পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুখবর। মাধ্যমিক পাশ করলেই এবার সরাসরি হাতে পাবেন পাঁচ হাজার টাকার স্কলারশিপ। বাংলায় প্রচলিত স্কলারশিপ স্কিমগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। পড়ুয়াদের উচ্চশিক্ষায় যাতে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে না দাঁড়ায়, সেই উদ্দেশ্যে এই স্কলারশিপ স্কিম চালু হয়েছে। কিছুদিন আগেই স্কলারশিপের অ্যাপ্লিকেশন ফের চালু করেছে রাজ্য সরকার। অনলাইনে পোর্টাল মারফত আবেদন জানাতে পারবেন ছাত্রছাত্রীরা।
পশ্চিমবঙ্গের সংরক্ষিত শ্রেণীভুক্ত ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে চালু করা হয়েছে ‘ওয়েসিস স্কলারশিপ’ (Oasis Scholarship)। তফশিলি জাতি (SC), তফশিলি উপজাতি (ST), ও ওবিসি (OBC) সম্প্রদায়ভুক্ত পড়ুয়ারা এই বৃত্তির জন্য আবেদন জানাতে পারবেন।

ওয়েসিস স্কলারশিপে মোট তিন পর্যায়ে বৃত্তি প্রদান করা হয়। প্রি-ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক ও স্নাতক স্তরে। বৃত্তির টাকার অঙ্ক সেক্ষেত্রে ভিন্ন হয়। এই স্কলারশিপের আবেদন জানানো যায় www.oasis.gov.in ওয়েবসাইট থেকে।
ওয়েসিস স্কলারশিপ বৃত্তির আবেদন যোগ্যতা, আবেদনের নিয়মাবলী বিস্তারিতভাবে জেনে নিন।
রাজ্য সরকারের তরফে পরিচালিত ‘ওয়েসিস স্কলারশিপ’ আবেদন জানাতে হলে সেই পড়ুয়াকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পড়ুয়াকে SC/ST/OBC সম্প্রদায়ভুক্ত হতে হবে। পড়ুয়ার পারিবারিক বাৎসরিক আয় হতে হবে ২ লক্ষ টাকার কম। স্কলারশিপের টাকা পাওয়ার জন্য পড়ুয়ার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আবেদন জানানোর সময় সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
Oasis Scholarship Online -আবেদন পদ্ধতি
➡ ওয়েসিস স্কলারশিপে আবেদন জানাতে হলে আবেদনকারী পড়ুয়াকে www.oasis.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
➡ সাইটে থাকা ‘স্টুডেন্ট রেজিস্ট্রেশন’ অপশনে ক্লিক করে জেলার নাম সিলেক্ট করতে হবে ও সাবমিট করতে হবে।
➡ এরপর কাস্ট সার্টিফিকেট নম্বর-সহ যে যে তথ্য গুলি চাওয়া হয়েছে, সেগুলি পূরণ করতে হবে।
➡ ব্যাক্তিগত পূরণ করতে হবে, কোর্স সম্পর্কিত তথ্য দিতে হবে ও প্রয়োজনীয় ডকুমেন্ট সাবমিট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
➡ সমস্ত ধাপ পূরণ করা হলে ‘Save & Proceed’ অপশনে ক্লিক করতে হবে। যে অ্যাপ্লিকেশন আইডিটি পাবেন, তা দিয়ে স্কলারশিপের স্ট্যাটাস চেক করতে পারবেন।
আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
◉ কাস্ট সার্টিফিকেট
◉ পারিবারিক আয়ের সার্টিফিকেট
◉ জন্ম প্রমাণপত্র
◉ আধার কার্ড
◉ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার মার্কশিট
◉ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ইত্যাদি।
- সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা
- নবান্ন স্কলারশিপ আবেদন পদ্ধতি ,যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র।
- মমতা সরকার দিচ্ছে পড়ুয়া দের ৮০০ টাকা করে মেধাশ্ৰী স্কলারশিপ। কারা পাবে? নিয়ম কী কী আছে?
- কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প
- উচ্চশিক্ষায় চিন্তা নেই ! ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যাঙ্ক ঋণ পাবেন- সরকার থাকবে গ্যারান্টার।
বি:দ্রঃ স্কলারশিপে আবেদন জানানোর সময় যাবতীয় নিয়মাবলী ভালো করে পড়ে নেবেন। এছাড়া স্কলারশিপ সম্পর্কিত যে কোনো তথ্য পাবেন www.oasis.gov.in থেকে।আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই ওয়েসিস স্কলারশিপ Oasis Scholarship পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
Your blog has quickly become one of my favorites. Your writing is both insightful and thought-provoking, and I always come away from your posts feeling inspired. Keep up the phenomenal work!
Hi