প্রায় ৩৪ বছর পরে জাতীয় শিক্ষানীতিতে বিপুল বদল ।আজ নতুন জাতীয় শিক্ষানীতিতে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন হয়ে গেলো । শিক্ষামন্ত্রক ফিরে এলো মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক বদলে ।নেনে নিন ” New Education Rules In India 2020 “
নতুন জাতীয় শিক্ষানীতিতে ‘গুরুত্বহীন’ মাধ্যমিক। স্নাতকে অনার্স কোর্স ৪ বছর পর্যন্ত। ১ অথবা ২ বছরে স্নাতকোত্তরের সংস্থান। নতুন শিক্ষানীতিতে উঠছে এম ফিল।
থাকছে না দ্বাদশে কলা এবং বিজ্ঞান বিভাগের তফাৎ । পঞ্চম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষা। অষ্টম শ্রেণি পর্যন্ত মাতৃভাষা/আঞ্চলিক ভাষায় শিক্ষায় ঐচ্ছিক। নতুন শিক্ষানীতিতে সকলের জন্য শিক্ষার অধিকার। ২০২৫-এর মধ্যে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত।
নতুন শিক্ষানীতিতে উচ্চশিক্ষা ক্ষেত্রে এখন থেকে পড়ুয়াদের আরও সুযোগ। উচ্চশিক্ষার তত্ত্বাবধানে একটিই নিয়ন্ত্রক সংস্থা। দশম শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দেওয়ার প্রস্তাব।
নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলে ৮টি সিমেস্টার। দ্বাদশ শ্রণিতে বোর্ডের পরীক্ষায় ৮টি সিমেস্টারের প্রস্তাব। পদার্থবিদ্যা নিয়ে পড়লেও, থাকতে পারে সঙ্গীত । পদার্থবিদ্যা, রসায়ন নিয়ে পড়লেও, ফ্যাশন ডিজাইনিং পড়ার সুযোগ।
আগামীদিনে পৃথিবীতে করোনা যে ৯ টি বদল নিয়ে আসছে। What is post coronavirus effect ?
নুতন শিক্ষা পদ্ধতির বিশেষ পরিবর্তন।
এবার থেকে ৫+৩+৩+৪ ভাগে ১৫ বছরের স্কুল স্তরে পড়াশোনা হবে।
জাতীয় শিক্ষানীতিতে মূল পরিবর্তনগুলি বিস্তারিত
নয়া শিক্ষানীতিতে জাতীয় একাডেমিক ক্রেডিট ব্যাঙ্কের ( এন এসি বি ) প্রস্তাব কে মান্যতা দেওয়া হয়েছে । যার মারফত কোনো কোর্স শেষ করার ক্ষেত্রে শিক্ষার্থীরা ওই ক্রেডিট ব্যাঙ্ক মারফত টাকা জমা করতে পারবে। এটি একটি কোর্স বা ইন্সটিটিউট থেকে সহজেই অন্য কোর্সে স্থানান্তর করতে পারবে।
নতুন শিক্ষানীতিতে একাধিক ভাষাগত শিক্ষা ব্যবস্থার দিকে মনোনিবেশ করা হবে। শিক্ষকরা কেবল ইংরেজিতেই নয়, ভারতীয় সমস্ত আঞ্চলিক ভাষাতেও শিক্ষাদান করতে হবে তাদের।
এম এইচ আর ডি ইতিমধ্যেই অনান্য রাজ্যে শিক্ষার্থীদের আঞ্চলিক ভাষা শেখানোর জন্য পর্যালোচনা মূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
নতুন শিক্ষানীতিতে থাকছে ২২টি ভাষা। পাশাপাশি থাকছে অডিও বই ও।
এবার বন্ধ হচ্ছে এম ফিল এবং স্নাতক স্নাতকোত্তর এর পর থাকছে পি এইচ ডি।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
ভারতে মোট তালিকাভুক্ত পড়ুয়ার অনুপাত ২০৩৫ সালের মধ্যে ৫০ শতাংশ করতে হবে। New Education Rules In India 2020 এর বিশেষ পরিকল্পনা।
শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকারের নিয়মাবলি মেনেই তৈরী করতে হবে বেতনের পরিকাঠামো।
আঞ্চলিক ভাষায় ই- কোর্সের ব্যবস্থা থাকবে। শিক্ষাদান, মূল্যায়ন, এবং শিক্ষার্থীদের প্রশিক্ষণের মধ্যে থাকবে প্রযুক্তির ব্যবহার। ই- কোর্সের ব্যবহার অনুযায়ী পঠন পাঠন আঞ্চলিক ভাষায় উপলভ্য থাকবে।
হিন্দি এবং ইংলিশ ভাষার পাশাপাশি প্রথম পর্যায়ে প্রধান ভাষা যেমন কন্নাডা, ওড়িয়া, বাংলা , ভাষা কোর্সের ব্যবস্থা থাকবে।
