হাসপাতালে ভর্তির কারণে ভয়াবহ ব্যয় থেকে বাসিন্দাদের সুরক্ষার কথা ভেবে সবার জন্য ‘স্বাস্থ্য সাথী প্রকল্প’ ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বড় চমক মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের সব পরিবারকে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিয়ে আসা হচ্ছে ৷ ” Swasthya Sathi Project In West Bengal “
১ ডিসেম্বর-২০২০ থেকে এই ঘোষণা কার্যকর হয়ে গেছে ৷ তবে অন্য কোনও সরকারি স্বাস্থ্য পরিষেবার আওতায় থাকলে এই সুবিধে পাওয়া যাবে না ৷

বৃহস্পতিবার নবান্নে স্বাস্থ্যসাথী প্রকল্পের স্মার্ট কার্ড প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে স্বাস্থ্য সাথী প্রকল্পে আসার জন্য নির্দিষ্ট পেসার সাথে যুক্ত থাকতে হতো।
এবার সব রাজ্যের মানুষ এই প্রকল্পের মধ্যে চলে আসবেন। রাজ্যের সব মানুষ বিনা খরচে পাবেন সরকারি স্বাস্থ্য বিমার সুযোগ।
সরকারি অন্য কোনো স্বাস্থ্য প্রকল্পে নাম নেই এরকম সকলের নাম এই প্রকল্পে তোলা হবে।
কার্ড দেওয়া হবে গৃহকর্ত্রীর নামে। সেই কার্ডের আওতায় থাকবেন পরিবারের বাকি সদস্যরা।
দুয়ারে সরকার এর যে ক্যাম্প হচ্ছে সেখানে এই স্বাস্থ্যসাথী কার্ড এর আবেদন চলছে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
স্বাস্থ্য সাথী এই প্রকল্পের সুবিধে :
১. পরিবারপিছু মিলবে ৫ লক্ষ টাকার ক্যাশলেস চিকিত্সার সুযোগ।
২. সরকারি এবং বেসরকারি হাসপাতালে মিলবে এই প্রকল্পের সুবিধা।
৩.স্বাস্থ্য সাথীর স্মার্ট কার্ড দেখাতে মিলবে ক্যাশলেস চিকিৎসা পরিষেবা।
‘Swasthya Sathi Project In West Bengal’ এর সুবিধা কোথায় পাওয়া যাবে
রাজ্যের সব সরকারি হাসপাতালের পাশাপাশি বহু বেসরকারি হাসপাতাল, দিল্লির এইমস এবং ভেলোরে এই কার্ডের সুবিধা নেওয়া যাবে।
মুখ্যমন্ত্রী জানান, এর জন্য বাড়তি ২ হাজার কোটি টাকা খরচ হবে রাজ্যের।
কোন কোন চিকিৎসা কেন্দ্র থেকে এই সুবিধা পাওয়া যাবে জানতে এখানে ক্লিক করুন।
করা বাদ পড়বেন স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে
পরিবারের কোনো সদস্য যদি সরকার পোষিত স্বাস্থ্যবীমার (CGHS, WBHS, ESI, etc) উপভোক্তা হন তাহলে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।
যারা সরকার বা সরকারি সংস্থা থেকে বেতন এর সাথে চিকিৎসা ভাতা (Medical Allowance) পান তারা এই প্রকল্পে যুক্ত হতে চাইলে চিকিৎসা ভাতা পাবেন না। যথা সরকারি পোষিত বিদ্যালয় , কলেজ পেনসনার ইত্যাদি
কিভাবে আবেদন করবেন স্বাস্থ্য সাথী প্রকল্প
দুয়ারে সরকার ক্যাম্প এ গিয়ে আপনাকে ফরম বি পূরণ করে জমা করতে হবে। সাথে খাদ্যসাথী কার্ড এর বা আঁধার কার্ড এর জেরক্স কপি জমা করতে হবে। ফর্ম সঠিক মোবাইল নং দেওয়া বাধ্যতামূলক।
কিভাবে পূরণ করবেন ফর্ম বি জেনে নিন
ডাউনলোড করুন স্বাস্থ্যসাথী প্রকল্পের Form-B
আরও পড়ুন : আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প কী এবং আপনার নাম আছে কি ?
স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধে মোবাইল এপ্লিকেশন থেকেও পাওয়া যাবে। মোবাইল এপ্লিকেশন ডউনলোড করতে এখানে ক্লিক করুন।
আপনার পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড যদি থেকে থাকে। শুধু মাত্র আপনি কার্ড থেকে ব্যাড যাওয়া ফ্যামিলি মেম্বার চাইছেন। এক্ষেত্রে আপনাকে ফর্ম এ পূরণ করে জমা করতে হবে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই swasthya sathi project in west bengal পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আরও পড়ুন : জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য আইডি কার্ড কি ?
আরও পড়ুন : বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷
I need swastha sathi card .
apni govt er camp e giyea form bfill up karun
পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় থানা নারমা 3নং গামা, আমার আবেদন সরকারি ভাবে আমি Swasthya Sathi যাহাতে কাড় পাই সরকারি কাছে আমি অনুরোধ করছি,
আয়ুষ্মান প্রকল্প এর কার্ডের সুবিধা কি স্বাস্থ্য সাথী তে পাওয়া যাবে ?
আমি স্বাস্থ্য সাথী ফরম এখনো সংগ্ৰহ করতে পারিনি। এখন কি করে ফরম পাওয়া যাবে।
ha korte parben
What is the last date for submission of swasthya sathi card application form?
কি কি ডকুমেন্টস এর জেরক্স দিতে হবে?
SOB KICHU BOLA ACHE DEKHUN
Ami barite eka mohila ekhetre ami ki swastha sathi form fill up korte pari?
Can single woman apply the swasthya swathi scheme??
YES MAM, WHY NOT?
Ami eka barite woman swasthya swathi প্রকল্প te form fill up korte pari?
yes, abedon korte parben
Eka mohila swastha sathi prokolpoকরতে পারবেন?
YE SKORTE PARBEN .
আমি মানিকতলা কলকাতা ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমি এখনো স্বাস্থ্য সাথীর ফর্ম পাইনি কবে পাবো আর কোথায় গেলে পাবো একটু বলে দিলে ভালো হয়
স্বাস্থসাথী কার্ডের জন্য 15ই ডিসেম্বরে form B with documents জমা করেছি। কিন্তু কোনো reply আসেনি ফটো তোলার জন্য। Onlineও empty দেখাচ্ছে। Solutions বলবেন Please.