ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস এর দিন জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন ( National Digital Health Mission) এর কথা বলেছিলেন। এবার ধীরে ধীরে গোটা দেশ জুড়ে শুরু হতে করেছে স্বাস্থ্য আইডি কার্ড (Health ID Card)।
এর ফলে প্রযুক্তির সহায়তায় ভারতের স্বাস্থ্য খাতে নতুন বিপ্লব নিয়ে আসবে।
প্রতিটি ভারতীয়কে স্বাস্থ্য আইডি দেওয়া হবে। এই স্বাস্থ্য আইডি কার্ডে প্রতিটি ভারতীয়র স্বাস্থ্য সংক্রান্ত হিসেবে নিকেশ থাকবে।
জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশনটি (National Digital Health Mission ) দেশের প্রতিটি নাগরিকের জন্য এক-স্টপ স্বাস্থ্যসেবা সমাধান হিসাবে ধরা হচ্ছে।
স্বাস্থ্য আইডিতে থাকবে প্রতিটি নাগরিকের রোগ, পরীক্ষা, রোগ নির্ণয় এবং চিকিত্সা সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি ।
এই স্বাস্থ্য আইডি পরবর্তী কালে নাগরিকের রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা এগিয়ে সহায়তা করবে।
জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন কী?
জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন একটি উচ্চাভিলাষী মিশন এর মাধ্যমে দেশের ১.৩ বিলিয়ন নাগরিকদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পুঞ্জীভূত হবে ।
এই মিশন প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত জন স্বাস্থ্য যোজনার আওতায় আসবে।
আরও জানুন : আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্প কী এবং আপনার নাম আছে কি ?
সকলের জন্য জন স্বাস্থ্য পরিষেবা দেওয়াই মূল লক্ষ্য। উন্নত সিস্টেমের মাধ্যমে দেশের যে কোনো অংশ থেকে এক্সেস করা যাবে নাগরিকের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য।
এর সাথে তৈরি হবে ডিজিটাল স্বাস্থ্য ইকো সিস্টেম। গড়ে উঠবে বৃহৎ স্বাস্থ্য তথ্য ভান্ডার।
তথ্য ভান্ডারে চিকিৎসকদের তালিকা সহ দেশের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে৷
স্বাস্থ্য আইডি (health id card) কী?
স্বাস্থ্য আইডি অন্যান্য আইডি কার্ড (আধার ) এর মতোই হবে। একজন নাগরিকের সমস্ত স্বাস্থ্য তথ্য এতে ডিজিটালি নথিভুক্ত থাকবে।
এর সবথেকে বড় সুবিধে এটাই হবে যে দেশের যে কোনও প্রান্তের হাসপাতালে চিকিৎসা করাতে গেলেরোগীকে আর তাঁর সঙ্গে অতীতের পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট বয়ে নিয়ে যেতে হবে না ৷
কারণ তাঁর চিকিৎসা সংক্রান্ত যাবতীয় তথ্য health id card এতে সেভ করা থাকবে৷
স্বাস্থ্য আইডি কার্ড কোথা থেকে পাবেন?
যে কেউ বাড়িতে বসে স্বাস্থ্য আইডি পেতে পারেন। নিজের আধার কার্ড এবং মোবাইল এর দিয়ে অনলাইন এর এই কার্ড পাওয়া যাবে । এছাড়াও হাসপাতাল এবং স্বাস্থ প্রতিষ্ঠানেও এই কার্ড করা যাবে।
স্বাস্থ্য আইডির সাথে আধারটি কেন যুক্ত করতে হবে?
আধার কার্ড লিংক করতে হবে। সরকারী কল্যাণমূলক প্রকল্পগুলির সন্ধান আধার কার্ড লিংক থাকার জন্য খুব সহজে পাওয়া যাবে।
আরও জানুন : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।
কারও ডেটা কতটা নিরাপদ?
কোনও ব্যক্তির প্রাথমিক বিবরণ এবং মোবাইল নম্বর বা আধার নম্বর নিয়োগ করে স্বাস্থ্য আইডি তৈরি করা হয়।
ব্যাক্তির নিজস্ব পছন্দ থাকবে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য বিনিময় করার বিষয়ে।
পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুযোগ সবার জন্য স্বাস্থ্য সাথী প্রকল্প ।
তবে এই প্রকল্পে যুক্ত হওয়া বাধ্যতামূলক নয়। নাগরিক বা হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে তবেই তারা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে পারেন৷
এই প্রকল্পটি কোন সংস্থা কে পরিচালনার ভার দেওয়া হয়েছে।
ন্যাশনাল হেলথ এজেন্সি (NHA) কে এই দায়িত্বে দেওয়া হয়েছে।
সরকারি নিয়ম এবং গাইডলাইন মেনে এই সংস্থা জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন ( National Digital Health Mission) পরিচালনা করবে।
কিভাবে তৈরি করবেন হেলথ এই ডি কার্ড নিচের ভিডিও থেকে জেনে নিন
হাসপাতালে ডাক্তার দেখাতে ফ্রি তে টিকিট কাটুন অনলাইনে।
আমাদের টেলিগ্রাম যুক্ত হতে নিচের ছবি তে ক্লিক করুন। 👇👇👇
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
- অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম (e shram ) কার্ড।
- রেশন কার্ডের সঙ্গে এ মাসেই জুড়তে হবে আধার নম্বর, জানুন কিভাবে করবেন কাজটি ?
3 thoughts on “জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য আইডি কার্ড কি ? National Digital Health Mission & Health ID Card”