দুস্থ ও মেধাবী ছাত্র ছাত্রী দের কথা ভেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, ত্রাণ তহবিল থেকে প্রতিবছর ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশীপ প্রদান করে থাকে। মুখ্যমন্ত্রীর এই ত্রাণ তহবিলের এই স্কলারশিপ নবান্ন স্কলারশিপ (Nabanna Scholarship) নামে পরিচিত। উত্তরবঙ্গের জেলাগুলির জন্য এই স্কলারশিপটির নাম উত্তরকন্যা স্কলারশিপ। এই বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক উচ্চমাধ্যমিক অথবা কলেজের কোন পরীক্ষায় পাস করে পরবর্তী ক্লাসে ভর্তি হয়েছে, তারা এই মুখ্যমন্ত্রীর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।
যোগ্য ছাত্রছাত্রীরা নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই নবান্ন স্কলারশিপে ছাত্র-ছাত্রীদের প্রতিবছর 10,000 থেকে 20,000 টাকা প্রদান করা হয় । স্কলারশিপ এর পরিমান নির্ভর করে তাদের বর্তমান কোর্সের খরচের উপর।পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তহবিল স্কলারশিপ বা নবান্ন স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো।
নবান্ন স্কলারশিপের প্রয়োজনীয় যোগ্যতা :
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে ।
- কেবলমাত্র পশ্চিমবঙ্গের কোন বোর্ড, কাউন্সিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে, পশ্চিমবঙ্গের কোন স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে তারাই স্কলারশিপের জন্য যোগ্য।
- যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিকে 65% নাম্বার নিয়ে উচ্চমাধ্যমিক কোর্সে ভর্তি হয়েছে অথবা উচ্চ মাধ্যমিকে 60% নাম্বার নিয়ে কলেজে ভর্তি হয়েছে অথবা কলেজে 55% নাম্বার নিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, তারাই স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবে।
- যারা স্বামী বিবেকানন্দ মেরিট-কাম মিনস্ স্কলারশিপটির জন্য যোগ্য তারা, নবান্ন স্কলারশিপের (Nabanna Scholarship) জন্য আবেদন করতে পারবে না।
- আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় 60,000 টাকার কম হতে হবে তবেই সে পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী তহবিল নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
- যে সমস্ত ছাত্রছাত্রী আগে থেকেই অন্য কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।
নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি :
পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপের আবেদন পদ্ধতি অফলাইন। এই স্কলারশিপের জন্য আবেদন দুই ভাবে করা যায় । সাদা কাগজে নিজের হাতে লেখা একটি আবেদন পত্র তৈরি করে স্কলারশিপের জন্য আবেদন করা যেতে পারে অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে স্কলারশিপের আবেদন পত্রটি ডাউনলোড করে নিয়েও আবেদন করা যেতে পারে। নবান্ন স্কলারশিপ আবেদন এর জন্য নিচের পদ্ধতি গুলো নিম্নরূপ ।
- সবার প্রথমে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপ এর আবেদন ফর্ম ডাউনলোড করে নেওয়া যেতে পারে অথবা সাদা কাগজের নিজের হাতে একটি ফর্ম তৈরি করে নিতে হবে।
- এরপর ওই আবেদনপত্রটির সাথে নিজ এলাকার MLA-এর সুপারিশ পত্র (MLA Recommendation Form) ও তোমার নিজের ও স্ব-ঘোষনা পত্র (Self-Declaration Form) যোগ করতে হবে।
- এবার আবেদন পত্রের সাথে প্রয়োজনীয় কাগজপত্র যোগ করতে হবে , কি কি কাগজ লাগবে তা নিচে দেওয়া আছে।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র একসাথে করে নিচের ঠিকানায় জমা করে আসতে হবে। ঠিকানা নিম্নে দেওয়া আছে।
- নবান্ন অথবা উত্তরকণ্যা-তে আবেদনপত্রটি জমা দেওয়ার পর আবেদনকারীকে প্রমান স্বরুপ একটি কম্পিউটার রিসিপ্ট কাগজ দেয়া হবে । যেটি দিয়ে পরবর্তী ক্ষেত্রে এই স্কলারশিপের আবেদনের স্থিতি জানা যাবে।
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প -NMMSE 2021
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ | বিকাশ ভবন স্কলারশিপ ২০২৩ | সম্পূর্ণ আবেদন পদ্ধতি
- সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা – Details of Aikyashree Scholarship Online Application
নবান্ন স্কলারশিপের প্রয়োজনীয় কাগজপত্র :
- আবেদন পত্র।
- শেষ পরীক্ষার মার্কশীট এর ফটোকপি ।
