এতদিন নতুন রেশন কার্ডের আবেদন করতে অনেক ঝক্কি পোহাতে হত । এবার বাড়িতে বসে নিজের মোবাইল ফোন থেকেই অনলাইন এর মাধ্যমে রেশন কার্ড আবেদন করতে পারবেন। আর আপনার রেশন কার্ড থাকলেই দেশের যে কোনও প্রান্ত থেকে পেয়ে যাবেন রেশন এর দব্য । Apply digital ration card online is now started all over in India to ensure to deliver ration product to all Indian people.

দেশজুড়ে এক দেশ এক রেশন কার্ড জারি হওয়ার পরই রেশন কার্ড আরও জরুরি হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে ৷ কিন্তু আপনার রেশন কার্ড না থাকলে কোনও চিন্তা নেই।
একদেশ ও রেশন কার্ড । দেশের যে কোনো রেশন দোকান থেকে পাবেন রেশন। নতুন ঘোষণা মোদী সরকারের।
প্রতিটি রাজ্য থেকে এবার খুব সহজেই রেশন কার্ড আবেদন করা যাবে। তার জন্য প্রতিটি রাজ্যই একটি করে ওয়েবসাইট তৈরি করেছে রেশন কার্ড অনলাইন আবেদন করার জন্য ৷ আপনি যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যের ওয়েবসাইটে গিয়ে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
তবে এই রেশন কার্ড তৈরির জন্য ৫ থেকে ৪৫ টাকা চার্জ দিতে হতে পারে ৷ অনলাইন রেশন কার্ড আবেদন পত্র ফিল আপ করার পর চার্জ জমা দিন ও অ্যাপ্লিকেশন জমা দিন ৷ চার্জ জমা করার পর আপনার আবেদন পত্র সম্পূর্ণ ভাবে জমা হবে ।
তবে সমস্ত রাজ্য চার্জ লাগবে কি না , সেটা রাজ্যের উপর নির্ভর করছে ।
কিভাবে আবেদন করবেন অনলাইন ডিজিটাল রেশন কার্ড
আবেদনকারীকে প্রথমে নিজের রাজ্যের সরকারি ওয়েবসাইটে লগইন করতে হবে। এরপর Apply online for ration card লিঙ্কে ক্লিক করতে হবে।

প্রথমে এখানে আপনাকে আপনার বৈধ মোবাইল নং দিতে হবে। সেখানে একটি ও টি পি আসবে। ও টি পি দিয়া লগইন করে মূল আবেদন পত্রটি পূরণ করুন।

ঐ ওয়েবসাইট থেকে স্টেপ বাই স্টেপ প্রতিটি পদক্ষেপ পূর্ণ করার পর আবেদন পত্র জমা করতে পারবেন ।
অনলাইন রেশন কার্ড আবেদন পত্র ফিল আপ করে পর চার্জ ও অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর ফিল্ড ভেরিফিকেশন হবে । আবেদন সঠিক হলে রেশন কার্ড তৈরি হয়ে যাবে। তবে নিজের রাজ্যের ওয়েবসাইট জেনে নিয়ে আবেদন করতে হবে।
অফলাইন এ রেশন কার্ড এর আবেদন পদ্ধতি।
বেশকিছু রাজ্য এখনও এই ওয়েবসাইট তৈরি করতে পারেনি । পশ্চিমবঙ্গের বাসিন্দারা খাদ্য দপ্তরের সরকারি এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন।
অনলাইন রেশন কার্ড আবেদন এর প্রমান পত্র হিসেবে কি কি কাগজ জমা করবেন
- আধার কার্ড
- ভোটার আইডি
- পাসপোর্ট
- হেলথ কার্ড
- ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
- অসংগঠিত শ্রমিকদের জন্য জাতীয় ই শ্রম (e shram ) কার্ড।
- রেশন কার্ডের সঙ্গে এ মাসেই জুড়তে হবে আধার নম্বর, জানুন কিভাবে করবেন কাজটি ?
রেশন কার্ড তৈরির জন্য কি কি শর্ত মানতে হবে
- আবেদনকারী ব্যক্তির কাছে অন্য রাজ্যের রেশন কার্ড থাকলে হবে না ৷
- আবেদনকারী ব্যক্তির কাছে অন্য রাজ্যের রেশন কার্ড থাকলে হবে না ৷
- যার নামে রেশন কার্ড তৈরি হচ্ছে তার বয়স ১৮ বছরের বেশি হতে হবে ৷
- ১৮ বছরের কম বয়সী বাচ্চার নাম তার বাবা মায়ের রেশন কার্ডে সামিল করা হয় ৷
রেশন কার্ড এর মুল ধরন গুলি কি কি ?
রেশন কার্ড প্রধানত তিন প্রকারের হয়ে থাকে
1. দারিদ্রসীমার উপরে (APL)
2. দারিদ্রসীমার নীচে (BPL)
3. অন্ত্যোদয় ক্যাটাগরি
রেশন কার্ড এর এই ক্যাটাগরি যে কোনও ব্যক্তির বার্ষিক পারিবারিক আয়ের উপর নির্ভর করে ৷ অন্ত্যোদয় ক্যাটাগরিতে বিপুল সংখ্যক গরিব পরিবার রয়েছে ৷
সাবসিডিবিহীন রেশন কার্ড কিভাবে আবেদন করা যাবে
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সাবসিডিবিহীন রেশন কার্ড এর জন্য আপনি খাদ্যদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট এর হোম পেজ এ লিঙ্গ পেয়ে যাবেন। নিচের ছবিটি দেখুন।

সাবসিডিবিহীন রেশন কার্ড এর আবেদন পদ্ধতি দেখার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের এই অনলাইন রেশন কার্ড আবেদন বিষয়ক পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
4 thoughts on “বাড়ীর মোবাইল থেকেই আবেদন করুন রেশন কার্ড। Apply Ration Card Online From Home”