কর্মসাথী প্রকল্প কি ? কারা কিভাবে আবেদন করবেন “Karma Sathi Prakalpa” এ

পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য এই প্রকল্প শুরু হয়েছে। এই প্রকল্পের নাম কর্মসাথী প্রকল্প “Karma Sathi Prakalpa”। কর্মসাথী প্রকল্পের ( karma sathi prokalpo ) মাধ্যমে প্রতি বছর ১ লক্ষ বেকার যুবক যুবতীকে স্বনির্ভর করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। আগামী তিন বছর এই প্রকল্প চলবে বলে জানা যাচ্ছে। এই প্রকল্পের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Karma Sathi Prakalpa

এই প্রকল্পে রাজ্যের অধীনস্থ সমবায় ব্যাঙ্কের মাধ্যমে ২ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে। লোনের সাথে সাথে থাকবে ভর্তুকির সুযোগ এবং সুযোগ কিস্তিতে লোন শোধ করার সুবিধে।তাই এই প্রকল্পের সহায়তায় বেকার যুবক যুবতীরা ছোট উৎপাদন প্রতিষ্ঠান বা ক্ষুদ্র ব্যবসা শুরু করে নিজেরা স্বাবলম্বী হতে পারবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

কর্মসাথী প্রকল্প এর উদ্দেশ্য কি।

  • রাজ্যের যুব উদ্যোক্তাদের পরিষেবা ও ব্যবস্যা বাণিজ্য সহ নুতুন উদ্যোগ তৈরিতে এবং এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান স্থাপনে সহায়তা করা।
  • রাজ্যের গ্রামীণ ও শহর উভয় ক্ষেত্রেই স্বনিযুক্ত কর্মসংস্থান এর সুযোগ তৈরি করা।
কর্মসাথী প্রকল্প কি ? কারা কিভাবে আবেদন করবেন "Karma Sathi Prakalpa" এ

কর্মসাথি প্রকল্প কতদিন ধরে চলবে

প্রকল্পটি গেজেট এর বিজ্ঞপ্তি বেরনোর পর শুরু হবে এবং আগামি তিন বৎসর ধরে চলবে। বিজ্ঞপ্তি নং : 1825/MSMET-18011(11)/4/2020 বিজ্ঞপ্তি বেরিয়েছে : 9th September, 20

কারা যোগ্য হবেন এই প্রকল্পে।

কর্মসাথি প্রকল্পের সমস্ত শর্তগুলি পূরণ করে যে কেউ সম্ভাব্য উদ্যোক্তা আবেদন করতে পারবেন। একটি পরিবার থেকে কেবলমাত্র একজনই আবেদন করতে পারবেন। এখানে পরিবার বলতে বাবা-মা এবং স্ত্রী এর কথা বলা হচ্ছে।

আবেদন করার জন্য বয়স কত হতে হবে

এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৫০ বছর এর মধ্যে থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা কত থাকতে হবে ।

নূন্যতম ক্লাস এইট পাস হতে হবে। তবে কর্মসংস্থান ব্যাংকের নাম নথিভুক্ত থাকলে অগ্রাধিকার পাবেন।

এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক এ নাম নথিভুক্ত করার জন্য এখানে ক্লিক করুন

কোন ধরণের প্রজেক্ট গ্রাহ্য হবে এই প্রকল্পে।

এই প্রকল্পের আওতায় যে কোনও নতুন উৎপাদন , পরিষেবা এবং বাণিজ্য / ব্যবসায়িক ক্ষেত্রে প্রকল্প গ্রহণের জন্য গ্রাহ্য হবে। সজল কিস্তিতে লোন এবং এবং ভর্তুকি সরবরাহ করা হবে। 2 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হবে । সহজ কিস্তিতে লোনটি রাষ্ট্রীয় মালিকানাধীন সমবায় ব্যাংক থেকে প্রদান করা হবে।

