দারিদ্র সীমার ঊর্ধে থাকা নগরিকরা রেশন কার্ডে কোনরকম ভরতুকি আর পাবেন না। তবে নতুন ডিজিটাল রেশন কার্ডই হবে তাঁদের সরকারি পরিচয়পত্র। এই নতুন কার্ড তৈরীর জন্য আবেদন গ্রহন শুরু হবে ৫ই নভেম্বর থেকে। West bengal ration card জন্য ১০ নম্বর ফর্ম দেওয়া হবে রেশন দোকান ও খাদ্য দফতরগুলিতে। নতুন রেশন কার্ড জন্য ফর্ম বিলি ও গ্রহণের রাজ্যজুড়ে বিশেষ শিবিরও চালু হচ্ছে সেদিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ, আবেদন করা যাবে অনলাইনেও।

দপ্তর জানিয়েছে, সরকারি সাইটে গিয়ে ১০ নম্বর ফর্ম ডাউনলোড করা যাবে। গ্রামাঞ্চলের ফর্ম ১০ এবং শহরাঞ্চলের ফরম ১০ ফর্ম পূরণ করে তা হাতেহাতে জমা দেওয়ার পাশাপাশি পুরো পর্বটি কম্পিউটারে বা মোবাইলেই সেরে নেওয়ার সুযোগ থাকছে। সেক্ষেত্রে পরিচয়ের প্রমাণ হিসাবে আধার কার্ডের ছবি আপলোড করতে হবে।

অনলাইন এ আবেদেনের জন্য আপনাকে সরকারি ওয়েবসাইট এ জিতে হবে এবং একটি বৈধ্য মোবাইল নো দিয়া লগ ইন করে , আপনার পূর্ণ তথ্য দিয়া ফর্ম ১০ সাবমিট করতে হবে। ফরম সাবমিট করার পর আবেদন পথ প্রিন্ট করে রাখতে হবেন। যদি প্রয়োজন হয় তবে আবেদন পত্র এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়েও রেশন অফিস এ দেখা করতে হতেও পারে। অনলাইন এ আবেদন করার জন্য এখানে ক্লিক করুন। .

কিভাবে পাবেন নতুন রেশন কার্ড।
আবেদনের তিরিশ দিনের মধ্যে ডাকযোগে বাড়িতে চলে আসবে ঝাঁ চকচকে ডিজিটাল রেশন কার্ড। সেটি হাতে পাওয়ার পর পুরনো কার্ড বাতিল হয়ে যাবে। নতুন স্মার্ট রেশন কার্ড নিয়ে গ্রাহক ভরতুকিহীন জিনিসপত্র (তেল, সাবান, মশলা, টুথপেস্ট ইত্যাদি) কিনতে পারবেন। এমনকী এই কার্ড ব্যবহার করে বেসরকারি বিপণন কেন্দ্র থেকেও যাতে ছাড়ে গ্রাহকরা জিনিসপত্র কিনতে পারেন, সে ব্যাপারেও আলোচনা শুরু হয়েছে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
কি কি পাবেন এই নতুন রেশন কার্ডে।
নতুন এই কার্ডে ভরতুকিহীন জিনিস যেমন তেল, সাবান, মশলা, টুথপেস্ট ইত্যাদি নিতে পারবেন গ্রাহকরা। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “যে সমস্ত বিত্তশালী মানুষদের ২ টাকা কেজি চালের ডিজিটাল রেশন কার্ড আছে, তাঁদের অনুরোধ করা হচ্ছে সে কার্ড ছেড়ে দিয়ে ১০ নম্বর ফর্ম জমা দিতে।”
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই নতুন রেশন কার্ড বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
পশ্চিমবঙ্গের রেশন কার্ডের সমস্ত পদ্ধতি নুতন , সংশোধন এবং স্থানান্তরিত।
My problem sir all digital retion
card change na only new yes or no
purota parun bujhte parben.
Ata ki sabai ka kor ta haba.
valo kore parun , sob kichu bola ache.
sir valo kore pore o bujte parchina ata ki sobai ke korte hobe?
Village-Girit0la.uttar.chandipur( Angsha) manikchawk.malda
ki bolte chaichen apni ?
Name – Hafija Bibi, Hasb- Sk Sansuddin Ahamed