মহামারীর ফলে গোটা দেশ জুড়ে বিভিন্ন ব্যবসা ক্ষতির মুখে। বিশেষ ভাবে ক্ষতিগ্রস্থ যারা রাস্তায় হকারি বা ছোট খাটো ব্যবসা করতেন । এবার উনাদের সুরক্ষার কথা ভেবে ভারত সরকার একটি ক্ষুদ্র লোন এর ব্যবস্থা করেছেন যা নাম ” pm svanidhi scheme” । এখানে আপনারা জানতে পারবেন pm svanidhi scheme loan apply online এর জন্য বিস্তারিত তথ্য।
প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর আত্মনির্ভর নিধি এই লোনের সুবিধে :
এই লোন এ প্রাথমিক ভাবে ১০ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে।
সঠিক সময়ই লোন পরিশোধ করলে থাকবে ইন্সেন্টিভ ।
এছাড়াও ডিজিটাল লেনদেন করলে থাকবে পুরস্কার
সঠিক সময়ই লোন পরিশোধ করলে ৭ শতাংশ সুদের উপর সাবসিডি পাবেন । সাথে থাকবে বিভিন্ন ক্যাশ ব্যাক অফার ।
পরবর্তী কালে লোন নিলে , পূর্বের এমাউন্ট এর থেকে বেশি পরিমান লোন পাবেন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
pm svanidhi yojana তে কারা কারা পাবেন এই লোনের সুবিধে।
শহরাঞ্চলে রাস্তার বিক্রেতারা / হকাররা বেচাকেনা করছেন 2020 সালের 24 মার্চ বা তার আগে এবং ULB এর অন্তর্ভুক্ত প্রি -নগর ও গ্রামীণ অঞ্চলের বিক্রেতারা।
যেমন : যে কোনও ব্যক্তি নিবন্ধ বিক্রির কাজে নিযুক্ত । পণ্য, জিনিসপত্র, খাদ্য আইটেম ও দৈনন্দিন ব্যবহৃত জিনিস বিক্রির কাজে নিযুক্ত ।
এছাড়াও জনসাধারণের কাছে পরিষেবা সরবরাহ করার কাজে যুক্ত।
এছাড়াও রাস্তায় বা ফুটপাথে অস্থায়ী ভাবে তৈরি করা কাঠামো তে বা ঠেলা গাড়ি দ্বারা এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করা পণ্যের কাজে যুক্ত কর্মী।
এর মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল, খাওয়ার জন্য প্রস্তুত রাস্তার খাবার, চা, পকোড়া, রুটি, ডিম, টেক্সটাইল, পোশাক, কারিগর পণ্য, বই / স্টেশনারী ইত্যাদি এবং পরিষেবাগুলির মধ্যে নাপিত দোকানগুলি অন্তর্ভুক্ত রয়েছে, মুচি, প্যান শপ, লন্ড্রি পরিষেবা ইত্যাদি।
pm svanidhi scheme loan apply online করার পর কোথা থেকে লোন পাবেন
যে কোনো বাণিজ্যিক ব্যাংক , আঞ্চলিক পল্লী ব্যাংক, ক্ষুদ্র অর্থ ব্যাংক, সমবায় ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক সংস্থা, মাইক্রো ফিনান্স প্রতিষ্ঠান এবং এসএইচজি ব্যাংকগুলি থেকে এই সুবিধে পাওয়া যাবে।
pm svanidhi yojana তে কাগজপত্র কি কি লাগবে ?
আপনি নিম্নলিখিত যে কোন একটি কাগজ পরিচয় প্রদান এর জন্য দিতে পারেন।
(i) আধার কার্ড।
(ii) ভোটারের পরিচয়পত্র।
(iii) ড্রাইভিং লাইসেন্স।
(iv) জব কার্ড।
(v) প্যান কার্ড।
কি পরিমানে সরকারি ভর্তুকি পাবেন।
সুদের ৭% হারে ভর্তুকি পাবেন । ভর্তুকির পরিমাণ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এ সরাসরি জমা হবে ত্রৈমাসিক ভিত্তিতে।
তাড়াতাড়ি লোন প্রদান এর ক্ষেত্রে ভর্তুকি গ্রহণযোগ্য পরিমাণ একবারে জমা হবে।
pm svanidhi scheme loan apply online ১০,০০০ টাকা লোনের জন্য , আপনি যদি সময়মতো ১২ টি ইএমআই প্রদান করেন ,
তবে আপনি পাবেন সুদের ভর্তুকির পরিমাণ হিসাবে প্রায় ৪০০ টাকা পেয়ে যাবেন।
লোনের জন্য আবেদন কিভাবে করবেন ?
লোনের জন্য আপনাকে অনলাইন পোর্টাল বা মোবাইল এপ্লিকেশন থেকে আবেদন করতে হবে।
লোন অনুমোদন পেতে কতদিন সময় লাগবে ?
এই লোনের সম্পূর্ণ প্রক্রিয়া স্বয়ংক্রিয় মাধ্যমে করা হবে । একটি মোবাইল অ্যাপ এবং ওয়েব পোর্টাল এর মাধ্যমে ।
pm svanidhi yojana তে আপনার আবেদনের স্থিতি আপনি চেক করে দেখতে পারবেন ।
পুরো প্রক্রিয়া এবং যদি কাগজ / তথ্য সঠিক ও সম্পূর্ণ হয় তাহলে 30 দিনেরও কম সময় নিতে পারে আপনার আবেদন অনুমোদন পেতে।
কিভাবে আবেদন করবেন দেখুন অনলাইন পদ্ধতি
pm svanidhi scheme loan apply online সম্পর্কে কোনো অভিযোগ থাকলে কোথায় জানাবেন।
Director (NULM),
Room no.334-C,
Ministry of Housing & Urban Affairs,
Nirman Bhawan,
Maulana Azad Road, New Delhi – 110011
e-Mail: neeraj.kumar3@gov.in
Tel: 011-23062850.
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই pm svanidhi scheme loan apply online পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Bankura district
Thanks for comment.
ok
Thanks for comment.
Please help For Digital Ration Card
ki help chai balun.
Ami akti diagnostic center a kaj kori amar loan Khub Dorkar please help me