প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা (PM Kisan) , এর সুবিধাভোগীরা বর্তমানে তাদের ১১তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। ১২ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পে নিজেদের নাম নিবন্ধিত করেছেন। ১১তম কিস্তির পরিমাণ এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে।
পাঁচ রাজ্যে নির্বাচনের আগে দশম কিস্তি পাঠিয়েছিল সরকার।
কিন্তু ১১তম কিস্তির জন্য ই-কেওয়াইসি করা প্রয়োজন। না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে। ই-কেওয়াইসি করার শেষ তারিখ ৩১ মে।
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় প্রতি বছর কেন্দ্রীয় সরকার কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকা পাঠায়। এই পরিমাণ ২০০০ টাকার তিনটি কিস্তিতে পাঠানো হয়।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
কেন্দ্রের এই প্রকল্পে রাজ্যগুলির অনুমোদনও প্রয়োজন। কিছু রাজ্য সরকার এখনও ১১তম কিস্তির জন্য অনুমোদন দেয়নি।
PM Kisan Status পোর্টালে স্ট্যাটাস চেক করার সময় বিভিন্ন মেসেজ এর মানে।

আপনি যদি দেখেন Waiting For Approval By State লেখা আছে , তাহলে আপনার কিস্তির অনুমোদন রাজ্য সরকারের কাছ থেকে এখনও পাওয়া যায়নি।
যদি স্ট্যাটাস পরীক্ষা করার সময়, RFT অর্থাৎ রিকোয়েস্ট ফর ট্রান্সফার লেখা হয় । তাহলে এর অর্থ হল সুবিধাভোগীর ডেটা রাজ্য চেক করেছে এবং কেন্দ্রকে রাজ্য সরকার কিস্তির টাকা সুবিধাভোগীর অ্যাকাউন্টে পাঠানোর জন্য অনুরোধ করেছে।
যদি FTO জেনারেট করা হয় এবং পেমেন্ট কনফার্মেশন পেন্ডিং লেখা দেখা যায় তাহলে এর মানে হল ফান্ড ট্রান্সফারের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছু দিনের মধ্যেই গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

PM Kisan Status পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।