জাতীয় শিক্ষানীতি অনুযায়ী স্কুল স্তরের যাবতীয় পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন ( এম এইচ আর ডি) মন্ত্রক।
নতুন পদ্ধতিতে ৫+৩+৩+৪ শ্রেনী ভিত্তিক মূল্যায়ন চালু হবে। বোর্ড গুলির এবং শিক্ষাবিদদের সুপারিশ পাওয়ার পরই ১০+২ কাঠামো বাতিল করা হবে। এবং ২০২১ সাল থেকেই নয়া মূল্যায়ন ব্যবস্থা চালু হবে।
শিক্ষা ব্যবস্থার একদম গোড়া থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষন কালকে মোট চার ভাগে ভাগ করা হয়েছে।
প্রাক প্রাথমিকের তিন বছর এবং প্রথম- দ্বিতীয় শ্রেণীকে নিয়ে পাঁচ বছরের ভিত্তি শিক্ষাকালকে চিহ্নিত করা হয়েছে প্রথমে।
এরপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সময় কালকে , প্রস্তুতি পর্ব হিসেবে সুপারিশ করা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সময়কালকে মধ্যবর্তী সময়কাল ধরা হয়েছে।
এবং নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত মোট চার বছরকে ‘সেকেন্ডারী’ স্তর রূপে সুপারিশ করা হয়েছে।
জানা গেছে ক্লাস ফাইভ ও এইটে থাকছে বোর্ডের পরীক্ষা ।
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প -NMMSE 2021
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ | বিকাশ ভবন স্কলারশিপ ২০২৩ | সম্পূর্ণ আবেদন পদ্ধতি
- সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা – Details of Aikyashree Scholarship Online Application
পড়াশোনার মাঝে শিক্ষার্থীরা লম্বা ছুটি নিতেও পারবে। এই ধরনের ছুটিকে বলা হয় “স্যাবাটিকাল” । কতদিনের ছুটি নিতে পারবে তা স্থির করবে উচ্চ শিক্ষা কমিশন।
শিক্ষার্থীরা নিজের পছন্দমতো মেজর ও মাইনর সাবজেক্ট বাছতে পারবে। কলেজ গুলোকে দেওয়া হবে স্বশাসন ।
ষষ্ঠ শ্রেণি থেকেই কোডিং শিখতে পারবে পড়ুয়ারা ।
বদলাতে হবে বোর্ড পরীক্ষার পদ্ধতি। সি বি এস ই-র জন্য সমস্ত কোর্স দুটি ভাগে ভাগ করা হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা হবে অবজেক্টিভ ও বর্ণনা মূলক প্রশ্নের উপর।
স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্য শুধুমাত্র একটি পরীক্ষা দিতে হবে। তবে এটি এখনই বাধ্যতামূলক নয়।
ভাষা, সাহিত্য, সংগীত, দর্শন, শিল্প, নৃত্য, থিয়েটার, গণিত, পরিসংখ্যান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া, ইত্যাদি বিভাগে উচ্চ শিক্ষাকে প্রতিষ্ঠিত ও জোরদার করা হবে ইন্সটিটিউট গুলোতে।
নতুন শিক্ষানীতিতে ১০০টি বিদেশি বিশ্ব বিদ্যালয় ভারতে তাদের ক্যাম্পাস খুলতে চলেছে।
সংস্কৃত ভাষাকে মূল ভাষা হিসেবে অন্তর্ভূক্ত করা হবে স্কুল স্তরে ।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই New Education Rules In India 2020 পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- এ এক স্বপ্নের দুনিয়া ‘মেটাভার্স’ । What is metaverse?
- তিন বাঙালি যুবকের তৈরি স্মার্টফোনেই অক্সিমিটার। একদম বিনামূল্যে। স্মার্টফোন পাল্স অক্সিমিটার
- স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ। SelfScan Mobile Application
- মোবাইলের ব্যাটারি ফুলে এবং ফেটে যাওয়া -র ৬ টি গুরুত্বপূর্ণ কারণ জানুন।
- ভারতীয়দের জন্য প্রোফাইল নিরাপত্তায় বাড়তি সুযোগ ফেসবুকের। ফেসবুক লক ফিচার
1 thought on “মাধ্যমিক হলো গুরুত্বহীন , অনার্স হবে ৪ বছরের। New Education Rules In India 2020”