কিছুদিন আগেই ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। ভারতে এই সমস্ত অ্যাপ ব্যবহার বন্ধ হয়েছে। তাই দেশের নিরাপত্তার কথা ভেবে, পশ্চিমবঙ্গ সরকার জনসাধারণের ব্যবহারে নতুন স্ক্যান করার নুতন একটি মোবাইল এপ্লিকেশন তৈরি করলো। এই এপ্লিকেশন টি র নাম দেওয়া হয়েছে সেলফ স্ক্যান – SelfScan Mobile Application।
সোমবার এই এপ্লিকেশন তীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সাথে সাথেই নবান্নে এই এপ্লিকেশন টির বৈশিষ্ট সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন।
ভূমি দপ্তরের নুতুন মোবাইল এপ্লিকেশন জমির তথ্য
থাকবে না কোনও বিজ্ঞাপন। বিশ্বের যে কোনও প্রান্তের মানুষ ব্যবহার করতে পারবেন এটি। তিনি আরও জানিয়েছেন, এই ুঅ্যাপে ব্যবহারকারীর তথ্য পুরোপুরি নিরাপদ থাকবে, সার্ভারে স্টোর হবে না কিছুই, এতে স্ক্যান করা তথ্য এডিটও করা যাবে বলে জানানো হয়েছে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
সেলফ স্ক্যান ( “SelfScan Mobile Application” )এর বৈশিষ্ট।
- নিরাপত্তা – নথি (ডেটা) আপনার ডিভাইসেই থাকবে, অন্য কোনও সার্ভারে তা সংরক্ষিত হয় না।
- বিনামূল্যে- সম্পূর্ণ বিনামূল্যে প্রাপ্য! কোনও বিজ্ঞাপনের ঝামেলা নেই। এই অ্যাপ ব্যবহার করতে কোনওরকম নিবন্ধনের (রেজিস্ট্রেশনের) প্রয়োজন নেই।
- গোপনীয়তা- সেল্ফস্ক্যান ব্যবহারকারীর কোনও ধরনের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে না। কোনও কুকি, কোনও ব্যাকগ্রাউন্ড ডেটা এই অ্যাপে সংগৃহীত হয় না। এই অ্যাপ তৈরি হয়েছে ব্যবহারকারীর গোপনীয়তা রক্ষার অঙ্গীকার নিয়ে।
- অফ লাইন মোড -স্ক্যান বা ওসিআর করার জন্য ইন্টানেটের প্রয়োজন হয় না।
- কার্যকারিতা- কেবলমাত্র ব্যবহারকারীর মোবাইল ব্যবহার করেই স্ক্যান করা হয়, কোনও সার্ভারে পাঠানো হয় না।
- একাধিক পৃষ্টা স্ক্যান : একাধিক পৃষ্ঠা স্ক্যান করার সুবিধা রয়েছে। .
কিভাবে ডাউনলোড করবেন সেলফ স্ক্যান মোবাইল এপ্লিকেশন
প্লে-স্টোর থেকেই ডাউনলোড করা যাবে সেলফ স্ক্যান অ্যাপটি। এরপর প্রায় একই পদ্ধতিতে অনায়াসেই স্ক্যান করা যাবে সমস্ত নথিপত্র। থাকছে না কোনও ঝুঁকি। আপনার ব্যক্তিগত সমস্ত তথ্যই এ ক্ষেত্রে নিরাপদ বলে জানিয়েছে রাজ্য সরকারের তথ্য প্রযুক্তি বিভাগ।
হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।
🖨 অ্যামাজন প্লে স্টোর, গুগল প্লে স্টোর, স্যামসাং স্টোরে উপলব্ধ
🖨 সেল্প স্ক্যান অ্যাপ ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুন
- এ এক স্বপ্নের দুনিয়া ‘মেটাভার্স’ । What is metaverse?
- তিন বাঙালি যুবকের তৈরি স্মার্টফোনেই অক্সিমিটার। একদম বিনামূল্যে। স্মার্টফোন পাল্স অক্সিমিটার
- স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ। SelfScan Mobile Application
- মোবাইলের ব্যাটারি ফুলে এবং ফেটে যাওয়া -র ৬ টি গুরুত্বপূর্ণ কারণ জানুন।
- ভারতীয়দের জন্য প্রোফাইল নিরাপত্তায় বাড়তি সুযোগ ফেসবুকের। ফেসবুক লক ফিচার
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের অন্যান্য পোস্ট :
2 thoughts on “স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ। SelfScan Mobile Application”