মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা – Mahila Samridhi Yojana Apply চলছে ।

ব্যক্তিগত ঋণের মাধ্যমে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্য নিয়েছে সরকার। এই প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা । এখান থেকে লোন নিয়ে মহিলারা ব্যবসা শুরু বা পশু পালনের মত একাধিক রোজগারের পথ বেছে নিচ্ছেন। এই প্রকল্পে কম সুদে লোনের সাথে সাথে মিলবে সরকারি সাবসিডির ও সুবিধে । ” Mahila Samridhi Yojana Apply ” করার জন্য নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

mahila samridhi yojana apply

মহিলা সমৃদ্ধি যোজনা প্রকল্পের প্রাথমিক যোগ্যতা

  • বর্ণ: তফসিলি জাতি [ SC Women ]
  • বার্ষিক পারিবারিক আয়: সর্বাধিক ১,৫০,০০০/- টাকা
  • বয়স: ১৮ থেকে ৫০ বছর

MSY (Women’s Prosperity Scheme) – এই প্রকল্পে কি কি আর্থিক সুবিধা পাওয়া যাবে

  • প্রকল্পের ব্যয়: সর্বাধিক ৩০,০০০/- টাকা লোন পাবেন মহিলারা।
  • ভর্তুকি: প্রকল্প ব্যয়ের ৫০% এবং ১০,০০০/- টাকা, যেটি তুলনামূলক কম হবে।
  • মেয়াদী ঋণ: ভর্তুকি বিবেচনার পরে প্রকল্পের বাকী ব্যয়
  • সুদের হার: ৩% থেকে ৪ % ।
  • পুনরুদ্ধার: ১২ টি সমান ত্রৈমাসিক কিস্তি (মূল + সুদ)।
  • আবেদন একক বা গোষ্ঠী উভয়েই করতে পারবেন।

আরও পড়ুন : ‘জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা।

কিভাবে এবং কোথায় আবেদন করতে হবে Mahila Samridhi Yojana Apply করার জন্য ।

ক। ব্লক অফিসের এসসি, এসটি এবং ওবিসি বিভাগে ।
খ। আবেদন পত্র তিন পুরুষের কমিটির অনুমোদনের পরে , ডাব্লুবিএসসিএসটিওবিসিএফসিটি কলকাতায় অনুমোদনের জন্য প্রেরণ করা হয়।

আরও পড়ুন : কত টাকা পাবেন কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা তে জেনে নিন

কি কি ডকুমেন্ট লাগবে এই প্রকল্পে / Required Documents for this scheme -MSYWB

  1. IFSC কোড যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নং। [ Bank Account No. having IFSC Code.]
ফেসবুক লক ফিচার

2. আধার কার্ড থাকতে হবে।

3. তপশিলি জাতির (SC) সার্টিফিকেট। (বাধ্যতামূলক নয়)

4. চেয়ারম্যান, পৌরসভা / সভাপতি, পঞ্চায়েত সমিতি কর্তৃক প্রদত্ত জাতির শংসাপত্রও গ্রহণযোগ্য।

5. চেয়ারম্যান, পৌরসভা / গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে প্রাপ্ত আয়ের শংসাপত্র নিতে হবে।

আরও পড়ুন : জনধন অ্যাকাউন্টে বাড়তি সুবিধা , বড় ঘোষণা কেন্দ্রের।

6. নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার যা ১০/- টাকা মূল্যের হবে। [ A non-judicial stamp paper of Rs.10/- ]

কার উপকৃত হবে এই মহিলা সমৃদ্ধি যোজনা তে।

মূলত এই প্রকল্পে উপকৃত হবেন তপসিলি জাতির অন্তর্ভুক্ত মহিলারা এবং তাদের পরিবার।

একটা সময় ছিল ঘরের কাজ ছাড়া আর কিছু ভাবতেই পারতেন না মহিলারা। এখন সংসার সামলেই তাঁরা হচ্ছেন স্বনির্ভর মহিলা ঋণ প্রকল্প এর মাধ্যমে। মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা পেয়ে খুশি মহিলারা। আগামীদিনে এই MSY Women’s Prosperity Scheme মহিলা স্বনির্ভরতায় বিশেষ স্থান অধিকার করবে বলেই বিশেষজ্ঞদের মতামত।

পশ্চিমবঙ্গ মহিলা সমৃদ্ধি যোজনা সম্পর্কে আরো জানুন👇

আরও পড়ুন : প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি প্রকল্পের মাধ্যমে ১০০০০ টাকা লোন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

MSY Women's Prosperity Scheme

আমাদের এই  MSY Women’s Prosperity Scheme পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

6 thoughts on “মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা – Mahila Samridhi Yojana Apply চলছে ।”

  1. ধূপ তৈরির প্রকল্পের জন্য কর্মসাথী প্রকল্পে লোন পাওয়া যাবে কিনা একটু জানালে ভালো হয়।

    Reply

Leave a Comment