গোটা ভারতবর্ষ জুড়ে চলছে দীর্ঘ লোকডাউন । দেখতে দেখতে পৌঁছে যাচ্ছি প্রায় দুই মাসের দিকে। এমত অবস্থায় ভিন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিক ও অন্যান্যদের বাংলায় ফেরাতে উদ্যোগ নিলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। শুরু হলো wb corona e pass Online process.
এবার প্রচেষ্টা প্রকল্প অনলাইন আবেদন – Prachesta Prakalpa Online Application
গত ২৯ এপ্রিল কেন্দ্র সরকারের নির্দেশিকার পর চলতে থাকে নানান টালবাহানা। দেওয়া হয় বিভিন্ন শর্ত। মাস্ক পড়া, স্ক্রীনিং করানো ইত্যাদি স্বাস্থ্যবিধি ছাড়াও গুরুত্বপূর্ণ শর্ত হলো দুই রাজ্যের সম্মতি।
অর্থাৎ আপনি যে রাজ্যে আসতে চাইছেন এবং যে রাজ্য ছাড়তে চাইছেন এই দুই রাজ্যের সম্মতিক্রমে নিজের রাজ্যে ফেরা সম্ভবপর হবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
এই অবস্থায় কিছু দিন আগেই পশ্চিমবঙ্গ থেকে যাওয়ার পক্রিয়া শুরু হয়ে যায়, অর্থাৎ এক্সিট পাস।
এবার শুরু হলো পশ্চিমবঙ্গ আসার পক্রিয়া, অর্থাৎ করোনা এন্ট্রি পাস।
পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এন্ট্রি পাসের জন্য এর আগেও দুই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল।
কিন্তু বারংবার ফোন করা সত্ত্বেও সেই নম্বরে ফোন লাগছিল না বলে অভিযোগ তুলতে থাকেন অন্য রাজ্যে আটকে থাকা এরাজ্যের অধিবাসীরা।
সেই অভিযোগ কে স্বীকৃতি দিয়েই , আবেদন করার সেই পথকে আরও সুগম করলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
আবেদনের জন্য চালু হল অনলাইন পদ্ধতি, পাশাপাশি চালু হল হোয়াটস্যাপ হেল্পলাইন নম্বর।
ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার পদ্ধতি
ভিন রাজ্য থেকে পশ্চিমবঙ্গে আসার জন্য অনলাইনে আবেদন করতে আপনাকে প্রবেশ করতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা সরাসরি এই লিঙ্কে।
এরপর সেখানে থাকা অপশনগুলির মধ্যে নিচের দিকে লক্ষ্য করবেন ‘Register/ Apply’ অপশন রয়েছে। যেখানে ক্লিক করতে হবে এবং পৌঁছে যাবেন পরবর্তী পর্যায়ে। তারপর সেখানে আপনার মোবাইল নম্বর ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্টার করতে পারবেন।
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- ট্রাফিক আইন ভাঙলে বিপুল অংকের জরিমানা। ট্রাফিক ফাইন ২০২২ এর লিস্ট দেখে নিন।
- ভোটার ও আধার কার্ড লিংক কিভাবে করবেন। অনলাইন এবং অফলাইন এর মাধ্যমে।বিস্তারিত জানুন
স্টেপ বই স্টেপ পদ্ধতি দেখে নিন কিভাবে পাবেন করোনা পাস।
১) পশ্চিমবঙ্গ সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে যান।
২) স্ক্রিনের ডানদিকে ‘Entry Pass (one way pass for entering West Bengal)’-এ ক্লিক করুন।
৩) নয়া একটি স্ক্রিন খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে Register/ Apply-এ ক্লিক করুন।
৪) নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে Send OTP করুন। আপনার ফোনে একটি Password যাবে।
৫) তা দিয়ে এই পেজে গিয়ে লগইন করুন।
৬) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন।
নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, আপনার সঙ্গে কেউ এলে তাঁর সম্পর্কে তথ্য দিন।
৭) তারপর তিনটি চেক বক্সে টিক দিন। ড্রপডাউন থেকে Agree করুন।
৮) তারপর Submit করুন। আপনার আবেদন পেয়ে যাবে রাজ্য।
পশ্চিমবঙ্গ থেকে ভিন রাজ্যে যাওয়ার পদ্ধতি।
একইভাবে অন্য কোন রাজ্যের কোন অধিবাসী পশ্চিমবঙ্গ থেকে সেই রাজ্যে ফেরার জন্য আবেদন করতে পারেন।
আবেদন করতে হবেপশ্চিমবঙ্গ সরকারের অফিশিয়াল ওয়েবসাইট অথবা এখানে লিঙ্কে সরাসরি ক্লিক করতে পারেন।
এখানেও আগের মতোই একই পদ্ধতিতে রেজিস্টার করতে হবে ও প্রয়োজনীয় তথ্য বিবরণ দিতে হবে।
হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে আবেদন করবেন।
এই সকল অনলাইন পদ্ধতি ছাড়াও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আরও একটি সহজ সরল পদ্ধতি আনা হয়েছে, যেটি হল হোয়াটসঅ্যাপ হেল্পলাইন।
‘৮০১৭৮৪৫৫৫৫’ এই হোয়াটসঅ্যাপ নম্বর মোবাইলে সেভ রেখে এই নম্বরে আবেদন করার জন্য আপনাকে ‘Hi’ লিখে পাঠাতে হবে।
এছাড়াও রয়েছে দুটি হেল্পলাইন নম্বর, যেগুলি হলো ০৩৩২২১৪৩৫২৬/১০৭০। এই সকল নম্বরে ফোন করে সহযোগিতা পেতে পারেন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
কি কি শর্ত থাকছে এই WB Corona E Pass তে।
আসা এবং যাওয়ার এই দুইয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে যে শর্ত রাখা হয়েছে সেগুলি হল,
ছোট গ্রুপে সর্বাধিক ৪ জন নিজ ব্যাবস্থায় আসতে হবে।
৬ ই মে থেকে পাস দেওয়া শুরু হয়েছে।
আর যারা বড় গ্রুপ করে আসতে চান তার এইখানে ক্লিক করুন।
যারা সরকারি ব্যবস্থাপনায় আসতে চান তাদের আবেদনের ভিত্তিতে পরবর্তী সময় জানিয়ে দেওয়া হবে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের wb corona e pass online application বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
বাডি ফিৱতে চাই তেলানগানা কোৱিমনগৱে
আছি