সম্প্রতি কেন্দ্রীয় বাজেটে নির্মলা সীতারমণ দ্রুত প্যান কার্ড দেওয়ার কথা বলেছিলেন। আয়কর দফতর ও সেই মতো ইনস্ট্যান্ট প্যান কার্ড দেওয়ার জন্যে কাজও করছে । তবে জানা গিয়েছে, এই মাসের মধ্যেই আধার তথ্যের ভিত্তিতে Instant Pan Card ইস্যু করার প্রকল্প চালু হতে চলেছে। অনলাইনের মাধ্যমে এই সুবিধা পাওয়া যাবে। ফলে এবার থেকে আর হাজারো ফর্ম ফিলাপ এর ঝামেলা রইলো না কোনও আবেদনকারীকে।

বিশেষ সূত্রে থেকে জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাস থেকেই এই সুবিধা চালু হতে চলেছে। Instant Pan Card পাওয়ার জন্য আয়কর দফতরের ওয়েবসাইটে গিয়ে ব্যক্তিগত আধার নম্বর দিয়ে প্যান কার্ডের জন্যে আবেদন জানাতে হবে। আবেদন করার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট আবেদনকারীর আধারে দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড- OTP) পাঠানো হবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
ওটিপি-টি OTP আবেদনকারীর আধারে উল্লেখ করা তথ্যাবলী যাচাই করার উদ্দেশে দেওয়া হবে বলে জানা গিয়েছে। ওই তথ্য যাচাইয়ের পরে সাথে সাথেই আবেদনকারীর প্যান কার্ড ইস্যু হয়ে যাবে। আর তা হওয়ার কিছু সময় পড়েই খুব সহজেই তা ডাউনলোড করা সম্ভব হবে বলে জানা গিয়েছে।
কিভাবে আবেদন করবেন LPG GAS DISTRIBUTOR FROM CSC
আগে প্যান কার্ডের ক্ষেত্রে একজন গ্রাহককে অনেক সমস্যার মধ্যে পড়তে হত। একাধিক ফর্ম ফিলাপ করতে হত। এরপর সেটি ডাকযোগে বাড়ির ঠিকানায় যেত। লম্বা প্রসেস । তবে এই সুবিধা চালু হলে দীর্ঘমেয়াদি এই সমস্যার অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের Instant Pan Card বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
2 thoughts on “এবার প্যান কার্ড পাবেন নিমেষের মধ্যে। জানুন বিস্তারিত। Instant Pan Card”