- বর্তমান কোর্সে ভর্তির রশিদ ।
- সেলফ ডিক্লারেশন কপি।
- কোন A-ক্যাটেগরির গেজেটেড অফিসারের কাছ থেকে নেওয়া বাৎসরিক আয়ের সার্টিফিকেট ।
- ব্যাঙ্ক একাউন্ট এর ফটোকপি।
- এন্ট্রান্স পরীক্ষার রেঙ্ক কার্ড। ( যদি প্রযোজ্য হয়। )
নবান্ন স্কলারশিপের আবেদন পত্র জমা করার ঠিকানা।
[দক্ষিণবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য]
Nabanna, 14th Floor, 325 Sarat Chatterjee Road, Shibpur, Howrah- 711102
[উত্তরবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য]
UTTARKNYA, P.O.Satellite Township, Fulbari, Jalpaiguri-734015
SC ST OBC ছাত্র ছাত্রী দের স্কলারশিপ- Oasis Scholarship
নবান্ন স্কলারশিপের অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য :
- কেবলমাত্র আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারেন।
- ছাত্র-ছাত্রীরা এই পোষ্টের মাধ্যমেও পাঠাতে পারে কিন্তু সেক্ষেত্রে স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে।
- পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন স্কলারশিপে আবেদনের নির্দিষ্ট কোন শেষ তারিখ নেই।
- ছাত্রছাত্রীরা তাদের বর্তমান কোর্সের যেকোনো সময় এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে।তবে মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের মধ্যে জমা করা বাঞ্চনীয়।
- নবান্ন স্কলারশিপে প্রাপ্ত টাকার অংক বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন রকম।
- নিজের আবেদন পত্রের স্ট্যাটাস জানার জন্য ছাত্রছাত্রীরা রিসিপ্ট কপি নিয়ে নবান্ন অথবা উত্তরকন্যা তে যোগাযোগ করতে পারে।
- এই প্রকল্পের সরকারি ওয়েবসাইট এর জন্য এখানে ক্লিক করুন।
নবান্ন স্কলারশিপের প্রার্থী বাছাই পদ্ধতি :
মেধা এবং পারিবারিক বাৎসরিক আয়ের উপর ভিত্তি করে এই নবান্ন স্কলারশিপ এর জন্য প্রার্থী বাছাই করা হয়।
ছাত্র-ছাত্রী আবেদনপত্র জমা দেয়ার পর কর্তৃপক্ষ সেই আবেদনপত্র ভালো করে খুঁটিয়ে দেখে এবং তারপর নির্বাচিত তারপর ছাত্র বা ছাত্রী কে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়।
সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা
নির্বাচিত ছাত্র -ছাত্রী রা তাদের প্রাপ্ত টাকা নিজের ব্যাঙ্ক একাউন্ট এ পায়ে যাবে।
নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ এর বিভিন্ন মডেল ফরমেট
Nabanna Scholarship Online Application Process
এখন শিক্ষার্থীরা মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল নবান্ন বৃত্তির জন্য অনলাইনে আবেদন করতে পারে। ধাপগুলি অনুসরণ করুন এবং এই বৃত্তির জন্য অনলাইনে আবেদন করুন।
- সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করুন এবং এটি মুদ্রণ করুন।
- আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করুন এবং এর সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।
- সমস্ত পৃষ্ঠা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করুন।
- এখন পিডিএফ ফাইল পাঠান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল শিক্ষা দপ্তরের এই অফিসিয়াল ইমেইল ঠিকানায়।
- অফিসিয়াল ইমেইল ঠিকানা হল, wbcmrfedu2020@gmail.com।
ইমেইল সাবজেক্ট অপশনে স্কলারশিপের জন্য APPLICATION FORM লিখুন।
যদি আপনি নবান্ন স্কলারশিপের জন্য নির্বাচিত হন, তাহলে তারা আপনার সাথে যোগাযোগ করবে অন্যথায় আপনি তাদের কাছ থেকে কোনো উত্তর নাও পেতে পারেন।
আপনি আপনার একাডেমিক বিবরণ এবং অন্যান্য তথ্য উল্লেখ করে ইমেল বডিতে একটি আবেদন লিখতে পারেন।
আমাদের এই Nabanna Scholarship বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
My Aunt wants to study with Bsc nursing.. Her economy condition is very poor.. Her husband does not have a regular job.. So she gets any Govt scholarship or money support then it will be helpful to her..
স্কলারশিপ নির্ভর করে , ছাত্র বা ছাত্রীর একাডেমিক মার্ক্স্ এর উপর। যদি আপনার পরিচিতা নবান্ন স্কলারশিপ এর যে জোগ্যতা লাগবে সেটা , অর্জন করে থাকেন , তাহলে আবেদন করুন।
Sir bolchi ei scholarship er amount ki akbari daoa hobe bank account e naki course joto bochorer tar upor vitti kore sei koy bochor debe..
