যতো দিন যাচ্ছে , গ্যাসের চাহিদা বেড়েই চলছে দিন দিন। কিন্তু সেই তুলনায় LPG GAS ডিস্ট্রিবিউটর নেই বলে , গ্যাস ডিষ্ট্রাব্যুশন এ কিছু সমস্যা হচ্ছিলো। তাই বর্তমানে গ্যাস ডিষ্ট্রাব্যুশন এর জন্য এর CSC LPG GAS DISTRIBUTOR সূচনা করা হয়েছে। আপনার যদি Common Service Centre (CSC ) এর বৈধ কোড থাকে অর্থাৎ VLE হন তাহলে আপনি , আবেদন করতে পারবেন অনলাইন এর মাধ্যমে।
বর্তমানে CSC থেকে LPG সংক্রান্ত কি কি সুযোগ আছে ?
- রিফিল বুকিং ।
- উজ্জ্বলা যোজনায় নতুন গ্যাস সংযোগ ।
- LPG গ্যাস বিতরণকারী কেন্দ্র ।
কিভাবে আবেদন করবেন CSC LPG GAS DISTRIBUTOR ?
A. প্রতমত একটি এগ্রিমেন্ট কপি সঠিক ভাবে পূরণ করে আপনার CSC সেন্টার এর নিকটতম ডিস্ট্রিবিউটর এর সিগনেচার করাতে হবে। এগ্রিমেন্ট কপির জন্য এখানে ক্লিক করুন।
B. স্পষ্ট ভাবে বোঝার জন্য , এগ্রিমেন্ট কপি টি বার বার পড়বেন , কারণ ওখানে সমস্ত কিছু বিস্তারিত বলা আছে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
C. অ্যাপ্লিকেশন কিন্তু একবারের বেশি করা যাবে না এবং পরবর্তী কালেও কোনোভাবে CSC LPG GAS DISTRIBUTOR বদল করা যাবে না।
D. শুধু মাত্র অ্যাপ্লিকেশন করার সময় আপনার ওয়ালেট থেকে ১০০০/- টাকা কাটবে।
E. আপনাদের কমিশন এগ্রিমেন্টে অনুযায়ী CSC আপনাদের প্রদান করবে। ( VLE প্রতি সিলিন্ডার বিক্রয়ের জন্য 10 টাকা কমিশন পাবেন )
F. আবেদন করার আগে আরো বিস্তারিত জানার জন্য CSC DM( District Manager) এর সাথে যোগাযোগ নেবেন। CSC DM লিস্ট এর জন্য এখানে ক্লিক করুন।
এল পি জি গ্যাস ডিস্ট্রিবিউটর আবেদন করার জন্য লিংক।
এল পি জি গ্যাস ডিস্ট্রিবিউটর আবেদনের অনলাইন পদ্ধতিটি দেখুন।
নুতুন CSC আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই এল পি জি গ্যাস ডিস্ট্রিবিউটর বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Tahamid khan ..lokpur
thanks for comment.