আজ থেকে করোনা সতর্কতায় লকডাউনের সময় বাড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিয়েছেন ৩১ মার্চ পর্যন্ত সারা রাজ্য লকডাউন। কিন্তু এই সময়ে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কথা মাথায় রেখে নতুন প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ‘ প্রচেষ্টা ’ প্রকল্প – prochesta scheme ঘোষণা করে মমতা এদিন জানিয়েছেন, রাজ্যের অসংগতি ক্ষেত্রের শ্রমিকদের জন্য ১০০০ একহাজার টাকা করে.অনুদান দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, দুর্ভোগ হলেও এই কটা দিন বাড়িতেই থাকতে হবে। কিন্তু অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের অসুবিধার কথা মাথায় রেখে আর্থিক সীমাবদ্ধতা সত্বেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।” মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে ৩০ এপ্রিলের মধ্যে প্রচেষ্টা প্রকল্পের জন্য আবেদন করতে হবে।
করা এই প্রচেষ্টা প্রকল্পে আবেদন করতে পারবেন।
- পশ্চিমবঙ্গের সমস্ত শ্রমিক। দিনমজুর এবং কর্মী যারা একমাত্র পরিবারের আয়ের উৎস এবং লক ডাউন এর জন্য যাদের আর একেবারে বন্ধ।
- যে সমস্ত শ্রমিক। দিনমজুর এবং কর্মী এর নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন সামাজিক স্কিম এ নাম নেই। যেমন সামাজিক সুরক্ষা জোযনা এবং বিভিন্ন পেনশন স্কিম।
- পরিবারের একজনই মাত্র আবেদন যোগ্য।
- আবেদনপত্রটি বিনামূল্যে পাওয়া যাবে।
- আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।
জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা। Jago Prokolpo
সরকারি অর্ডার অনুযায়ী আবেদন করা যাবে ১৫ ই মে ২০২০ পর্যন্ত।
প্রচেষ্টা প্রকল্পে কিভাবে আবেদন করবেন ?
জেলার ক্ষেত্রে জেলাশাসক এবং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাসিন্দা হলে কমিশনার, #KMC এর কাছে (ফর্ম্যাট – Annexure-A অনুযায়ী) আবেদনকারী ব্যক্তিদের আবেদনপত্রটি ব্যক্তিগতভাবে জমা দিতে হবে।
কোথায় আবেদন পত্র পাবেন ও জমা দেবেন:
১. জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের অফিস বা জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক মনোনীত অফিস
২. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার বাসিন্দা হলে কমিশনার অফিস, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনারের অফিসে
সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?
Process of sneher paras mobile application
কিভাবে আবেদন করবেন এই ভিডিও থেকেই জেনে নিন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের prochesta scheme বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
prochesta prockolpo is online or offline progress ? please send apply link
suru hole apnader sobkichu janiyea debo amader otg bangla youtube channel a application process er vedio baniyea upload kore debo.
এই অ্যপলাই টা কিভাবে করব
apply suru hobe 15 april,2020 theke. application process janiyea debo , sathe thakun.
Chandibari South 24Pargana
Thanks for comment.
Plz plz help me..
Plz plz help me..8910999697
Koba thaka application kora jaba?ki vaba application korbo?
SORU HOLE SOB JANIYEA DEBO, SATHE THAKUN.
Pleses halp me
ki help korbo ?
Apply karbo kon linke please link ta deben
Ki vabe applie korbo bole din
কি ভাবে আপিল করব
suru hole apnader bole debo.
প্রচেষ্টা প্রকল্পে কিভাবে apply করবো? জানাবেন ppz
Kemon kore apply korbo
age et aparun
https://www.onlinetotalguide.in/sneher-paras-mobile-application/
tarpor nicher video ti dekhun
https://youtu.be/d4v4SfzVD1g
Sneher poros r prochesta prokolpo ki ek.?
na duto alalda , ekta state er baire je somosto sramik atke poreche tadr jonnyo, r ekta state er modhyea je somosto sramik achen tader jonnyo.
ramjiban
Kamon kora kprbo applying
ekhon application off ache
Place whatsapp group add place provided video
https://www.onlinetotalguide.in/prachesta-prakalpa-online-application/
please apply
https://www.onlinetotalguide.in/prachesta-prakalpa-online-application/
Vill,bhabanipur po.jestha
Ps.nalhati
Dist.birbhum
Pin731237