আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি। PMAY CLSS BENEFIT DETAILS

কেন্দ্র সরকার হাত বাড়িয়ে দিলো দেশের দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের নিজেদের বাড়ি তৈরিতে । বাড়ি তৈরির জন্য এবার ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দিচ্ছে কেন্দ্র। বাড়ি তৈরির জন্য এই ভর্তুকি স্কীম টি কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার এর অন্তর্ভুক্ত। এই স্কীম টির নাম ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’ (PMAY-CLSS BENEFIT)।

ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম

নতুন ঘোষণা অনুযায়ী ৩১ মার্চ ২০২১ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’ এর সুবিধে পাওয়া যাবে।

কিভাবে পাবেন এই pmay clss benefit সুবিধে।

প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা-র ( PMAY ) অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে। এই ওয়েবসাইট থেকে সঠিক ক্যাটাগরি অনুযায়ী অপশনটি বেছে নিতে হবে। সঠিক ক্যাটেগরি বেছে নেওয়া পর প্রথম কলামে আধার নম্বর ও দ্বিতীয় কলামে আবেদনকারীর নাম লিখতে হবে। এই ওয়েবসাইট থেকে সঠিক ক্যাটাগরি অনুযায়ী অপশনটি বেছে নিতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা

এরপর মূল ফর্মের বাকি তথ্য গুলো ঠিক ঠিক করে আপনাকে পূরণ করতে হবে।

এখানে আবেদনকারীর নাম, ঠিকানা, পরিবারের সদস্য ইত্যাদি সম্পর্কে সম্পূর্ণ ব্যক্তিগত বিবরণ দিতে হবে।

এর পর গৃহ ঋণে ভর্তুর্কির জন্য আবেদন করতে হলে, প্রধানমন্ত্রী আবাস যোজনা-গ্রামীণ অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। মেনু বার থেকে স্টেকহোল্ডারদের বিভাগে ক্লিক করতে হবে। সাব মেনু থেকে প্রথম বিকল্প আইএইএ / বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে।

মোদী সরকারের বড় সিদ্ধান্তে দেশ জুড়ে বদলে যাচ্ছে ড্রাইভিং লাইসেন্স

এবার এখানে আপনার কাছে রেজিস্ট্রেশন নং চাইবে। যদি রেজিস্টেশন নম্বর না থাকে তবে “Advance Search” অপশনে ক্লিক করতে হবে। এখানে সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে স্কিমের প্রকার বেছে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ‘ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম’-এ এই ভর্তুকি পাওয়ার কতগুলি শর্ত রয়েছে।

  • এই প্রকল্পে আবেদনকারীর বার্ষিক আয় ৬ লক্ষ থেকে ১৮ লক্ষের মধ্যে থাকতে হবে।
  • ভর্তুকি আবেদনকারীর কেবলমাত্র প্রথম গৃহ ঋণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
  • গৃহ ঋণে বাড়ির দামের উপর নির্ভর করেই ভর্তুকির পরিমান ঠিক হবে।
  • এই প্রকল্পে সর্বাধিক ভর্তুকির পরিমান ২ লক্ষ ৬৭ হাজার টাকা পর্যন্ত হতে পারে।
  • এই সমস্ত ক্ষেত্রে ঋণ পরিশোধ করার সর্বোচ্চ সীমা ২০ বছর।

বার্ষিক আয় অনুযায়ী তালিকা ( pmay clss benefit )

pmay clss benefit  ক্রেডিট লিঙ্কড সাবসিডি স্কিম
pmay clss benefit

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি। PMAY CLSS BENEFIT DETAILS

আমাদের এই  পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

2 thoughts on “আপনার স্বপ্নের বাড়িতে কেন্দ্র সরকারের ২ লক্ষ ৬৭ হাজার টাকা ভর্তুকি। PMAY CLSS BENEFIT DETAILS”

Leave a Comment