কেন্দ্রীয় মোটর যানবাহন বিধিমালা ১৯৮৯-এ কিছু পরিবর্তন করা হয়েছে । ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির যাবতীয় নথির ডিজিটাল ফর্ম্যাট গ্রহন করার জন্য সব রাজ্য সরকারগুলিকে অনুরোধ জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী mobile application Digilocker ও mParivahan ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশান সার্টিফিকেট ও বিমার নথি দেখাতে পারবেন।
পি টি টি এই সূত্রে জানা যাচ্ছে দেশ জুড়ে ১ অক্টোবর থেকে এই নিয়ম লাগু হবে।
একই সাথে সেই নথির সত্যতা যাচাই করতে eChallan অ্যাপ ব্যবহার করবেন ট্রাফিক পুলিশ ও ট্রান্সপোর্ট দপ্তরের কর্মীরা।
নতুন নিয়মে রাস্তাঘাটে কাগজপত্রের ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র। এছাড়াও নতুন নিয়মে গাড়ির কাগজ আটকে রেখে পুলিশ হুমকি দিতে পারবেন না।
আইন মাফিক যে পরিমান টাকা চালান কাটা প্রয়োজন, তার থেকে পুলিশ একটি টাকাও বেশি চাইতে পারবে না।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করেই যেকোনো সময় গাড়ির মালিকরা রাস্তাঘাটে গাড়ির রেজিস্ট্রেশান সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফিটিনেস পার্মিট এবং পলিউশান পরীক্ষা সহ গাড়ি সংক্তান্ত সব আইনি কাগজ পত্র দেখাতে পারবেন।
এবার থেকে একগুচ্ছ কাগজ নিয়ে গাড়ির মালিকদের গাড়ির সাথে ঘুড়ে বেড়াতে হবে না। ডিজিটাল ফর্ম্যাটে সব নথি স্টোর করে রাখা যাবে।
আধার কার্ড হারিয়ে গেছে ? চিন্তা নেই , খুব সহজে পেয়ে যান নুতন একটি।
সরকারী কর্মীরা গাড়ির নিথি দেখতে চাইলে, রাস্তায় ডিজিটাল কপি দেখালে তা গ্রায্য করা হবে।
কিভাবে দেখানো যাবে গাড়ির ডিজিটাল নথি
তবে শুধুমাত্র Digilocker ও mParivahan এই দুটি অ্যাপ ব্যবহার করে ডিজিটাল নথি দেখানো যাবে
তবে এই তথ্য অন্য কোন অ্যাপ ব্যবহার করে দেখালে তা গ্রাহ্য হবে না।
Mobile Application Digilocker ও mParivahan এই দুটি অ্যাপ Android ও iOS ডিভাইসে প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
তবে বিবৃতিতে জানানো হয়েছে যে , এই ডিজিটাল নথি ইন্টারনেট কানেকশান ব্যবহার করে দেখালে তবেই গ্রাহ্য হবে।
এই নথি অফলাইনে দেখালে বা অ্যাপ এর স্ক্রিনশট দেখালে, তা ট্রাফিক পুলিশ অথবা পরিবহন দপ্তরের কর্মীরা গ্রাহ্য করবেন না ।
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- সেনাবাহিনীতে নিয়োগের নতুন স্কিম,৪ বছরের চাকরি,৬.৯ লক্ষ টাকা বেতন- Agneepath Scheme
- প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আপডেট, স্ট্যাটাস মেসেজ কিভাবে বুঝবেন ?
প্রত্যহিক জীবন যাপন এ গাড়ির সমস্ত কাগজ পত্র সঙ্গে রাখা ও তার সঠিক সংরক্ষণ ছিল বড়ই দুস্কর। ভুলে যাওয়ার সাথে সাথে হারিয়ে ফেলা তো সাধারণ সমস্যা। যা সমস্ত নাগরিকের জীবনযাপন এ আনবে আমূল পরিবর্তন।
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
কিছু গুরুত্বপূর্ণ পোস্ট :
নতুন রেশন কার্ড তৈরীর আবেদন পদ্ধতি জেনে নিন
জাতীয় ডিজিটাল স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য আইডি কার্ড কি ?
1 thought on “পুলিশ আটকালে লাগবে না আর গাড়ির কাগজ -ডিজিট্যাল এপ্লিকেশন দিয়ে চলবে কাজ।”