সরকারি ভর্তুকি কি পরিমানে পাওয়া যাবে।

এই প্রকল্পের আওতায় সরকারী ভর্তুকির দুটি ধরণ রয়েছে।

এ) প্রকল্পের ভর্তুকি: প্রকল্প ব্যয়ের 15% অথবা ২৫ হাজার টাকা যেটি নূন্যতম হবে।

বি) সুদের ভর্তুকি: সমবায় ব্যাংকে উদ্যোক্তা যে বার্ষিক সুদ দেবে, তা দেওয়া হবে।

১. সুদ সঠিক ভাবে সময়মতো প্রদান করলে সুদের ৫০% দেওয়া হবে। এই ৩ বৎসরের জন্য প্রজোয্য।
২. অন্যান্য ক্ষেত্রে ৪০ % সর্বোচ্চ তিন বৎসরের জন্য।

আপনাকে কি বিনিয়োগ করতে হবে প্রকল্প অনুযায়ী।

karma sathi prokalpo প্রজেক্ট অনুমোদিত হলে নিম্নলিখিত ভাবে নূন্যতম নিজস্ব বিনিয়োগ করেত হবে।

  1. প্রকল্পের দাম ৫০,০০০ টাকা পর্যন্ত: সমস্ত বিভাগের আবেদনকারীর জন্য প্রকল্পের মোট ব্যয়ের ৫% হারে
  2. প্রকল্পের ব্যয় ৫০,০০০ এর উপরে: এসসি / এসটি / মহিলা / স্বতন্ত্র সংখ্যালঘু / সংখ্যালঘুদের জন্য প্রকল্প ব্যয়ের ৫% এবং অন্যান্য দের ক্ষেত্রে ১০ % হারে।

( karma sathi prokalpo )প্রজেক্ট এর উদাহরণ নিম্নে দেওয়া হলো।

উদাহরণ ১ :
karma sathi prakalpa
উদাহরণ ১ :
কর্মসাথী প্রকল্প
karmasathi prakalpa in west bengal
উদাহরণ ৩ :
কর্মসাথী প্রকল্প
karma sathi prakalpa in west bengal
উদাহরণ ৪ :
কর্মসাথী প্রকল্প
karma sathi prakalpa in west bengal
উদাহরণ ৫ :
karma sathi prokalpo
karma sathi prakalpa in west bengal
উদাহরণ ৬ :
karma sathi prakalpa
karma sathi prakalpa in west bengal
উদাহরণ ৭ :
কর্মসাথী প্রকল্প
karma sathi prakalpa in west bengal
উদাহরণ ৮:
কর্মসাথি প্রকল্প
karma sathi prakalpa in west bengal

কিভাবে আবেদন করতে হবে।

Karma Sathi Prakalpa এর আবেদন অনলাইন এবং অফলাইন উভয় ভাবে করা যাবে।

  • উদ্যোক্তা কে নির্দিষ্ট বয়ান এ কর্মসাথি পোর্টাল এর মাধ্যমে অথবা সরাসরি আবেদন পত্র জমা করে আবেদন করতে হবে।
  • আবেদন পত্র একদম বিনামূল্যে পাওয়া যাবে নিম্নলিখিত অফিস থেকে :
  1. গ্রামীণ এলাকায় নিকটবর্তী বি ডি ও (B.D.O) অফিস।
  2. পৌরসভা এলাকায় নিকটবর্তী এস ডি ও (S.D.O) অফিস।
  3. এলাকায় বসবাস করলে Kolkata Municipal Corporation (KMC)
  4. এছাড়াও জেলার District Industries Centre (DIC) এর অন্তর্গত MSME Facilitation Centre (MFC)

কর্মসাথি প্রকল্পের আবেদন পত্র বাংলা / ইংরেজি

আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে।

‘karma sathi prokalpo’ আবেদনপত্রটি সঠিক ভাবে পূরণ করতে হবে। সাথে নিম্নলিখিত কাগজপত্র গুলো দিতে হবে। প্রতিটি ফটোকপি তে আবেদনকারীর স্বাক্ষর করে দিতে হবে।

  1. পরিচয়ের প্রমাণ (ছবি সহ)
  2. স্থায়ী বাসিন্দার সাটিফিকেট।
  3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ
  4. বয়সের উপযুক্ত প্রমাণ পত্র।
  5. এসসি / এসটি / ওবিসি / সংখ্যালঘু / ভিন্নভাবে সক্ষম শংসাপত্রের অনুলিপি -যে প্রকল্পগুলো প্রযোজ্য।
  6. প্রকল্প রিপোর্ট ।

