গত শুক্রবার মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকায় লকডাউনের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে । আজ শনিবার থেকে সেই নিয়ম চালু হয়েছে। এই New Lockdown Rules অনুযায়ী বেশ কিছু নিয়ম মেনে বেশ কিছু দোকান খুলতে বলা হয়েছে। এর ফলে লকডাউনের মধ্যেও স্বস্তি পাবেন অনেক ছোট ব্যবসায়ী।
দেখে নিন কী কী খুলছে শনিবার থেকে:
১. Shops and Establishment Act -এর আওতায় থাকা সব দোকানই খোলা যাবে। যে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য। রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে বা মার্কেট কমপ্লেক্সে থাকা দোকানও খুলবে। তবে, পুর এলাকায় কোনও কমপ্লেক্সের দোকান খুলবে না
আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ দেখে নিন মোবাইল অথবা কম্পিউটার থেকে
২. শহরাঞ্চলে শুধুমাত্র সিঙ্গল দোকান খুলবে।
৩. পাড়ার বাজারে বা জনবসতি এলাকার সব দোকান খুলবে।
৪. গ্রামাঞ্চলে বা মফস্বলে থাকা যেসব দোকান ওই আইনের আওতায় রয়েছে, সেগুলি সবই খুলবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
৫. মার্কেট কমপ্লেক্সের বাইরে থাকা সেলুন খুলবে।
৬. জনবসতি এলাকায় কমপ্লেক্সের বাইরে থাকা দর্জির দোকান খুলবে।
৭. সব দোকানে কেবলমাত্র ৫০ শতাংশ কর্মী কাজ করবেন। প্রত্যেককে মাস্ক পরতে হবে ও সোশ্যাল ডিসট্যান্স মেনটেন করতে হবে।
৮. অতিপ্রয়োজনীয় জিনিস ছাড়াও অন্যান্য দোকান খোলা যাবে। তবে, সেগুলো সবই হতে হবে সিঙ্গল দোকান।
ঘূর্ণিঝড় এর জন্য ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন।
কী কী বন্ধ থাকছে:
১. শপিং মল ও সিনেমা হল বন্ধ থাকবে।
২. যে কমপ্লেক্সে অনেক দোকান আছে, সেসব খোলা যাবে না।
৩. পুর এলাকার বাইরে কোনও মলের দোকান খুলতে পারবে না।
৪. মলের মধ্যে থাকা বুটিক খুোলা যাবে না।
৫. বন্ধ থাকবে মদের দোকান।
দেখে নিন সরকারি নির্দেশিকা টি
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের sneher paras mobile application বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Flipkart
kichu service chalu thakche ..