অসংগঠিত শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সুখবর নিয়ে এসেছেন। বর্তমান ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযুষ গোয়েল পেনশন চালু করার কথা ঘোষণা করেছেন অসংগঠিত শ্রমিক-কর্মচারীদের জন্য ৷ এই নুতুন শ্রমিক প্রকল্পটির নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা ,সারা দেশে ১০ কোটি মানুষ উপকৃত হবেন। This is the Pension Scheme In India for Unorganised Workers :
এই প্রকল্পটি শুরু হবে খুব তাড়াতাড়ি ,সরকার সূত্রে এমনটাই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী শ্রমযোগী যোজনা অনুযায়ী একজন অসংগঠিত শ্রমিক প্রতি মাসে ৩০০০ টাকা পেনশন পাওয়া যাবে৷
কোনো অসংগঠিত শ্রমিক কিন্তু অটোমেটিক এই পেনশন পাবে না। এর জন্য তাকে নির্দিষ্ট পদ্ধতি মেনে প্রকল্পে নাম নথিভুক্ত করতে হবে।
এবং প্রতি মাসে একটি নির্দিষ্ট টাকা জমা করতে হবে। নির্দিষ্ট হার বলতে শ্রমিকের বয়স অনুযায়ী টাকা জমা করতে হবে প্রতি মাস।
যদি শ্রমিক কর্মচারীদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে হয় তবে তার মাসে ৫৫ টাকা রাখলেই হবে৷ তবে ২৯ বছরের ঊর্ধ্বে বয়স হলে ১০০ টাকা জমা রাখতে হবে ৷
শ্রমিক যে হরে প্রতি মাসে টাকা জমা দেবে , সরকার ওই শ্রমিকের প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা পেনশন একাউন্ট এ সম পরিমান টাকা জমা দেবে।
তবে শ্রমিকের বয়স ১৮ বছরের নিচে বা ৪০ বছরের উর্দ্ধে হলে চলবে না। শ্রমিক এর যদি ন্যাশনাল পেনশন স্কিম (NPS) বা ECIS বা EPFO তে নাম থাকে তাহেল ওই শ্রমিক এই সুবিধে পাবেন না।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
প্রকল্পের নিয়ম অনুযায়ী , শুরু থেকে প্রতি মাসেই টাকা জমা দিলে ৬০ বছর পরে ৩০০০ টাকা করে পেনশন পাবেন ওই অসংগঠিত শ্রমিক।
তবে আবেদনকারী শ্রমিকদের মাসিক রেজগার মাসে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে হবে ৷ আবেদনকারীর অবশ্যই ব্যাঙ্ক একাউন্ট এবং বৈধ আধার নম্বর থাকতে হবে।
[ আরও প্রকল্প জানুন : সামাজিক সুরক্ষা যোজনা পশ্চিমবঙ্গ সরকার। ]
এই প্রকল্পে যদি শুরু করার পর কোনো কারণে অনিয়মিত হয়ে যায় , পরবর্তীকালে সুদ সমেত টাকা জমা দিয়া নিয়মিত করা যাবে । ১০ বছর প্রকল্প চালানোর পর এই প্রকল্প থেকে বেরিয়ে আসা যাবে , তবে এক্ষেত্রে জমা টাকার সাথে সামান্য সুদ সমেত টাকা ফেরত পাবেন , কোনো পেনশন পাবেন না।
কোনো কারণে শ্রমিকের মৃত্যু হলে , শ্রমিকের স্বামী / স্ত্রী অর্ধেক ১৫০০ টাকা পেনশন পাবেন।
এক্ষেত্রে ছেলে বা মেয়ে পেনশন পাবেন না।
কৃষকদের জন্য সুখবর ! প্রধান মন্ত্রী কিষান মান্ধান যোজনা পেনশন প্রকল্প-এবার মাসে পান ৩০০০ টাকা পেনশন -Pmkmy Krishi Pension
বর্তমান কেন্দ্র সরকার এই প্রকল্প রূপায়ণ করার জন্য ৫০০ কোটি টাকা বাজেট ২০১৯ অনুযায়ী বরাদ্দ করেছে। প্রয়োজন হলে আরো বরাদ্দ হবে বলে জানা গিয়াছে।
কেন্দ্র সরকারের দাবি – এটিই বিশ্বে সর্ববৃহৎ অসংরক্ষিত বা অসংগঠিত কর্মীদের জন্য পেনশন স্কিম ৷ This is the Largest Pension Scheme In India for Unorganised Workers
আবেদন করার জন্য কোথায় যোগাযোগ করবেন।
আবেদন করার জন্য যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কমন সার্ভিসেস কেন্দ্র তে। কাছাকাছি কেন্দ্র জানার জন্য এখানে ক্লিক করুন।
অথবা আপনি নিজেও অনলাইন এ আবেদন করতে পারবেন। অনলাইন এ আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের পদ্ধতি জানার জন্য নিচের ভিডিওটি দেখে নিন।
কিভাবে এই প্রকল্পের একাউন্ট স্টেটমেন্ট চেক করবেন ?
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
Great, I really like it! Youre awesome
Thanks for your comment.
Varry
অসংগঠিত শ্রমিক কারা? এটা কি সারা ভারতে হচ্ছে?
সারা ভারতের জন্য আলাদা স্কিম আছে। ইটা পশ্চিমবঙ্গের জন্য। ভারতের জন্য পাশের লিংকে ক্লিক করুন অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের।
I LIKE IT VERY GOOD
আমরা বাড়ি ফিরতে চাই আমরা আচি তেলেগানা TS আচি করিম নগর একেন গার পিন নং 505001
o
Ghjghu
Khub valo hobe jdi ata hoye
Thanks for comment.
মহাসয়
আমি শ্রী-সাগুন মুরমু গ্রাম-কাটগোড়া পৌ:কুইলাপাল থানা:বান্দোয়ান জেলা:পুরুলিয়া পিন:৭২৩১২৯ এর বাসিন্দা | আমার বাবা ঔঁ সত্যনারায়ন মুরমু র (সা স্ প্ ফা উ) তে পাসবুক ৩১/১২/২০০২ সালে খুলে Feb 3/02/11 থেকে 06/03/17 পর্যন্ত চালায় | এবং সে কিছুদিন আগে মারাযায় , আমার থানার বিসয় এটা যে , এটার টাকাটা কীভাবে পাবো ,
apni unar documents niyea lic offcie e contact karun.
Name-Chaitanya mahato vill-bhaturia p’o-chakbamangoria dis-burdwan P’s – nadanghat pin-713513
Hi,
Apni ki bolte ba jante chaichen ? ekhane address diyea ki hob e?
Didi bolote phone more6i amar ma lilaboti das baba mittu hos6ic ghor bari nai sorkari hesabe Pabona sir?
Phusi chirakuti
Thanks for comment.
এখানে তো 40 বছর বয়স পর্যন্ত লিস্ট দেওয়া আছে।40 বছরের পরে কি আর টাকা জমা দিতে হবে?
60 bochor parjanta joma korte hobe , apnar age 18 to 40 (je somoy apply korben), ei hare sarajobon eki poriman taka joma korte hobe ,