পোস্ট অফিস আবার আপনার ব্যবস্যা করার ইচ্ছে পূরণ করবে। পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজি (Post Office Franchise ) নিয়ে আপনি প্রচুর অর্থোপার্জন করতে পারেন। পোস্ট অফিস কর্তৃপক্ষ এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে। এই ব্যবসাটি শুরু করতে আপনাকে কেবল মাত্র ৫০০০ টাকা ব্যয় করতে হবে। এর মাধ্যমে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন।
বর্তমানে দেশে প্রায় দেড় লক্ষ পোস্ট অফিস রয়েছে তবে এর পরেও দেশের সর্বত্র ডাকঘর পৌঁছতে পারেনি।
পোস্ট অফিস এর নুতুন সার্ভিস নেট ব্যাঙ্কিং শুরু হলো। জানা খুব জরুরি ।
এই মুহূর্তে পোস্ট অফিস তাঁদের নেটওয়ার্কটি দ্রুত সম্প্রসারণ করছে, যার সুবিধা নিতে পারেন আপনিও। পোস্ট অফিস চাইছে ভারতবর্ষের কোনায় কোনায় তাদের সমস্ত পরিষেবা পৌছে দিতে।
তাই যদি আপনি লাভজনক ব্যবসা কাজ করতে চান, তবে পোস্ট অফিসের ফ্রাঞ্চাইজি নিয়ে এই কাজ শুরু করতে পারেন।
পোস্ট অফিস এর ফ্র্যাঞ্চাইজি কি কি ধরণের হয়ে থাকে।
মূলত পোস্ট অফিস তাদের এই Post Office Franchise দুই ভাবে দিয়ে থাকে ।
- প্রথমটি হল আউটলেট
- দ্বিতীয়টি ডাক এজেন্টস ফ্র্যাঞ্চাইজি।
ভারতবর্ষে এমন অনেক জায়গা আছে যেখানে একটি ডাকঘর খোলার প্রয়োজন রয়েছে। কিন্তু পোস্ট অফিস তা করে উঠতে পারছে না বলে তাঁরা ফ্রাঞ্চাইজির (Post Office Franchise ) মাধ্যমে এই কাজ সারতে চাইছে।
নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন
বর্তমানে কিছু এজেন্ট রয়েছে, যারা শহুরে এবং গ্রামীণ অঞ্চলে ডাকটিকিট এবং স্টেশনারি সরবরাহ করে। এটি ডাক এজেন্টস ফ্র্যাঞ্চাইজ নামে পরিচিত।
পোস্ট অফিস এর ফ্র্যাঞ্চাইজি নেওয়ার কি কি শর্ত আছে।
- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে।
- যিনি ফ্র্যাঞ্চাইজি নেবেন সেই ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
- আবেদনকারী ব্যক্তিকে ক্লাস এইট পাশ হতে হবে।
- আবেদনকারীকে ৫০০০ টাকা সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে।
বার্ষিক ৮.৫ শতাংশ হারে সুদ, সাথে নানারকম সুযোগ -পোস্ট অফিসের সেভিংস স্কিম অ্যাকাউন্টে ৷
ফ্রাঞ্চাইজি পাওয়ার পরে, আপনার কাজ অনুযায়ী আপনাকে একটি নির্দিষ্ট কমিশন দেওয়া হবে। এটি মাসে কয়েক হাজার টাকা হতে পারে।
কিভাবে আবেদন করতে হবে।
পোস্ট অফিস এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে ফরম ডাউনলোড করে আবেদন করতে হবে। পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি ফর্ম ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই পোস্ট অফিস ফ্র্যাঞ্চাইজি পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
- অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম (e shram ) কার্ড।
- রেশন কার্ডের সঙ্গে এ মাসেই জুড়তে হবে আধার নম্বর, জানুন কিভাবে করবেন কাজটি ?
Vill-Nichnya.Post-Gohaldanga.Dist-Paschim midnapure.P.s-Chandrakona.G.p-Mangrul.Pin-721232.