কৃষক বন্ধু -সুনিশ্চিত আয় প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হয় ২০১৮ সালে। এই প্রকল্পে নথিভুক্ত কৃষক এবং ভাগচাষী উভয়েই আবেদন করতে পারবেন। নথিভুক্ত কৃষক খরিফ এবং রবি মরসুমে সরকারি আর্থিক অনুদান পাবেন। কৃষকবন্ধু প্রকল্প এর নুতন আপডেট হলো krishak bandhu self declaration form .
এই প্রকল্পে সরকারি অনুদান পাবেন ?
১ একর বা তার বেশি জমির মালিক বছরে ৫ হাজার টাকা সহায়তা পাবেন। বর্তমানে ৬০০০ টাকা।
১ এক একরের কম জমির ক্ষেত্রে আনুপাতিক হরে সহায়তা পাবেন তবে নূন্যতম ২০০০ টাকা অবশ্যই পাবেন। এই টাকা দুটি কিস্তিতে পাবেন। প্রথমটি খরিফ মরসুমে এবং দ্বিতীয়টি রবি মরসুমে।
এই প্রকল্পে নাম থাকলে ১৮ থেকে ৬০ বয়স পর্যন্ত কৃষক মারা গেলে দুই লক্ষ টাকা অনুদান পাবেন। এই অনুদান সংশ্লিষ্ট ব্লকের ব্লক আধিকারিক আইন সম্মত উত্তরাধিকাকে প্রদান করবেন।
এচাড়া কৃষক বন্ধু প্রকল্পে নাম থাকলে খরিফ মরসুমে শস্যবীমার জন্য আলাদা ভাবে নাম তুলতে হবে না।
কৃষক বন্ধু প্রকল্পে আবেদন কিভাবে করবেন ?
আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। সাথে উপযুক্ত কাগজ পত্র দিতে হবে।
আবেদন পত্র কিভাবে ফিল আপ করেবন করবেন দেখে নিন
এই প্রকল্পে আবেদনের যোগ্যতা :
আবেদন করার জন্য কৃষকের নিজের নাম জমি থাকতে হবে।
বর্তমানে এই প্রকল্পে কৃষকবন্ধু স্ব-ঘোষণা পত্র মাধ্যমে পৈতৃক সম্পত্তির অধিকারী এবং ভাগচাষি যাদের এখনো নাম সরকারি ভাবে জমির কাগজে নথিভুক্ত হয়নি তারাও আবেদন করতে পারবেন।
কি কি কাগজপত্র জমা করতে হবে ?
- ভোটার কার্ড
- .আধার কার্ড (ঐচ্ছিক )
- ব্যাঙ্ক পাসবুক / বাতিল চেক
- পাসপোর্ট সাইজের সাম্প্রতিক একটি ছবি।
- চালু মোবাইল নং
- জমির রেকর্ড বা পর্চা এর জেরক্স কপি।
- স্ব – ঘোষণা পত্র ( যদি প্রয়োজন হয় -যাদের জমির রেকর্ড এ নিজের নাম নেই )
আবেদন পত্র কোথায় পাবেন?
আবেদন পত্র দুয়ারে সরকার ক্যাম্প এ অথবা ব্লক কৃষি আধিকারিকের অফিসে পেয়ে যাবেন। অনলাইন থেকেও আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।
matirkatha.gov.in \ matrikatha.net এই দুই ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন।
কৃষকবন্ধু প্রকল্প আবেদন পত্র ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
Download Krishak Bandhu Self Declaration Form
আমাদের অন্যান্য পোস্ট গুলি দেখুন :
Need 1B declaration form for kishak bandhu prakalpo.
যদি কেউ সরকারি চাকুরি জীবী হন এবং তার যদি নিজেরনামে কৃষি জমি থেকে সে কি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন কোর্টেড পারবে
krishok bandhu prokolpe temon kono badhar kothas bola nei
Ami year 2020 te krishak bondhur taka peyechi. Ei bochor ki abar notun kore apply korte hobe?