বর্তমানে মানব সভ্যতা এখন এক বিশ্বব্যাপী কোরনা ভাইরাস সংকট মোকাবিলা করছে। সম্ভবত গোটা বিশ্বের বর্তমান প্রজন্মর কাছে সবচেয়ে বড় সংকট।
বিভিন্ন দেশের সরকার এবং জনগণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে যে সিদ্ধান্তগুলো নেবে , তা আমাদের ভবিষ্যত পৃথিবীর গতিপথ এবং চরিত্র দুটোই বদলে দেবে।
এই বদল যে শুধুমাত্র স্বাস্থ্য ব্যবস্থায় আসবে ,তা কিন্তু না। ” post coronavirus effect “will change our global economy, politics and culture .
কি কি বদল আসতে পারে করোনা পরবর্তী পৃথিবীতে ? কী কী পরিবর্তন আসতে পারে ‘বিশৃঙ্খলা তত্ত্ব’ দিয়ে সেটা বুঝিয়েছেন একদল গবেষক।
তারা বলছেন , করোনা ভাইরাস ভূমিকম্পের মতো আফটার শক দিয়ে , বিশ্বকে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করবে ।
এক্ষেত্রে নয়টি বড় পরিবর্তনের কথা বলেছেন সেগুলো নিম্নরূপ ।
১. দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে ।
তখন আমাদের জীবনে ডাল-ভাতের মতো হয়ে যাবে ,নানা ধরনের স্বল্পমেয়াদী জরুরি অবস্থা । যেহেতু খুব বড়সড় বিপর্যয় বা জরুরি অবস্থার চরিত্রই প্রায় একই রকম ।
ঐতিহাসিক সমস্ত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াকে খুব দ্রুত ঘটিয়ে ফেলবে ।
সাধারণ সময়ে আমাদের যে সিদ্ধান্ত নিতে এবং বাস্তবায়নে করতে লেগে যায় বছরের পর বছর , বড়সড় বিপর্যয়ে তা হবে অসম্ভব দ্রুত।
২. সামাজিক পরীক্ষা-নিরীক্ষা বাড়বে ।
একটা গোটা দেশই বড়ো মাপের সামাজিক নিরীক্ষার জায়গা হয়ে দাঁড়াবে।
স্বাভাবিক সময় কোন দেশের সরকারই এ ধরনের কোন পরীক্ষা-নিরীক্ষায় রাজি হতো না। যেমন সবাই বাড়িতে থেকে কাজ করলে এবং দূরত্ব মেনে যোগাযোগ বজায় রাখলে কী হয়? সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় অনলাইনে চলে গেলে কি ঘটনা ঘটবে?
৩. অভ্যাস থেকে যাবে।
বর্তমানে আমরা এক বিশেষ সময় পার করছি । করোনার সংক্রমণ এড়াতে আমরা বর্তমানে হোম কোয়েরেন্টিন পালন করছি, সামাজিক দূরত্ব মেনে চলছি।
করোনা ঝড় থামলেও এই অভ্যাস থেকে যাবে। প্রযুক্তিভিত্তিক যোগাযোগ বেড়ে যাবে। তবে দরিদ্র এবং ঘনবসতিপূর্ণ দেশগুলি বিশেষত অপ্রস্তুত এবং দুর্বল থাকবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
৪. প্রতিষ্ঠানগুলো অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে
বিশেষত সরকার ও কর্পোরেট ব্যবস্থা বড় ধাক্কা খাবে। অনেক বড় বড় সংস্থাগুলি ধসে পড়বে।
রিয়েল এস্টেট ব্যবস্যা থেকে শুরু করে বিমান শিল্প,অফিস ভবন, শপিংমল, এয়ারলাইনস এবং বিমানবন্দর গুলি প্রচুর ঝুঁকির মুখে পড়বে।
আর এই অর্থনৈতিক পতনের সঙ্গে সঙ্গেই বিশ্বের অনেক দেশের বর্তমান সরকার পড়ে যেতে পারে।
৫. পেট্রো-রাজ্যগুলো ধসে পড়বে
পেট্রো পণ্য এর চাহিদা আর আগের মতো থাকবে না। ফলে পেট্রো পণ্য উৎপাদক দেশ গুলোর অর্থনীতি একদম ভেঙে পড়বে।
ইকুয়েডর থেকে ইরান পর্যন্ত পেট্রো-রাজ্য গুলোতে রাষ্ট্র ব্যবস্থার পতন হওয়া এমন কিছু অস্বাভাবিক ব্যাপার নয় ।
তেলের দাম পড়ে যাওয়ায় সাথে সাথে ভেনিজুয়েলার আগামী দিনগুলিতে অতি মুদ্রাস্ফিতি এবং অনাহারে আরও বেড়ে যাবে।
ভোটার কার্ড এখন অনলাইনেই , নুতন ,ভুল সংশোধন অথবা ট্রান্সফার।
এছাড়া তেলের দাম পড়ে যাওয়া ও হজ বাতিলের ফলে , সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়তে পারে।
