্স দেয়।
টিউবলেস টায়ার টিউবটায়ার থেকে পাতলা হওয়াতে বাইকের পারফরমেন্স ভাল দেয়।
আরও জানুন : স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ।
এই ধরণের টায়ার এর ওজন কম হওয়া মানেই মাইলেজ ভাল দেওয়া।
টায়ার ব্লাস্ট হউয়ার কোন সম্ভাবনা নেই টিউবলেস টায়ার এ।
টিউবলেস টায়ার হাই স্পিডে টিউব টায়ার থেকে ভাল গ্রিপ দেয়।
কম বায়ুচাপ দিয়ে আপনার গাড়ি চালানো টিউব সহ টায়ারের ক্ষতিও করতে পারে। তবে আপনার টিউবলেস টায়ার লাগলে এ জাতীয় কোনও সমস্যা নেই।
Tubeless টায়ার এর অসুবিধা গুলো কি কি ?
টিউবলেস (Tubeless) টায়ার যদি Puncture হয় তাহলে তা ঠিক করানো একটু মুশকিল হয়ে যায়। কারণ সবাই টিউবলেস টায়ার ঠিক করতে পারে না।
আবার সবার কাছে এই টায়ার ঠিক করার যন্ত্র ও থাকে না।
টিউবলেস টায়ারটি রিমে বসানো একটু দক্ষতার বিষয়।
তাই এটা মেশিনে করতে হয়, ম্যানুয়ালি রিমে টিউবলেস টায়ার লাগাতে গেলে রিমের ক্ষতি হতে পারে।
আরও জানুন : অ্যাড করতে পারবেন না হোয়াটস্যাপ গ্রূপে। এবার লাগেব সম্মতি।
টিউব টায়ারে বড় Puncture হলে বা ফেটে গেলে শুধু টিউব পাল্টালেই হয়। টায়ার পাল্টাতে হয় না।
কিন্তু এটি টিউবলেস টায়ারের ক্ষেত্রে হলে পুরো টায়ার টাই পাল্টাতে হয়।
টিউবযুক্ত টায়ার থেকে টিউবলেস টায়ারের দাম বেশি।
আলোচনা করলাম দুই প্রকার টায়ারের টিউবলেস এবং টিউবযুক্ত। আপনাকর ক্ষেত্রে কোন ” tyre tubeless or tube ” সুবিধে মনে হলো আমাদের কমেন্ট করে জানান।