দীর্ঘ দিন ধরে কোবিড পরিস্থিতির জন্য স্কুল কলেজ বন্ধ। কিন্তু এগিয়ে আসছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা কে সঠিক ভাবে রূপায়ণ করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিশেষ পদক্ষেপ। West Bengal Government Student Tab For 9 Lakh Student .
এবার রাজ্যে শুরু হতে চলেছে অনলাইন পড়াশোনা। অনলাইন পড়াশোনার সুবিধার্থে রাজ্যের পড়ুয়াদের ট্যাব দেবে সরকার। কর্মী সংগঠনের বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
বিস্তারিত জানুন : সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা
এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের এখানে ১৪ হাজার হায়ার সেকেন্ডারি স্কুল আছে। ৬৩৬টা মাদ্রাসা আছে।”
“কোভিড পরিস্থিতি অনলাইন ক্লাস হলেও, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কম্পিউটারের অভাবে পড়ুয়ারা ঠিকমতো ক্লাস করতে পারছে না।”
বিস্তারিত জানুন : SC ST OBC ছাত্র ছাত্রী দের স্কলারশিপ- Oasis Scholarship
“তাই রাজ্য়ের সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যাতে ৫-৬ মাস পর উচ্চমাধ্যমিক পরীক্ষা হলে, তারা ক্লাসগুলো করতে পারে। পঠনপাঠনে সুবিধা হয়।”
সরকারের এই ঘোষনাতে বাড়িতে স্মার্টফোন না থাকলেও সে অনায়াসেই করতে পারবে অনলাইন ক্লাস।
এছাড়াও রাজ্যের বেশ কয়েকটি স্কুলে ট্যাব কিংবা কম্পিউটার দেওয়ার কথাও ভাবা হচ্ছে। যার মাধ্যমে অনলাইন ক্লাস করা সম্ভব হবে।
বিস্তারিত জানুন : পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প ।
রাজ্যের স্কুলের পড়ুয়াদের জন্য রয়েছে সবুজসাথী প্রকল্প। বিনামূল্যে দেওয়া হয় সাইকেল। এছাড়াও বই, খাতাও দেওয়া হয়। সঙ্গে রয়েছে মিডডে মিল। এবার যুক্ত হলো ট্যাব।
রাজ্য সরকারের West Bengal Government Student Tab দেওয়ার ঘোষণায় বেজায় খুশি পড়ুয়া ও তাদের অভিভাবকরা।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই West Bengal Government Student Tab পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।