দেশটির বৃহত্তম আয়ের উৎস এই দুটি খাত। ভাইরাসের সংক্রমণ এবং মার্কিন নিষেধাজ্ঞায় এমনিতেই ইরানের অবস্থা খারাপ।
করোনা পরবর্তী অর্থনৈতিক দুরাবস্থা ইরানের সরকারকে ফেলে দেবে এমন সম্ভাবনা জোরালো হয়েছে।
৬. প্রবাসী সংকট দেখা দেবে
বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা ভেঙে যাওয়ার ফলে , ব্যর্থ রাষ্ট্রগুলো থেকে নিশ্চিত জীবনের আশায় , লোকেরা উন্নত দেশে পাড়ি দেওয়ার মরিয়া চেষ্টা করবে।
আন্তর্জাতিক বাঁধা-নিষেধ উপেক্ষা করে তারা শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে প্রবেশ করবে। ফলে চাপ বাড়বে ইউরোপ-আমেরিকার মতো প্রথম সারির দেশগুলিতে ।
এরই মধ্যে তুরস্ক ৪ কোটি সিরিয়ান শরণার্থীর চাপ সহ্য করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। প্রয়োজনে তারা ইউরোপীয় সীমান্ত খুলে দেবে।
ফলে মিশর, সুদানের,মেক্সিকোর মতো দেশগুলো থেকে লোকেরা দলে দলে ইউরোপে ঢুকবে। ফলে প্রবাসী সংকট ভয়াভয় রূপ ধারণ করবে।
বজ্রপাত থেকে বাঁচতে ২১ টি জরুরি নির্দেশাবলী।
৭. জাতীয়তাবাদের উত্থান ঘটবে ।
অনেক দেশ প্রবাসীদের ঢল বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদের উত্থান ঘটবে ।
বিভিন্ন প্রয়োজনীয় পরিষেবা যেমন – খাদ্য , চিকিৎসা সরবরাহ ও শস্য রফতানি ইত্যাদি কারণে , জাতীয়তাবাদ মাথা চাড়া দেবে।
প্রবাসীদের এর ফলে বারে বারেই সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়বে স্থানীয়রা। এমনকি ইউরোপের অসংখ্য দেশে রক্তক্ষয়ী সংঘাতও উড়িয়ে দেওয়া যায় না।
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- ট্রাফিক আইন ভাঙলে বিপুল অংকের জরিমানা। ট্রাফিক ফাইন ২০২২ এর লিস্ট দেখে নিন।
- ভোটার ও আধার কার্ড লিংক কিভাবে করবেন। অনলাইন এবং অফলাইন এর মাধ্যমে।বিস্তারিত জানুন
৮. প্রযুক্তি ব্যয় হ্রাস পাবে
করোনা ভাইরাস মহামারির প্রভাবে ভবিষৎ স্থিতিশীল নয়। ভ্যাকসিন এখনো পর্যন্ত না আসার ফলে বিনিয়োগকারীরা বড়ো মাপের বিনিয়োগ থেকে বিরত থাকবে।
তবে আগামী দিন জৈব প্রযুক্তি এবং স্বাস্থ্যসেবা খাতে বৃহত্তম বিনিয়োগ শুরু করার সুস্পষ্ট জায়গা।
তবে বিশ্বজুড়ে অর্থনৈতিক মন্দার কারণে , প্রযুক্তিগত দিকে বড়ো মাপের বিনিয়োগ আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
৯. সর্বোপরি সভ্যতার সংকট সৃষ্টি হবে ।
কোরনা ভাইরাস সংকট বিগত দিনের সবচেয়ে ভয়াভয় পরিস্থিতির চেয়েও , বড় পরীক্ষা এবং একই সঙ্গে আর্থিক সংকট হিসাবে প্রমাণিত হয়েছে ।
post coronavirus effect এটি একটি চমকপ্রদ ধাক্কা যা , বিশ্বব্যবস্থাকে ভেঙে খান খান করে দিতে পারে। ব্যাপক বিবর্তন দেখা দেবে জৈবিক ও সভ্যতা উভয় ক্ষেত্রেই ।
সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের পরিকল্পনায় স্বল্পমেয়াদি ত্যাগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের লক্ষ্যে বৃহৎ দীর্ঘমেয়াদী অগ্রাধিকারগুলি থমকে
যাবে অর্থনৈতিক ও খাদ্য সংকটের কারণে যুদ্ধ-বিগ্রহ বেড়ে যাবে।
আন্তর্জাতিক ও স্থানীয় সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের post coronavirus effect বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
2 thoughts on “আগামীদিনে পৃথিবীতে করোনা যে ৯ টি বদল নিয়ে আসছে। What is post coronavirus effect ?”