সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024

২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে দেশের তরুণ যুবকদের স্কিল ডেভেলপমেন্ট (PM Internship Scheme) এবং চাকরির সুযোগ করে দেওয়ার জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং দেশের বহুবিধ সংস্থার কাছ থেকে এই বিষয়ে ভাল প্রতিক্রিয়া পেয়েছে সরকার।

আর এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে দেশে ৯০,৮৪৯ জন শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ (PM Internship Scheme) করে দেওয়ার অবকাশ তৈরি হয়েছে।

pm Internship Scheme

PM Internship Scheme ইন্টার্নশিপ স্কিমের মধ্য দিয়ে দেশের ১.২৫ লক্ষ শিক্ষার্থীকে বড় বড় সংস্থায় শিক্ষানবিশ হিসেবে যোগ দেওয়ার সুযোগ করে দিয়েছে কেন্দ্র সরকার।
এই স্কিমে এর আগে ১৯৩টি সংস্থা দেশের যুবকদের শিক্ষানবিশির সুযোগ দিয়েছে।

মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ারস বিগত ৩ অক্টোবর উদ্বোধন করেছে এই ইন্টার্নশিপ স্কিমের পোর্টাল।
2024-25 আর্থিক বছরের জন্য, কেন্দ্র শীর্ষ সংস্থাগুলিতে 1.25 লক্ষ ইন্টার্নশিপের সুযোগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।

কারা আবেদন করতে পারবেন এই প্রকল্পে ?

আবেদনকারী প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং পূর্ণ-সময়ের চাকরিতে বা পূর্ণ-সময়ের শিক্ষায় নিযুক্ত হওয়া উচিত নয়। অনলাইন/দূরত্ব শিক্ষার মাধ্যমে অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করার যোগ্য।

মাসিক কি রকম ভাতা দেওয় হবে pm internship scheme এ ?

ইন্টার্নশিপের সময প্রতিটি ইন্টার্ন 5,000 টাকা স্টাইপেন্ড দেওয়া হবে। যার মধ্যে ৪৫০০ টাকা সরকার দেবে এবং বাকি ৫০০ টাকা কোম্পানি তার সি এস আর (CSR) ফান্ড হেকে দেবেন।এবং ছয় হাজার টাকা এককালীন অনুদান পাবেন।

আবেদনকারীর বয়স কি হতে হবে প্রধানমন্ত্রী ইন্টার্নশীপ প্রকল্পে আবেদন করার জন্য ?

মূলত ২১ থেকে ২৪ বছর বয়সী প্রার্থীদের জন্যই এই সুযোগ পাওয়া যাবে। প্রধানমন্ত্রী ইন্টার্নশীপ প্রকল্প চলবে ১২ মাস অর্থাৎ ১ বছর। ধরে।

কিভাবে আবেদন করবেন (PM Internship Online Application Process)

এই প্রকল্পের অনলাইন পোর্টলে এর মাধ্যমে আবেদন করতে হবে । ইতিমধ্যে গত ১২ই অক্টোবর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। ২৫শে অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।

  • আগ্রহী ও যোগ্য প্রার্থীরা PM Internship Scheme এর অফিসিয়াল পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে।

www.pminternship.mca.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন।

  • আবেদনটি সম্পূর্ণ বিনামূল্য করা যাবে। আগামী ২রা ডিসেম্বর থেকে ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হবে।
  • প্রোগ্রাম চলাকালীন প্রতি মাসে এই টাকা পাওয়া যাবে।
সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024

প্রধানমন্ত্রী ইন্টার্নশীপ প্রকল্পের অন্যান্য সুযোগ সুবিধে।

যোগদানের পরে তাদের এককালীন ৬,০০০ টাকা এবং প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার অধীনে বীমা কভারেজ দেওয়া হবে।

  • অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024

    অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024

    রাজ্যবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর । আপনারা অনেকদিন ধরেই বাংলা আবাস যোজনা বাড়ি তৈরির টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন । খুব শিগগিরই আপনারা বাংলার বাড়ি প্রকল্পে (বাংলা আবাস যোজনা লিস্ট ) টাকা আপনাদের ব্যাংক একাউন্টে পাবেন। রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে বাড়িতে সমীক্ষা করা হবে। এবং তৈরি করা হবে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪…


  • সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024

    সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024

    ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যে দেশের তরুণ যুবকদের স্কিল ডেভেলপমেন্ট (PM Internship Scheme) এবং চাকরির সুযোগ করে দেওয়ার জন্য ৮০০ কোটি টাকা বরাদ্দ করেছিলেন এবং দেশের বহুবিধ সংস্থার কাছ থেকে এই বিষয়ে ভাল প্রতিক্রিয়া পেয়েছে সরকার। আর এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মধ্য দিয়ে দেশে ৯০,৮৪৯ জন শিক্ষার্থীর জন্য চাকরির সুযোগ (PM…


  • দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application

    দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application

    পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশ করলেই এবার সরাসরি হাতে পাবেন পাঁচ হাজার টাকার স্কলারশিপ। বাংলায় প্রচলিত স্কলারশিপ স্কিমগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যে এই স্কলারশিপ স্কিম চালু হয়েছে। কিছুদিন আগেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফের চালু করেছে রাজ্য সরকার। অনলাইনে পোর্টাল মারফত…


Leave a Comment