পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।

রেশন কার্ড একটি একটি গুরুত্বপূর্ণ বিষয় একথা আপনারা সকলেই জানেন।রেশন কার্ড শুধু মাত্র রেশন তোলার ক্ষেত্রে না , পরিচয়পত্র হিসেবেও কাজ করে।তবে বর্তমানে ডিজিটাল রেশন কার্ড আসায় , অনেকের রেশন কার্ড সংক্রান্ত বেশ কিছু সমস্যা রয়েছে। সমস্যা গুলো নুতুন নাম তোলা, রেশন ডিলার পরিবর্তন , নাম সংশোধন , পরিবারে নাম সংযোজন বা ভর্তুকি বিহীন রেশন কার্ড আবেদন । WB Ration Card Various Application process .

WB Ration Card

আমরা নিম্নে একের পর WB Ration Card এর আবেদন পত্র গুলো নিয়ে আলোচনা করবো :

wb ration card

From No III ( ৩ নং ফর্ম )

আপনার ফ্যামিলির কোন ব্যক্তির যদি রেশন কার্ড না পেয়ে থাকেন ,তাহলে আপনাকে ফর্ম নাম্বার III ডাউনলোড করতে হবে| ফর্ম ফিলাপ করার পর আপনার বাকি সমস্ত ডকুমেন্টস একসাথে এটাচ করে আপনার কাছাকাছি সংশ্লিষ্ট খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে। ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কে জানুন।

From No IV ( ৪ নং ফর্ম )

আপনার ফ্যামিলির কোন একজন বা দুজন না তিনজন ব্যক্তির যদি কার্ড না পেয়ে থাকেন, তাহলে আপনাকে IV নম্বর ফর্ম ফিলাপ করতে হবে | এছাড়াও বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা সদ্যোজাত বাচ্চার ক্ষেত্রে এই IV নাম্বার ফর্ম ফিলাপ করতে হবে | ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No V (৫ নং ফর্ম )

নাম অথবা ঠিকানা যদি রেশন কার্ডে ভুল থাকে তাহলে আপনাকে V নম্বর ফর্ম ফিলাপ করতে হবে।ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No VI (৬ নং ফর্ম )

রেশন ডিলার চেঞ্জ করার জন্য আপনাকে VI নম্বর ফর্ম ফিলাপ করতে হবে | ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No VIII (৭ নং ফর্ম )

রেশন কার্ডের ধরন পরিবর্তন করার জন্য আপনাকে ফর্ম নাম্বার VIII ফিলাপ করে সংশ্লিষ্ট খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে। ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No IX (৯ নং ফর্ম )

আপনার রেশন কার্ড টা যদি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আপনাকে ফর্ম নাম্বার IX ফিলাপ করে কাছাকাছি খাদ্য দপ্তর অফিসে জমা করতে হবে। ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No X ( ১০ নং ফর্ম )

ভর্তুকি বিহীন রেশন কার্ড এর জন্য বা অন্যান্য রেশন কার্ড থেকে ভর্তুকি বিহীন রেশন কার্ড এর পরিবর্তন করার জন্য এই ফর্ম টি বাব্যাহার করুন। এই আবেদন অনলাইন ও করা যাচ্ছে।

From No XI ( ১১ নং ফর্ম )

রেশন কার্ড হোল্ডারদের রেশন কার্ড এর সাথে আধার কার্ড নং এবং মোবাইল নং আপডেট করার জন্য এই ফরমটি বাব্যহার করুন। ফরমটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

From No XII ( ১২ নং ফর্ম )

কোন কারণে আপনার রেশন কার্ড যদি ব্লক হয়ে যায়। আপনার রেশন দ্রব্য পাওয়া বন্ধ হয়ে যায়।তাহলে আপনি এই ১২ নং ফরম ফিল আপ করে পুনরায় তা আবার চালু করতে পারবেন।

From No XIII ( ১৩ নং ফর্ম )

আপনার পরিবারের কিছু সদস্যের রেশন দোকান বা কেরোসিন দোকান পরিবর্তন করার জন্য এই ফরমটি বাব্যহার করবেন। ১৩ নং ডাউনলোড করুন।

From No XIV ( ১৪ নং ফর্ম )

নুতুন পরিবারে রেশন কার্ড স্থানান্তরিত করার জন্য এই ফরমটি বাব্যহার করতে পারবেন। ডাউনলোড করুন ১৪ নং ফরম

পশ্চিমবঙ্গের রেশন কার্ড সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক :

( বিঃদ্রঃ- গ্রামের বাসিন্দারা R ফর্ম টি ডাউনলোড করবেন এবং শহরের বাসিন্দারা U ফর্ম টি ডাউনলোড করবেন )

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

reson card

আমাদের এই  রেশন কার্ড বা WB Ration Card  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

রেশন কার্ড সংক্রান্ত আরও পড়ুন :

বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড।

উঠে যাচ্ছে ডিজিটাল রেশন কার্ড খাদ্যবণ্টন।ব্যবস্থা আরও সহজ করতে নয়া পদক্ষেপ খাদ্যদপ্তরের।

একদেশ ও রেশন কার্ড । দেশের যে কোনো রেশন দোকান থেকে পাবেন রেশন। নতুন ঘোষণা মোদী সরকারের।

11 thoughts on “পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।”

  1. আমি ভুল করে না জেনে ফরম10 পূরন করে অনলাইনে 16 সংখ্যার নম্বর ও পেয়েছি ।কিন্তু এতে রেশনের কোনো সুবিধা পাবোনা জানার পর এটা বাতিল করতে চাই। কি ভাবে করব দয়া করে জানালে বাধিত থাকব।

    Reply
  2. আমার স্ত্রী রেশন কার্ড Transfer করতে BDO Office গিয়েছিলাম। কিন্তু ওকানে আমাকে বলেছে আপনি অনলাইনে করে নিন। অনলাইনে ভুলে করে দশ নামন্বার ফর্ম ফিলাপ করে দিয়েছে। আমি এখন কি করবো বলে দিন।

    Reply
  3. Dear sir,
    Ami vul kore 10number form ta fillup kore falachi. ETA ki vabe thik kora jai apni jodi ektu sahajjo korten tahole badhito thakitam…

    Reply

Leave a Comment