তৃতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ার এ বসেই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা নিয়ে চাপ বাড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার কৃষকদের সুবিধার্থে পিএম-কিষাণ ( pm kisan samman nidhi ) প্রকল্পের সুবিধা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়ে দেন মুখ্যমন্ত্রী। এর ফলে এবার চাপ বাড়লো কেন্দ্র সরকারের। সম্ভবত সেই চাপের মুখেই বাংলার কৃষকদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (pm kisan samman nidhi ) যোজনার প্রথম কিস্তির টাকা দ্রুত রিলিজ করতে চাইছে কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রের খবর, বাংলার কৃষকদের প্রথম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে যাবতীয় জটিলতার অবসান ঘটেছে। সব ঠিক থাকলে, আগামী ১৪ মে’র মধ্যেই বাংলার প্রায় সাড়ে ৭ লক্ষ কৃষক এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে এমনই দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের এক সূত্র ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর অনুমতি দিয়ে দিয়েছে। গত ৪ মে রাজ্যের তরফে চিঠি লিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যপারে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরো পড়ুন : কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন
তারপর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। চিঠিতে পরিসংখ্যান উল্লেখ করে তিনি জানান, অনেক কৃষক এর নাম পাঠালেও , এখনও বহু কৃষক এই প্রকল্প থেকে বঞ্চিত। তিনি অভিযোগ করেন এ নিয়ে আগে একাধিকবার কৃষি মন্ত্রকে আবেদন জানানো হলেও, কোনও সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
একইসঙ্গে স্পষ্টভাবে মুখ্যমন্ত্রী দাবি করেন, এবার যেন বাংলার কৃষকদের সেই প্রাপ্য টাকা দেওয়া হয়। এখনো পর্যন্ত কৃষি মন্ত্রক সূত্রের খবর, আগামী ১৪ মে বাংলার কৃষকরা চলতি বছরের প্রথম কিস্তির ২ হাজার টাকা পেতে চলেছেন।
এই মুহূর্তে এই প্রকল্পে বাংলার ৭ লক্ষ ৫৫ হাজার কৃষক এই প্রকল্পের ( pm kisan samman nidhi) আওতায় আছেন। তাঁরা সকলেই প্রথম কিস্তির টাকা পাবেন।
যদিও, বৃহস্পতিবার লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, পিএম কিষাণ নিধি ‘pm kisan samman nidhi‘ প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য রাজ্যের তরফে ২১.৭৯ লক্ষ কৃষকের নাম পাঠানো হয়েছিল। কিন্তু কেন্দ্রের পোর্টালে মাত্র ৯.৮৪ লক্ষ মানুষের নাম নথিভূক্ত হয়েছে। যা সূত্রের খবর তাতে কেন্দ্রের এই প্রকল্পের সুবিধাভোগীর সংখ্যাটা আরও কম।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের পিএম-কিষাণ যোজনা পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।