Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana : কেন্দ্রীয় বাজেটে ঘোষিত প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে , প্রতি কৃষক পরিবারের অ্যাকাউন্টে তিন কিস্তিতে ২০০০ টাকা করো মোট ৬০০০ টাকা সরকার সরকার দেওয়ার কথা। কৃষি মন্ত্রক থেকে প্রাপ্ত খবর অনুযায়ী , এই প্রকল্পে তথ্য যাচাই এর কাজ শুরু হয়েছে। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত যতজন চাষির তথ্য যাচাই হয়ে যাবে, তাঁদের অ্যাকাউন্টে ২৪ ফেব্রুয়ারি প্রথম কিস্তির টাকা জমা পড়বে ৷ এখন ন্যাশনাল ইনফরমেটিক সেন্টার (NIC) চাষিদের তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ করছে, তাই বিভিন্ন রাজ্যের সঙ্গে আলোচনা চলছে।
২৪ এ ফেব্রুয়ারি গোরক্ষপুরে প্রধানমন্ত্রী এর কৃষাণ সমাবেশ আছে , সেখানেই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পের সরকারি উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। ওই দিন তিনি বোতাম টিপে প্রায় এক কোটি চাষির অ্যাকাউন্টে এক সঙ্গে প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবেন ৷ শোনা যাচ্ছে , ভোটার আগেই দু কিস্তির টাকা অর্থাৎ মোট ৪০০০ টাকা প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের আওতায় দেশের ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের অ্যাকাউন্টে ঢুকতে পারে ।এই প্রকল্পে মোট ১২.৫০ কোটি মানুষ সুবিধে পাবেন। পশ্চিমবঙ্গে এই ধরনের একটি প্রকল্প আছে ,যার নাম কৃষক বন্ধু প্রকল্প।
Pradhan Mantri Kisan Samman Nidhi Yojana তে কারা টাকা পাবেন
এই প্রকল্পে টাকা পেতে হলে ২ হেক্টরের কম জমি থাকতে হবে। প্রকল্প বিশেষ করে ক্ষুদ্র , প্রান্তিক চাষীদের আয় এ সহায়তা করার জন্য তৈরি। এই প্রকল্পে অনুদানের টাকা সরাসরি চাষিদের ব্যাঙ্ক একাউন্ট এ পৌঁছে যাবে। প্রকল্পের নিয়ম অনুযায়ী কোন পরিবার এই প্রকল্পের সুবিধে পাবে তা State Government and UT Administration মিলে ঠিক করবেন। এখানে পরিবার বলতে স্বামী , স্ত্রী এবং মাইনর শিশু কে বলা হচ্ছে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
কারা বাদ যাবেন : (এক্ষেত্রে নিচের লিস্ট এ পড়ছেন এবং বেশি ইনকাম ব্যাক্তি )
- বেশি আয় যুক্ত জমির মালিক কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না। যদিও আয়ের উর্দ্ধসীমা কিছু বলা নেই।
- চাষীর পরিবারের কেউ যদি সাংবিধানিক কোনো পদে , যুক্ত ছিলেন বা আছেন ।
- কোনো সরকারি চাকুরীজীবি বা অবসরপ্রাপ্ত চাকুরীজীবি এই প্রকল্পের সুবিধে পাবেন না। তবে পেনশনের পরিমান ১০০০০ হাজার টাকার নাইস হলে পাবেন।
- মন্ত্রী থেকে পঞ্চায়েত প্রধান কেউ এই প্রকল্পের সুবিধে পাবেন না। রাজ্যসভা, লোকসভা , বিধানসভা , মুনিসিপিলিটি বা পঞ্চায়েত এর কোন মেম্বার এই প্রকল্পের সুবিধে পাবেন না। 5.যে ব্যাক্তি গত বছর ইনকাম ট্যাক্স দিয়েছে , তিনি এই প্রকল্পে থাকতে পারবেন না।
- কোনো প্রফেশনাল ব্যাক্তি , যেমন : ডক্টর, উকিল, ইঞ্জিনিয়ার এই প্রকল্পের আওতায় থাকবেন না।
আরও পড়ুন : অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের।
কিভাবে এই প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি প্রকল্পে নুতন নাম তুলবেন।
এই প্রকল্পে নাম রেজিস্ট্রেশন না থাকলে , আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়েও আধার নং দিয়া এবং জমির তথ্য দিয়া নাম রেজিস্ট্রেশন করতে হবে। নাম রেজিস্ট্রেশন করার জন্য এখানে ক্লিক করুন।
এই প্রকল্পের সরকারি ওয়েবসাইট এর জন্য এখানে ক্লিক করুন।
কিভাবে অনলাইন আবেদন করবেন জেনে নিন 👇
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- Agricultural Machinery Subsidy In West Bengal- কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান
- Bikash Bhavan Scholarship or Swami Vivekananda Merit cum Means Scholarship
- Krishak Bardhyaka Vata In West Bengal | https://matirkatha.net/ | কৃষক বার্ধক্য ভাতা-২০১৮
- Manobik Prokolpo In West Bengal 2018
- Process of sneher paras mobile application
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আরও পড়ুন : আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি।
আরও পড়ুন : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা
Ramjan
Amra kivabe apply korbo.
new abedon process suru hole bole debo, ekhon back data theke deowa hobe bole sunchi
Web side ki aucha
ha ache . click korun
Kivaba aplay kortahaby?
Amr Bare Birbhum Amr Koba Ai From Felap korbo??
Nanigopal Mondal nonigopal197554@gma.Com
Nanigopal Mondal nonigopal197554@gmail com
Bol chilam ai kaj ta korar jonno csc id thaka ki dorkar
Karon jara csc id theke kaj korche tader payment nicche ar 1ta farmer id dicche
But amni simpil vabe try korle farmer id dicche na
normal korle kichu problem hocchilo, ekhon to hocche . jadi problem hay to csc theke kore nin.
Plz contact me whats app number 9093230241 ba apnar jodi kono whqts app group thake ai somosto online kajer jonno ta hole link din plz
na kono whatsapp group nei , tobe telegram group ache , otgbangla likhe search karun.
মহাশয়, অনুগ্রপূর্বক আমাকে এই প্রকল্পে একটু জাইগা করে দিন। আমার এই অর্ধ ভুক্ত পরিবার একটু শান্তি পাই।
পদ্ধতি অনুযায়ী আবেদন করুন।