আপনি যদি গাড়ির মালিক বা চালক হয়ে থাকেন তাহেল আপনার জন্য সুখবর। কেন্দ্র সরকার নিয়ে এলো নুতুন নিয়ম। এখন থেকে ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া সহ মোট ১৮ টি কাজ আধার বেস অথেনটিকেশন পদ্ধতিতেই করা যাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তাদের এগুলি রিনিউ করার জন্য আর আরটিও (RTO) অফিস যাওয়ার কোনো প্রয়োজন নেই।
ভারত সরকার প্রথমে তার গ্রাহকদের একটি নোটিফিকেশনের মাধ্যমে বলে যে গ্রাহকরা যেন তাদের ড্রাইভিং লাইসেন্স ও আরসির সঙ্গে ১২ ডিজিট নম্বর লিংক করিয়ে নেয়। তারপরে একটা বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট মন্ত্রক প্রকাশ করেছে ড্রাইভিং লাইসেন্স রিনিউ, লার্নার লাইসেন্স নেওয়া, ডুপ্লিকেট লাইসেন্স নেওয়া ইত্যাদি কাজগুলির জন্য গ্রাহকদের আর কষ্ট করে আরটিও অফিসে যাওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন : অনলাইনে ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন।
এত দিন পর্যন্ত লার্নার লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স রিনিউ, ডুপ্লিকেট লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সে ঠিকানার পরিবর্তন, সাময়িক রেজিস্ট্রেশন, গাড়ির মালিকানা পরিবর্তনের জন্য গ্রাহকদের জমায়েত হতে হতো আরটিও অফিসে। কিন্তু ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এই সমস্ত বিষয় অনলাইনে করা গেলে সাধারণ মানুষের ওপর চাপানো ভার কিছুটা লাঘব হবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও আরটিও অফিসের ভিড় কিছুটা কম হবে। সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে কাজ করতে পারবেন আরটিও অফিসের অফিসারগণ।
ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে কাজ গুলি এবার থেকে অনলাইন এ করা যাবে ?
- লার্নার লাইসেন্স
- ড্রাইভিং লাইসেন্স Driving License- এর রিনিউয়াল (নতুন করে টেস্ট দেওয়ার প্রয়োজন নেই এমন ক্ষেত্রে)
- Driving License ও Certificate of Registration-এ থাকা ঠিকানা বদল।
- Duplicate Driving License Online
- ইন্টারন্যাশানাল ড্রাইভিং পারমিট এর আবেদন।
- Class of Vehicle from License সারেন্ডার করা।
- মোটর ভিহেকল-এর সাময়িক রেজিস্ট্রেশন (Temporary Registration )
- সম্পূর্ণ বডিযুক্ত মোটর ভিহেকল-এর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন।
- Duplicate Certificate of Registration-এর অ্যাপ্লিকেশন
- Certificate of Registration-এর ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট।
- মোটরগাড়ির মালিকানা পরিবর্তনের অর্থাত্ Ownership Transfer-এর নোটিস।
- Ownership Transfer-এর অ্যাপ্লিকেশন
- অ্যাক্রেডিটেড ড্রাইভার ট্রেনিং সেন্টার থেকে ড্রাইভিং ট্রেনিং-এর রেজিস্ট্রেশনের অ্যাপ্লিকেশন।
- সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশনে অ্যাড্রেস বদলের ইন্টিমেশন।
- দূতাবাসের গাড়ির রেজিস্ট্রেশনের আবেদন।
- দূতাবাসের গাড়ির নতুন রেজিস্ট্রেশন মার্ক-এর আবেদন।
- ভাড়া-কেনা ইত্যাদির Agreement-এর Endorsement
- ভাড়া-কেনা ইত্যাদির Agreement-এর টার্মিনেশন ।
আরও পড়ুন : পুলিশ আটকালে লাগবে না আর গাড়ির কাগজ -ডিজিট্যাল এপ্লিকেশন দিয়ে চলবে কাজ।
আধার নং না থাকলে কি হবে ?
আধার কার্ড অথেন্টিকেশান থাকলেই এই সমস্ত সুবিধা পাবেন।কিন্তু, যাঁদের এখনও আধার কার্ড এসে পৌঁছয়নি তারা এনরোলমেন্ট স্লিপ-এর আইডি-তেই কাজ হবে।
আরও পড়ুন : আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।