Please reply me as soon as possible
আমি উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে দিয়েছি..
আমি কি এখন মাধ্যমিকের স্কলারশিপটা পাবো??
উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর , কলেজে ভর্তি হতে হবে , তারপর আবেদন করতে হবে।
স্যার
আমি এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত বছর নবান্ন থেকে স্কলারশিপ পেয়েছি। আমি কি এবার আবেদন করতে পারি? না, এটা এককালীন
দেওয়া হয়। প্রতি বছর ই আবেদন করতে হবে।
ekkalin deowa hoy ,
স্যার আমি 2020 সালে আবেদন করিনি। আমি এই বছরের মানে 2021 আবেদনটি জমা দিতে চাই।
I hope your sweet reply
যদি কোন শিক্ষার্থী OBC,ST,SC এর scholarship পেয়এ থাকেন তাহলে তারা কী এই scholarship এর জন্য আবেদন করতে পারবে? এছাড়াও এই scholarship এর টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে?
স্যার,নবান্ন স্কলারশিপ এর এম এল এ এর কাছে যে চিঠি লিখতে হবে সেখানে কী লিখতে হবে?
Amar madhamik a 76% no acha ami kon scholar ship ta dabo nobanno na swami vivekananda scholarship
swami vivekananda .
Thank you for comment.
9064954539
আমি কি উচ্চমাধ্যমিক দেওয়ার ২ বছর পর আবেদন করতে পারি?
yes
স্যার 63% নাম্বার পেলে কী আবেদন করা যাবে.
Yes, korte parbe
স্যার আমি আগের বার আবেদন করেছিলাম কিন্তু আমি টাকা পাই নি কো এখনো আমি কি আর টাকা পাবে না কো
Plz sir ki6u bolan
ki jante chaichen balun?
Hlw sir ,
Kobe theke offline a from joma start hobe???
From joma kii start hoye geche??
Plz sir bolun
eta govt er anudan prokolpo. ti abedoner sothik date kichu nei… ananyno scholarshiper moto eta noy.
Can I apply for both swami vivekananda scholarship and nabanna??
dekhun apni abedon korte paren . kintu apni ektai anudan paben .
Sir ami 2020te M.A 60% niye pass kore b ed a admission niyechi ami ki nabannya scholarship er jonno abedon korte parbo??
সমস্ত কিছু ডিটেলস তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ.
সংস্কৃত নিয়ে যারা পড়াশোনা করেছ তারা নিচের ওয়েব সাইটটি ভিজিট করতে পারো। http://www.modernsanskrit.com/
Respect ma’am/sir Ami college a 3year student Ami ki apply korte parbo…
স্যার
আমি এখন দ্বাদশ শ্রেণীর ছাত্র। গত বছর নবান্ন স্কলারশিপের জন্য আবেদন করেছিলাম কিন্তু বলছে আমার self declaration ভুল আছে আমি এখন কি করবো
স্যার,
আমি 2019 সালে H.S results সহ সব তথ্য দিয়ে নবান্ন ফম ফিলাপ করেছিলাম।13.01.2021 সালে আমার ফমটি সম্পন্ন হয়েছে এবং আমার Ac… নাম্বার এ নবান্ন অফিস থেকে 10000 টাকা পাঠানো হয় এবং এটি আমকে SMS এর মাধ্যমে জানানো হয়। আমার Ac… নাম্বার এ সমস্যা থাকার কারণে 10000 হাজার টাকা টা আবার নবান্ন অফিস এ ফিরে চলে যায়। এই ফিরে যাওয়া টাকা টা আমি কীভাবে পাবো ?
স্যার,
আমি 2019 সালে নবান্ন ফম ফিলাপ করেছিলাম, 13.01.2021 সালে আমার ফমটি সম্পন্ন হয়েছে এবং আমার Ac… নাম্বার এ নবান্ন অফিস থেকে 10000 টাকা পাঠানো হয় এবং সেটা আমাকে SMS এর মধ্য দিয়ে জানানো হয়। আমার Ac… নাম্বার এ সমস্যা থাকার কারণে 10000 হাজার টাকা টা ফিরে চলে যায়। এই ফিরে যাওয়া টাকা টা আমি কীভাবে পাবো?
Please sir kichu bolen?
ki jante chaichen balun?
Please sir amar question er ans den?
স্যার আমি 2020 সালে আবেদন করিনি। আমি এই বছরের মানে 2021 আবেদনটি জমা দিতে চাই।
I hope your sweet reply