আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিষয় টা হলো জন্ম সার্টিফিকেট । এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যা আমাদের মতো যাঁরা সাতের বা আটের দশকে জন্মেছি অনেকেরই নেই । NRC হলে বাবা -মা র সন্তান এটির সাহায্যে প্রমাণ দেওয়া যেতে পারে I এখন ব্যাপার হলো এটি কি ভাবে পাবেন ?

পশ্চিমবঙ্গ সরকারের Wb Edistrict ওয়েবসাইটে গিয়ে মোবাইল নং দিয়ে সিটিজেন রেজিস্ট্রেশন করবেন।
তারপর “এপ্লিকেশন ফর delayed registration of birth ” এ ক্লিক করলে ফর্মটি এসে যাবে।
আপনার তথ্য গুলি দিয়ে সাবমিট করুন। মাত্র দুটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে ।

জন্ম সার্টিফিকেট এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে ?
1. পঞ্চায়েত প্রধান / চেয়ারম্যান র একটা ভেরিফিকেশন ।
2. পাঁচজনের সাক্ষী দিচ্ছে আপনার জন্ম তারিখ সন্বন্ধে এমন একটি ফর্ম। পাঁচ জানেন সাক্ষীর জন্য বয়ানটি ডাউনলোড করে নিন। বয়ান ১ । বয়ান ২
3. শেষে আর একটি ডকুমেন্টস লাগবে , তবে সেটা অতিরিক্ত। দিতেও পারেন নাও পারেন। এটি ভোটার ,আধার ,রেশন, ইত্যাদি দিলেই চলবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
এই দুটি সাপোর্টিং ডকুমেন্টস স্ক্যান করে , মোবাইলে ছবি তুলে আপলোড করে দিতে হবে । ফাইলের সাইজ ১০০ কে বি এর মধ্যে হতে হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটাই অনলাইনে ।
কোথা থেকে পাবেন জন্ম সার্টিফিকেট ?
আপনার এপ্লিকেশন Approve / অনুমোদিত হলে, আপনি ব্লক বা মিউনিসিপালিটি থেকে বা অনলাইনে আপনার জন্ম সার্টিফিকেট এর জন্য অনুমতি পেয়ে যাবেন ।
এবার আপনাকে জন্ম নিবন্ধীকরণ অফিসার এর কাছে যেতে হবে। The Registrars of births and deaths for a defined area shall be appointed by
(1) The District Registrar in rural area.
(2) Municipal Commissioner/Commissioner/Chief Executive Officer of a Municipal Corporation.
(3) Chairman/Executive Officer/Administrator of a Municipality.
(4) Executive Officer/Chairman of a Cantonment or Notified Area.
অনলাইন আবেদন পদ্ধতি নিচের ভিডিও থেকে দেখে নিন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
আমাদের এই জন্ম সার্টিফিকেট বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
VERY FINE
Thank You
Abdullahpur post ramnathpur thana de Ganga Barasat jila utsav 24 pargana pin number 743423
জন্ম নিবন্ধন করতে চাই । বতর্মানে আমার বয়স 49 বছর। বাড়িতে জন্মগ্রহণ করি। মাধ্যমিক সার্টিফিকেট রয়েছে। পাসপোর্ট রয়েছে। কি করবো।
Thanks very nice
welcome
valo dada
Thank You.
nise
Thank You.
Dhonnobad Dada
apnakeo anek dhanyobad otgbangla te visit korar jannyo.
Exact date of birth 00.00.00 is………. Ei is er pore ki likhbo
DOB FORMAT T DOWNLOAD HOCCHE NA
hocche try kore dekhun.
password create a akbar wrong hole ki r hobe na? password processing ki bhsbe korbo??
keno hobe na , try karun hobe.
Sir plz bolben kothay 5 person r format ta download Korte parbo.
ei post ti tei to deowa ache , download kore nin.
aadhaare mobile no change korbo ki bhabe?
Suman khan
Md Tahsin Sk
জন্মসার্টিফিকেট তৈরি করার জন্য,
গত কয়েক বছর যাবত চেষ্টা করেছি। অনেক পরিশ্রম করেছি তবুও পারিনি । আপনি কি আমার জন্মসার্টিফিকেট বানিয়ে দিতে পারবেন। বিশেষ উপকার হতো। ধন্যবাদ ।।
plz