আপামর মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে অন্যান্য রাজনৈতিক দলের মতোই এবারও একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। প্রতিশ্রুতি গুলির মধ্যে অন্যতম ১. দুয়ারে রেশন ২. মহিলাদের হাতে ৫০০ টাকা মাসিক হাত খরচ ৩. ছাত্র-ছাত্রীদের জন্য ক্রেডিট কার্ড। যাতে কম খরচে শিক্ষার জন্য লোন পেতে পারে তারা।
ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় পাইলট প্রজেক্ট হিসেবে শুরু হয়েছে দুয়ারে রেশন।
আজ সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান ইতিমধ্যেই এই প্রকল্প গুলি চালু করতে অনুমতি দিয়েছে মন্ত্রিসভা।
মুখ্যমন্ত্রী বলেন, “ দল ইস্তাহারে প্রতিশ্রুতি দিলেও , অনেকে সেটা কার্যকর করে না। আমরা প্রতিশ্রুতির কিছুটা পালন করতে আজই মন্ত্রিসভা থেকে সম্মতি আদায় করে নিয়েছি।
আরও জানুন : ‘জাগো’ প্রকল্প মহিলা স্বনির্ভরতার লক্ষ্য নিয়ে চালু মমতা সরকারের নয়া পরিকল্পনা।
আমরা পরিবার পিছু সাধারণ শ্রেণির একজনকে মহিলাকে ৫০০ টাকা ও এসসি-এসটি হলে ১০০০ টাকা দেব বলেছিলাম। এবার তা চালু হবে।
উচ্চশিক্ষায় ছাত্র-ছাত্রীদের জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ড দেব। মাত্র ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। ১০ বছর সময় থাকবে যে ঋণ মেটানোর ।
এই দুটি সরকারি প্রকল্পের পাশাপাশি পাশাপাশি দুয়ারে রেশনেও অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।”
প্রকল্পগুলির বাস্তবায়নের রূপরেখা তৈরির জন্য টাস্ক ফোর্স গঠিত হয়েছে বলে জানালেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,”এই তিনটি প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে টাস্ক ফোর্স। তারা রূপায়ন-নীতি, নজরদারি ইত্যাদি ঠিক করবেন।
আরও জানুন : কৃষকবন্ধু প্রকল্পের সুবিধে কি এবং স্ব-ঘোষণা পত্র দিয়ে কিভাবে আবেদন করবেন করবেন ।
রাজ্যের মুখ্যসচিব আছেন এই কমিটির শীর্ষে। এই প্রকল্পগুলি আনতে একটু সময় লাগবে। যেহেতু গুছিয়ে করতে হবে। দেখুন এক মাসের মধ্যে আমরা এগুলি মন্ত্রিসভায় পাশ করিয়ে নিলাম।”
এর আগে ভোটার আগে ইস্তাহারে দেওয়া এই তিনটি প্রকল্পের বাস্তবয়ান নিয়েও বিরোধীদের কটাক্ষ ছিল। আজ মন্ত্রিসভায় এই তিন প্রকল্পের অনুমোদন তারই কিছুটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আরও জানুন : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মহিলা সমৃদ্ধি যোজনা
আমাদের পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
Amra gorbita tmc sorkar r mukkho montri momota banarji k niye