ভোটার ও আধার কার্ড লিংক করতে হবে এমনি প্রস্তাব পাস হলো। শুধু সরকারি স্কুল, কলেজ বা অফিস নয়, নির্বাচন কমিশন চাইলে ভোটের আগে দখল নিতে পারবে যে কোনও এলাকার। নির্বাচন কমিশনের সুপারিশ মেনে ভোট গ্রহণ পদ্ধতিতে এমন বেশ কিছু বড় বদল আনতে চলেছে কেন্দ্র।
বাড়তে চলেছে নির্বাচন কমিশনের ক্ষমতা। বুধবার কেন্দ্রের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে বলা হয় চার রকমের বড় পরিবর্তন হতে চলেছে ভারতীয় নির্বাচন পদ্ধতিতে। এ সব কিছুর উদ্দেশ্য একটাই বিশ্বের অন্যতম বৃহৎ গণতন্ত্রের মজবুতি। কেন্দ্রের দাবি, এই পরিবর্তনের ফলে ভোট গ্রহণ পদ্ধতি আরও দৃঢ় এবং ব্যাপক হবে। ভুয়ো ভোটার বাদ দেওয়া সহজ হবে। আর এসব কিছুর জন্য নির্বাচন কমিশনের ক্ষমতা ও গুরুত্ব বাড়বে।
এর প্রথম পদক্ষেপ হিসাবে ভোটার ও আধার কার্ড লিংক এর কথা ভাবছে কেন্দ্র। ঠিক যেমন ভাবে প্যান-আধার সংযুক্তি ঘটান হয়েছিল, তেমন ভাবেই ভোটার ID কার্ডের সঙ্গে যোগ করে দিতে হবে আধার কার্ড।
তবে এ ক্ষেত্রে পুরো বিষয়টিই নির্ভর করবে ভোটারের নিজস্ব ইচ্ছের উপর। কেন্দ্র জোর করতে পারবে না। এর আগে সুপ্রিম কোর্টের দেওয়া গোপনীয়তার অধিকার সংক্রান্ত রায়ের প্রেক্ষিতে যে কোনও ব্যক্তি চাইলে এই সংযুক্তি নাও করাতে পারেন
কিন্তু কীভাবে অনলাইলে পুরো কাজটি করবেন? জেনে নিন। খুব সহজে কাজটি কীভাবে
প্রথমে Voter Portal এর সরকারি ওয়েবসাইটে যেতে হবে।
নিজের মোবাইল নম্বর অথবা ইমেল আইডি অথবা ভোটার আইডি নম্বর দিয়ে লগ-ইন করতে হবে। সঙ্গে নিজের মনের মতো একটি পাসওয়ার্ড সেট করতে হবে।
তারপর রাজ্য, জেলা এবং যাবতীয় ব্যক্তিগত তথ্য দিতে হবে। যেমন নাম, জন্ম তারিখ এবং বাবার নাম
সব তথ্য দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার দেওয়া সমস্ত তথ্য ডেটাবেসের সঙ্গে মিলে যায় তাহলে আপনার কার্ড সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে।
সেখানে ‘Feed Aadhaar No’ অপশন থাকবে। সেখানে ক্লিক করতে হবে। ওই স্ক্রিনের একদম উপরের বাঁদিকে ওই অপশনটি দেখা যাবে।
এরপর একটি পপ আপ পেজ দেখা যাবে। সেখানে Aadhaar কার্ডে থাকা নাম, Aadhaar number এবং Voter ID নম্বর, রেজিস্টার্ড মোবাইল নম্বর এবং রেজিস্টার্ড ইমেল অ্যাড্রেস দিতে হবে।
সব ফিল-আপ করার পর আরও একবার চেক করে নিন। এবং ‘Submit’ অপশনে ক্লিক করুন।
সবকিছু মিলে গেলে আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করানো সম্ভব হবে।
SMS-এর মাধ্যমে কীভাবে ভোটার ও আধার কার্ড লিংক করানো সম্ভব ?
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক SMS এর মাধ্যমেও করাতে পারেন। সেক্ষেত্রে 166 অথবা বা 51969 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
আরও জানুন – ঘরে বসেই করুন রেশন-আধার কার্ড লিঙ্ক, জানুন কীভাবে ?
মেসেজ পাঠানোর ফর্ম্যাট কী? Voter ID Number Aadhaar_Number পাঠিয়ে দিন 166 অথবা 51969 নম্বরে।
ফোন করে কীভাবে ভোটার ও আধার কার্ড লিংক হবে।
সকাল 10টা থেকে 5টার মধ্যে ফোন করতে হবে 1950 নম্বরে।
ফোন করে Aadhaar Card নম্বর এবং ভোটার কার্ড নম্বর জানাতে হবে।
বুথ স্তরের অফিসারদের মাধ্যমে কীভাবে লিঙ্ক করানো সম্ভব?
স্থানীয় বুথ স্তরের আধিকারিকদের মাধ্যমেও এই কাজটি করতে পারেন। তার জন্য স্থানীয় প্রশাসনিক ভবনে একটি আবেদনপত্র জমা করতে হবে।
আরও জানুন – রঙিন ভোটার কার্ড এর জন্য কীভাবে করবেন অনলাইন আবেদন।
তারসঙ্গে ভোটার এবং আধার কার্ডের নম্বর জমা দিতে হবে। অফিসার পুরো বিষয়টি যাচাই করে লিঙ্ক করে দেবেন।
আধার ও ভোটার কার্ড লিঙ্কের স্টেটাস কীভাবে যাচাই করবেন?
NVSP ওয়েবসাইট অর্থাৎ- https://voterportal.eci.gov.in/-তে গিয়ে নিজের আধার ও ভোটার কার্ড লিঙ্কের স্টেটাস দেখতে পারবেন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023