কর্মসাথী প্রকল্পের আবেদন পদ্ধতি দেখুন 👇

কর্মসাথী সিম্পল প্রজেক্ট রিপোর্ট

  1. Ball Pen Reffiles Manufacturing.
  2. Bambo Craft Making
  3. Beauty Parlour
  4. Bindi Manufacturing
  5. Bautique Printing
  6. Broom Making
  7. Concrete Cement Products
  8. Clay Pot Manufacturing
  9. Cleaning Powder Manufacturing
  10. Conch Shell Bangle Manufacturing
  11. Cyber Cafe
  12. Cycle Repairing Shop
  13. Daliya Making
  14. Exercise Book Manufacturing
  15. Fancy Terracota & Utility Articles
  16. Gate & Grill/Steel Fabrication
  17. Grocery Shop
  18. Jute Diversified Product
  19. Leaf Cup Plate
  20. Motor Rewinding
  21. Optical Lens Grinding
  22. Paddy Processing (Mini Rice Mill)
  23. Paper Glass Manufacturing
  24. Polymer Stamp & Lamination
  25. Poultry Feed Manufacturing
  26. Readymade Garments
  27. Reprocessing of Plastic Granules
  28. Sabai Grass Product
  29. Sal Leaf Plate Manufacturing
  30. Saree Polishing Project
  31. Book Binding, Board & Seal Making
  32. Shoe Polish Manufacturing
  33. Silver Jewellery Manufacturing
  34. Decorative Material by Solapith (Indian Cork)
  35. Steel Almirah Manufacturing
  36. Steel Furniture Manufacturing
  37. Tomato Sauce Making
  38. Vermicelli Making
  39. Village Bakery
  40. Wheat Grinding
  41. Wooden Furniture

আমাদের অন্যান্য পোস্ট গুলো পড়ুন :

46 thoughts on “কর্মসাথী প্রকল্প কি ? কারা কিভাবে আবেদন করবেন “Karma Sathi Prakalpa” এ”

  1. আমাকে 2 দুই লাখ টাকা কর্ম সাথী প্রকল্প দেওয়া হোউক।

    Reply
  2. কমসাথী প্রকল্পে ঋণ নিতে ইচ্ছুক। আমার দুই লক্ষ টাকা দেওয়া হোক।

    Reply
  3. আমি এই ধরনের কোন এক টা প্রকল্প পেলে ,খুবই উপকৃত হব ।কারন আমার চলার খুব কষ্ট হচ্ছে ।সামান্য একটা সেলুনে কাজ করে দিন যাচ্ছে ।আমার চাষাবাদের জন্য জমি নেই ।আমার শিক্ষাগত যোগ্যতা 10 ফেল । মাননীয়া মূখ্যমনত্রীর কাছে এই নিবেদন যে আমার এই লেখাটা পড়ে আমাকে এই প্রকল্পের সুবিধার মাধ্যমে উপকৃত করবেন ।

    ধন্যবাদ

    Reply
  4. ধূপবাতি তৈরির প্রকল্পের জন্য কর্মসাথী প্রকল্পে লোন পাওয়া যাবে কিনা জানালে ভালো হয়।

    Reply
  5. কর্মসাথী প্রকল্পে প্রজেক্ট তালিকায় যে ৪১ টি নাম রয়েছে তারমধ্যে কোনটি ধূপবাতি তৈরির প্রকল্পের জন্য জানালে ভালো হয়।

    Reply
  6. project report jeta dite boleche,apnader deoa pdf file gulo print kore sign kore dite hobe, na oi rokom project ready kore print kore dite hobe janale khub valo hoi.

    Reply
  7. খুবই গুরুত্বপূর্ণ তথ্য।

    সংস্কৃত বিষয় যারা পড়াশোনা করেছ ,সংস্কৃত বিষয়ে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা নিচের ওয়েব সাইটটি ভিজিট করতে পারো।
    http://www.modernsanskrit.com

    Reply
  8. কর্ম সাথী প্রকল্পের অনলাইন এপ্লিকেশন করতে পারছি না। ওয়েবসাইটে যখনই লগইন মারছি ইউজার আইডি আর পাসওয়ার্ড দেওয়ার পর লগ ইন করলেই নো রেসপন্স দেখাচ্ছে। কি করবো একটু বলতে পারবেন। প্লিজ মেইল করুন আমার মেইল আইডিতে।
    subhasismon@gmail.com
    Thank you

    Reply

Leave a Comment