আপনারা সকলেই জানেন হাসপাতালের আউটডোর গুলিতে টিকিট কাটার লাইন এ প্রচন্ড ভিড় হয়। এই ভিড় নিয়ন্ত্রণ এবং সরকারি ব্যবস্থাকে আধুনিক করতে এবার রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোর টিকিট অনলাইনে কাটার ব্যবস্থা চালু করছে স্বাস্থ্য দপ্তর। Online booking OPD ticket in West Bengal start in various Medical College and Hospital. .
এই পরিষেবা চালু হওয়ার ফলে আউটডোর টিকিট কাউন্টারে ভিড়ের পরিমান কমবে এবং যেহুতু অনলাইন এ আগের থেকে টিকিট কাটা থাকছে , তাই স্বাস্থ্য পরিষেবা নিতে মানুষের অনেক সুবিধে হবে বলে ধারণা , বিশেষজ্ঞ মহলের।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
প্রাথমিক ভাবে এই পরিষেবা রাজ্যের এক নম্বর সুপারস্পেশালিটি হাসপাতাল পিজিতে চালু হলেও , বর্তমানে রাজ্যের অনেকগুলি হাসপাতালে এই পরিষেবা চালু হয়ে গেলো। পিজি ছাড়াও অন্যান্য হাসপাতালগুলো হলো যেন আর এস মেডিকেল কলেজ, আরজিকর ,ন্যাশনাল মেডিকেল কলেজ ,বর্ধমান মেডিকেল কলেজ, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলিনি মেডিকেল কলেজ , মালদহ এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজ । পিজির ক্যাম্পসস্থিথ বাঙুর ইনস্টিটিউট অফ নিউরো সাইন্স ( বি আই এন ) এও চালু হয়েছে এই প্রযুক্তি। তবে কল্যাণী ও কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে প্রযুক্তিগত কারণে এখনো এই বাব্যস্থা চালু হয়নি বলেই জানা যাচ্ছে।
অবশেষে বজ্রপাতের ভয় কাটলো , আগেই জেনে নিন কোথায় হবে বজ্রপাত।
তবে অনলাইন এর পাশাপাশি অফ লাইন অর্থাৎ টিকিট কাউন্টারেও থাকছে টিকিট কাটার সুবিধে। উল্লেখ্য, অনলাইনে আউটডোর টিকিট কাটতে দুই টাকা বা অন্য কোনও খরচই লাগবে না।
কিভাবে কাটবেন অনলাইন টিকিট ।
অনলাইন এ টিকিট কাটার জন্য আপনাকে প্রথমে স্বাস্থ্যদপ্তরের ওয়েবসাইট এ যেতে হবে এবং সেখানে আউটডোর টিকিট কাটার জন্য একটি অংশ থাকবে। সেখানে ক্লিক করে নিজের মোবাইল নম্বর দেওয়ার পর একটি ফর্ম খুলে যাবে। ওই ফর্ম পূরণ করে নির্দিষ্ট দিনে , নির্দিষ্ট বিভাগের টিকিট কাটা যাবে এবং তারপর একটি স্লিপ প্রিন্ট আউট হবে সেটা নিয়েও হাসপাতালে যেতে হবে। প্রিন্ট আউট স্লিপ নিয়ে হাসপাতালের নির্দিষ্ট কাউন্টার এ গিয়ে ওই স্লিপ দিলেই হাসপাতাল কর্মী স্লিপ এর বার কোড স্ক্যান করে ওই স্লিপ এ স্ট্যাম্প দিয়ে দেবেন। তারপর আপনি সরাসরি ডাক্তার দেখতে পারবেন।
কিভাবে অনলাইন আবেদন করবেন এখানে ক্লিক করে জেনে নিন।
যে দিন ডাক্তার সাথে দেখানোর কথা , তার সাতদিন আগে থেকে ওই দিন বেলা ১১ তা পর্যন্ত টিকিট কাটার অপসন খোলা থাকবে।
ভূমি দপ্তরের নুতুন মোবাইল এপ্লিকেশন জমির তথ্য
স্বাস্থ্য দপ্তর সূত্র যা জানা যাচ্ছে , আগামী দিনে রাজ্যের সমস্ত হাসপাতাল গুলোকেই এই অনলাইন টিকিট সিস্টেম এর অন্তর্ভুক্ত করা হবে।
আমাদের এই পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
5 thoughts on “হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।”