২০২১ এর নির্বাচনে সরকারে আসার পর একের পর এক নির্বাচনী ইস্তেহার পূরণ করে চলেছে রাজ্য সরকার। যদিও করোনা পরিস্থিতিতে রাজ্যের অন্যান্য চাপ প্রচুর। তবুও মানুষকে কে দেওয়া কথা পূরণে বদ্ধপরিকর মমতা ব্যানার্জির সরকার।
এবার কৃষকদের দেওয়া কথাও রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিগুন বৃদ্ধি করা হল ‘কৃষকবন্ধু প্রকল্পের ’ ( Krishak Bandhu Prakalpa ) ভাতা বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। বৃহস্পতিবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে সিলমোহর পড়েছে বলে খবর।
রাজ্য সরকারের ‘কৃষকবন্ধু’ প্রকল্পে এতদিন বছরে ৫ হাজার টাকা করে পেতেন কৃষকরা। একলপ্তে এই টাকা তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে পড়ত। এবার থেকে পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। রাজ্য সরকারের এই দরদী সিদ্ধান্তে স্বভাবতই খুশি কৃষকমহল।
কৃষকবন্ধু প্রকল্পের সুবিধে কি এবং স্ব-ঘোষণা পত্র দিয়ে কিভাবে আবেদন করবেন করবেন ।
রাজ্যে কৃষিক্ষেত্রে আরও উন্নয়নের জন্য বরাবর বাড়তি নজর রয়েছে সরকারের। কৃষিভিত্তিক রাজ্য বাংলায় সেটাই স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কৃষকদের পাশে দাঁড়াতে চালু করেছে কৃষকবন্ধু প্রকল্প।
‘কৃষকবন্ধু’ প্রকল্প সম্পূর্ণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত। বছরে ৫ হাজার টাকা পেতেন রাজ্যের সমস্ত কৃষক। ভোটের আগে তৃণমূল সুপ্রিমো কৃষকদের কথা দিয়েছিলেন, ক্ষমতায় ফিরলে এই ভাতার অঙ্ক বাড়ানো হবে। ক্ষমতায় ফিরে তাই সেই কথা রাখলেন।
বৃহস্পতিবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল নবান্নে। তাতেই কৃষকবন্ধু প্রকল্পে মাথা পিছু ভাতার অঙ্ক ৫ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার সিদ্ধান্তে সিলমোহর দেয় মন্ত্রিসভা।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ ২০২৩ | Bangla Sahayata Kendra Recruitment 2023 | BSK Recruitment 2023
রাজ্য সরকারের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের প্রতিযোগিতা বরাবরই ছিল। নির্বাচনী আবহে তা আরও বেড়েছিল।
ভোটের আগে বিজেপির তরফে কেন্দ্রীয় নেতা, মন্ত্রীরা এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বছরে ৬ হাজার টাকা করে ভাতা পাবেন কৃষকরা এবং যেহেতু গত ২ বছর ধরে কেন্দ্রের প্রকল্পটি চালু হওয়া সত্ত্বেও বাংলায় তা লাগু হয়নি ।
পাঁচ লক্ষ লোন নিয়ে শোধ করুন সাড়ে তিন লক্ষ ,বাকি দেবে রাজ্য সরকার।
তাই সবমিলিয়ে এককালীন ১৮ হাজার টাকা প্রতি কৃষককে দেওয়া হবে। একইসঙ্গে, বার্ষিক ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে সেই অঙ্ক ১০ হাজার করা হবে বলেও নির্বাচনী প্রতিশ্রুতি ছিল।
নির্বাচনে হেরে গিয়েছে বি যে পি সরকার। তাই প্রতিশ্রুতি পূরণ এর বাধ্যবাধকতা নেই।
কিন্তু রাজ্যের তৃতীয় তৃণমূল কংগ্রেস সরকার দ্বিগুণ টাকা ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতা বৃদ্ধি করে কৃষকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন।
শ্রীঘ্রই বাংলা কৃষকরা পাবেন পিএম-কিষাণ যোজনার এর ২ হাজার টাকা। অবশেষে কাটলো জটিলতা।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
1 thought on “দ্বিগুন হলো ” কৃষক বন্ধু প্রকল্পের” অনুদান – মন্ত্রিসভার অনুমোদন। বার্ষিক ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করা হল। West Bengal Krishak Bandhu Prakalpa”