ব্যাঙ্কিং সার্ভিস পোস্ট অফিস এ পাওয়া যায় এটা মোটামুটি সকলেই জানেন ৷ এবার ইন্টারনেট ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু করল ভারতীয় পোস্ট অফিস।
ভারতীয় পোস্ট অফিস এর ওয়েবসাইট এ গিয়েও নুতুন সার্ভিস ইন্টারনেট ব্যাঙ্কিং সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং পোস্ট অফিস ইন্টারনেট ব্যাঙ্কিং এর লিংক এ গিয়েও ইন্টারনেট ব্যাঙ্কিং সার্ভিস বাব্যাহার করতে পারবেন।
দিল্লিতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মনোজ সিনহা ভারতীয় ডাকঘরের এই নয়া সুবিধার কথা ঘোষণা করেছেন৷ পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধা যে কোনও গ্রাহকই ব্যবহার করতে পারেন৷ এই পরিষেবায় পিপিএফ, আরডি বা অন্যান্য ব্যাঙ্কিং কাজ করা যাবে বাড়িতে বসেই৷
এই সার্ভিস পেতে হলে , পোস্ট অফিস এ আপনার সিঙ্গেল বা জয়েন্ট একাউন্ট থাকা বাধ্যতামূলক। পোস্ট অফিসে KYC থাকতেই হবে৷ প্যান নম্বরের সঙ্গে পোস্ট অফিসের অ্যাকাউন্টের যোগ আবশ্যিক৷
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
শুধু একাউন্ট থাকলেই হবে না , এই সার্ভিস একটিভ করার জন্য আপনাকে নির্দিষ্ট বয়ানে আবেদন করতে হবে নিকটবর্তী পোস্ট অফিসের শাখায়, আবেদন গ্রাহ্য হল মোবাইলে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে। ওই এস সম এস এ থাকবে একটি URL ,যেখানে ক্লিক করে আপনি সোজা চলে যাবেন , পোস্ট অফিস এর ইন্টারনেট ব্যাঙ্কিং এ।
বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করে ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে নিতে পারেন।
পোস্ট অফিস ইন্টারনেট ব্যাঙ্কিং এর অসুবিধে সমাধান করার জন্য একটি টোল ফ্রি নম্বর চালু করেছে 1800-425-2440 ৷ এছাড়া অভিযোগ জানানোর মেইল : dopebanking@indiapost.gov.in ৷
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
Dear Sir / Madam,
Very nice initiative & it is very just like we peoples seeking information for to serve around our peoples specially remote village & less communications area.
We hope more information about small business & trading to create more employment & financial stability to our youths & generation.
Ki bhabe ami internet banking poriseba nite pari start karar jono ki ki thaka proiojon
apni apnar post offcie e giyea internet banking poriseba active koriyea nin.
Do you have any suggestions for creating articles?
That’s where I constantly struggle and I just
wind up gazing vacant screen for very long time.
What kind of content do you want to create, please tell me details on my mail otgbangla@gmail.com