পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প – সুবিধা ,আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় কাগজপত্র।

পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে মহিলাদের জন্য বিশেষ স্কিম লক্ষীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় সরকার ১২,৯০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করেছে। পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প ও {Lakshmir Bhandar application } তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারের একটি অংশ ছিল। এই প্রকল্পটির বাস্তবায়ন ২০২১ সালের ১ লা জুলাই থেকে শুরু হবে বলে জানানো হয়েছিল। সরকারের এই প্রকল্পটি বাস্তবায়নের সাথে সাথে রাজ্যের পল্লী ও নগর অর্থনীতি আরও শক্তিশালী হবে।

পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প- র সুবিধা এবং বৈশিষ্ট্য

লক্ষীর ভান্ডার প্রকল্প প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানকে আর্থিক সহায়তা দেওয়া হবে। পশ্চিমবঙ্গের ১.৬ কোটি পরিবার এই প্রকল্প থেকে সুবিধা পাবেন।

প্রকল্পের মাধ্যমে পরিবারের মহিলা প্রধানদের ৫০০ টাকা ( সাধারণ বিভাগ এবং ওবিসি) এবং ১০০০ টাকা (এসসি এবং এসটি বিভাগ) প্রদান করা হবে।

এই আর্থিক সহায়তার ফলে পশ্চিমবঙ্গের মহিলারা তাদের প্রতিদিনের কাজকর্মের জন্য অর্থায়ন করতে সক্ষম হবেন। এই প্রকল্প তাদের স্বাবলম্বী করে তুলবে। এই প্রকল্পের আওতায় অর্থ সরাসরি সুবিধাভোগীদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

লক্ষীর ভান্ডার প্রকল্পে আবেদনের যোগ্যতা ( Lakshmir Bhandar application criteria)

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের নাগরিক হতে হবে।

এসসি (SC) এবং এসটি (ST) বিভাগের সমস্ত পরিবার এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন।

উচ্চশিক্ষায় চিন্তা নেই ! ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবেন- সরকার থাকবে গ্যারান্টার।

সাধারণ বিভাগের জন্য, যে পরিবারগুলিতে কমপক্ষে একজন কর প্রদানকারী সদস্য রয়েছে তারা এই স্কিমের আওতায় আবেদন করতে পারবেন না।

আরো জানুন : মোবাইলের ব্যাটারি ফুলে এবং ফেটে যাওয়া -র ৬ টি গুরুত্বপূর্ণ কারণ জানুন।

যে সাধারণ শ্রেণির নাগরিকদের ২ হেক্টরের বেশি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আবেদন করতে পারবেন না।

প্রয়োজনীয় কাগজপত্র লক্ষীর ভান্ডার প্রকল্পের জন্য – Documents For Lakkhir Bhandar Scheme 2021

  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • রেশন কার্ড
  • আবাসিক শংসাপত্র
  • বয়সের প্রমাণপত্র
  • ব্যাংকের পাসবই
  • পাসপোর্ট সাইজের ছবি
  • মোবাইল নম্বর

পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প -র আওতায় আবেদন করার পদ্ধতি – Lakshmir Bhandar application Process

দুয়ারে সরকার ক্যাম্প এর মাধ্যমে এই প্রকল্পে আবেদন করা যাবে। প্রয়োজনীয় ফরম এবং কাগজপত্র জমা করতে হবে। দুয়ারে সরকারের পরে এই প্রকল্পে আবেদন করার জন্য ব্লক অফিস এ যেতে হবে।

মডেল আবেদন পত্র কিভাবে পূরণ করবেন দেখুন

https://youtu.be/uanPyVByhXE

লক্ষীর ভান্ডার প্রকল্প (lakkhir bhandar scheme) – এর মডেল আবেদন পত্র ডাউনলোড করুন

Download Lakshir Bhandar Model Application Form

বিঃদ্রঃ – আবেদন পত্র অবশ্যই আপনাকে সরকারি দপ্তর থেকে সংগ্রহ করতে হবে। অথবা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও এই আবেদন পত্র পায়ে যাবেন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

WBSCCS

lakkhir bhandar scheme পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

1 thought on “পশ্চিমবঙ্গ লক্ষীর ভান্ডার প্রকল্প – সুবিধা ,আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় কাগজপত্র।”

Leave a Comment