এবার প্রচেষ্টা প্রকল্প অনলাইন আবেদন – Prachesta Prakalpa Online Application

রাজ্য সরকার লক ডাউন এ বিশেষ ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া স্ব নিযুক্ত শ্রমিক দের জন্য ১০০০ টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। শুরু হয়েছিল অফ লাইন আবেদন। কিন্তু সামাজিক বিধির কথা ভেবে , ( prachesta prakalpa online application ) শুরু হচ্ছে।

করা এই প্রচেষ্টা প্রকল্পে অনলাইন আবেদন এর যোগ্য হবেন।

১) যিনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ।

২) যিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ।

৩) পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকার পেনশন প্রকল্প যেমন- বার্ধক্যভাতা, বিধবাভাতা, অক্ষমতাভাতা ইত্যাদী এবং সামাজিক সুরক্ষা যোজনা ( SSY ) প্রকল্পের

৪) MGNREGA (১০০ দিনের কাজ) প্রকল্পের সুবিধা পান না শুধুমাত্র তেমন ব্যাক্তি ই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

নির্মাণ কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রকল্প ।

৫) পরিবারের মধ্যে শুধুমাত্র একজন ই দরখাস্ত করতে পারবেন । ( পরিবার= স্বামী, স্ত্রী ও অবিবাহিত সন্তানগণ )।

৬) কৃষি কাজে নিযুক্ত কোনো শ্রমিক এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

Prachesta Prakalpa Online Application কিভাবে করবেনঃ

১) আবেদনকারীকে শুধুমাত্র অনলাইনে প্রচেষ্টা (Prachesta Prakalpa app) অ্যাপ দ্বারা আবেদন করতে হবে। অফলাইনে কোনো আবেদন পত্র গৃহীত হবে না।

মোবাইল এপ্লিকেশন টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

এই প্রকল্পের ওয়েবসাইট হলো – prachesatwb.in

২) নাম, বাবার নাম, লিঙ্গ, জন্ম তারিখ, বয়স ঠিকভাবে পূরণ করতে হবে ।

৩) ভোটার কার্ডের নং, ডিজিটাল রেশন কার্ডের নং এবং আধার কার্ডের নং দিতে হবে ।

৪) ঠিকানা ঠিকভাবে পূরণ করতে হবে ।

৫) বৈধ মোবাইল নং দিতে হবে ।

৬) ব্যাঙ্কের নাম, ব্রাঞ্চের নাম, Account নং এবং IFSC কোড সতর্কতার সাথে সঠিকভাবে পূরণ করতে হবে ।

পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?

৭) দরখাস্তের সাথে ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের ক্যান্সেল চেক বা ব্যাঙ্কের Account বই এর প্রথম পাতা যেখানে নাম, Account নং এবং IFSC কোড ইত্যাদি আছে- এই চারটি ডকুমেন্টের জেরক্স কপি দিতে হবে ।
একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুধু মাত্র একজন আবেদনকারীর জন্যই প্রযোজ্য।

আবেদন পত্র কিভাবে অনুমোদন দেওয়া হবে।

১) জেলার ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট শহরাঞ্চলে এস. ডি. ও এবং গ্রামাঞ্চলে বি. ডি. ও , কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনার যারা দরখাস্ত গ্রহণ করবেন ।

এবং উনারাই পরীক্ষা ও যাচাই করবেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী করোনা মহামারীজনিত কারণে লকডাউনের ফলে প্রকৃতপক্ষে কাজ হারিয়েছেন কিনা ।

সরকার ধান কিনবে মোবাইল এপ্লিকেশন এর মাধ্যমে।

এবং ওই শ্রমিকের অন্য কোন আয়ের উৎস যদি না থাকে এবং আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত কিনা ইত্যাদি ।

২) উপরের সমস্ত বিষয়গুলি বিবেচনার পর তারা যদি মনে করেন – দরখাস্তকারী বা দরখাস্তকারিনী আর্থিকভাবে চূড়ান্তভাবে পীড়িত তাহলে, তার দরখাস্ত বিবেচিত হবে ।

৩) বিবেচিত দরখাস্তগুলি ইলেকট্রনিক পদ্ধতিতে পেমেন্ট করবার জন্য রাজ্য সরকারের “ প্রচেষ্টা “ প্রকল্পের লিঙ্কে আপলোড করা হবে ।

প্রচেষ্টা প্রকল্পের সরকারি নোটিফিকেশন টি ডাউনলোড করে নিন

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

এবার প্রচেষ্টা প্রকল্প অনলাইন আবেদন - Prachesta Prakalpa Online Application

আমাদের prachesta prakalpa online application বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

22 thoughts on “এবার প্রচেষ্টা প্রকল্প অনলাইন আবেদন – Prachesta Prakalpa Online Application”

    • আমৱা বাডিফিৱতে চাই তেলানগানা কোৱিমনগৱে
      আছি আমৱা মোট সাত জোন আছি
      আববাসউদিদন সাফুই
      হাসিবুৱ ৱহমান সেখ
      কাউম লসকোৱ
      মাতিন গাজি
      ফিৱোজ সেখ
      আবুসিদিদক লসকোৱ
      ফোৱিদ সেখ

      Reply

Leave a Comment