খ্রিস্টান, জৈন, বৌদ্ধ এবং পার্সির মতো অন্যান্য সম্প্রদায়ের পুরোহিত এবং পুরোহিতরা বিশাল সামাজিক, সাংস্কৃতিক এবং সম্প্রদায়গত অনুষ্ঠানগুলি অনেক জনসাধারণের জন্য সম্পন্ন করেন।
তাদের নিজ নিজ সমাজে বিশেষ প্রভাব ও সামাজিক ভূমিকা আছে। বিভিন্ন সম্প্রদায়ের পুরোহিত ও যাজক রা নিজ নিজ অঞ্চলে সম্প্রদায়ের নেতা হিসাবে তাদের পরিস্থিতি শিক্ষার প্রচার, জনস্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি, সামাজিক প্রশান্তির রক্ষণাবেক্ষণ সম্পর্কিত বিভিন্ন উন্নয়নমুখী ও কল্যাণমুখী পরিকল্পনা ও কর্মসূচিতে বিশেষ ভূমিকা পালন করেন। ইনাদের বেশিরভাগই এখন আর্থিক সঙ্কটে রয়েছে এবং তারা এই ধরণের পরিষেবা সম্প্রদায়ে সরবরাহ করতে অক্ষম। তাদের আর্থিক অবস্থা বিবেচনা করে, রাজ্য সরকার পুরহিত এবং পুরোহিতদের সহায়তার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছে যার নাম পুরোহিত ভাতা পেনশন আবেদন প্রকল্প । Govt of West Bengal Notified Purohit Vata Pension Application on 29 sept,2020.
কি যোগ্যতা লাগবে পুরোহিত ভাতা পেনশন পেতে
খ্রিস্টান / জৈন / বৌদ্ধ / পার্সিসের মতো অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র পুরোহিত বা দরিদ্র পুরোহিত যোগ্য হয়ে উঠবেন।
- ব্যক্তি এই প্রকল্পের আওতায় আবেদন করার তারিখে রাজ্যের বাসিন্দা ।
- ব্যক্তিটি অন্য কোনও সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পের আওতাধীন বা সরকারী পেনশন বা অন্য কোনও সংস্থার পেনশন গ্রহণকারী নয়।
- আবাসন অনুদান প্রাপ্তির জন্য, ব্যক্তির নিজের পাকার আবাস বাড়ি নেই তবে তার বা তার নামে এক টুকরো জমি থাকলে। আবাস ঘর নির্মাণের জন্য সুবিধাভোগী জমির মালিক না হলে, রাজ্য সরকার যখনই সম্ভব এই জাতীয় পরিবারকে আবাসন সুবিধা দেওয়ার জন্য অর্পিত এবং অন্যান্য জমিগুলি জড়ো করবে।
কি কি সুবিধে পাবেন পুরোহিত ভাতা প্রকল্পে
- গরিব পুরোহিতরা এবং যাজক মাসে ১০০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। খ্রিস্টান / জৈন / বৌদ্ধ / পার্সিসের মতো অন্যান্য সম্প্রদায়ের দরিদ্র পুরোহিত বা দরিদ্র পুরোহিত যোগ্য হয়ে উঠবেন।
- বাড়ি তৈরি করার জন্য এককালীন টাকা পাবেন বাংলা আবাস যোজনার মাধ্যমে। এই প্রকল্পে বাড়ি করার জন্য ১,২০,০০০ টাকা পাবেন।
কিভাবে আবেদন করবেন
এই প্রকল্পে আবেদন করার জন্য অফ লাইন এ আবেদন পত্র( Annexure-A)পূরণ করে জমা করতে হবে। সাথে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। বাড়ির প্রয়োজনে জমি সংক্রান্ত তথ্যও ও ওই ফর্ম এ পূরণ করতে হবে।
কোথায় আবেদন করবেন
ক) গ্রামীণ অঞ্চলের আবেদনকারীর ক্ষেত্রে ব্লক উন্নয়ন কর্মকর্তা।
খ) আবেদনকারী কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এলাকার বাইরে পৌর / নোটিশিত অঞ্চলে বসবাস করছেন এবং আবেদনকারী কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসের ক্ষেত্রে, পৌর কমিশনার, কলকাতা পৌর কর্পোরেশনের কাছে উপ-বিভাগীয় কর্মকর্তা হিসাবে থাকেন।
Purohit Vata Pension Application এর জন্য কি কি কাগজপত্র লাগবে
- পাসপোর্ট সাইজ এর ফটো
- ডিজিটাল রেশন কার্ড এর কপি
- আধার কার্ড (যদি থাকে )
- ভোটার কার্ড এর কপি
- স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ( সেলফ ডিক্লেরেশন )
- জমির খতিয়ান / পর্চা এর কপি
- অন্যান্য।
Purohit vata from filup kore kothay joma korte hbe
apni dekhun sob kichu likha ache
last date submit from
sevabe kono last date nei, abedon cholche .
plz send me purohit bhata pention application form pdf
apni post ti valo kore dekhun , okhane application form ta deowa ache to
purohit vata kabe theke dewa suru habe?
আমাদেৱ ডেবৱা ব্লকে জমা নেয়নী।চাৱবাৱ ঘুৱিদিয়েছে।বোলেছে আমাদেৱ কাছে খবৱ নেই্ কিছু।এখন কীকোৱে জমা দেওয়া যাবে??
Purohit vata from filup kora khothay joma korbo
bdo office e joma korte hobe
Purohit vata from er last date koba
APNAR BLOCK OR MUNICIPILITY TE KOTHA BOLE DEKHUN
সবই ঠিকঠাক ছিল.. কিন্তু form fillup করার সময় একাউন্ট নাম্বার টা ভুল দেওয়া হয়েছে..
এখন কি করবো দয়া করে বলবেন?
office e giyea kotha balun.
Purbamedini pur district, a account a taka koba thaka pawaa jaba
Akhno account a taka dhokani 2month hoagalo
Thanks for comment.
purohit vata ki feb’21 theke dewa hobe?
Porahit Bhata paini
Porahit Bhata paini
contact block or municipality office
ami 5/11/20 application submit korechi. akhono taka dokheni
block e contact kore dekhun.
we need financial assistance , because we don’t have any other source of
income.we inwardly expect your kind consideration for the same
ekhono ki Purohit welfare Scheme e apply kora jabe?
yes sir, apni apnar local bdo office e contact kore dekhun.
Akhon
we are awaiting for your kind consideration for purohit vata .
we ‘ve no source of income and keeping patience for the benefit
3 months left but we’are not eligible for the scheme.
Hence, this is a great request pls ensure us , we are eligible or not.
Show the list of names of purohit bhata of salanpur in padchim Bardhaman
WE RAE VERY KEENLY AWAIT FOR PUROHIT VATA . IF WE CONSIDERD FOR THE SAME WE WILL BE INWORDLY THANKSFULL TO THE AUTHORITY.
Purohit bhata, chalul kato din Par habe, ami Jama die chilam hayni. r habena?????