ঘূর্ণিঝড় এর জন্য ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন।

ঘূর্ণিঝড়

একের পর এক ঘূর্ণিঝড় এর মধ্যে পড়ছি আমরা বারবার। এগুলোর মধ্যেও আয়লা ,বুলবুল এবং আমফান অন্যতম। এবার আস্তে চলেছে যশ ঘূর্ণিঝড়। আমরা অনেকেই জানিনা আমাদের করণীয় কি, প্রস্তুতি কি। আমরা চেষ্টা করলাম ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় , এই ঘূর্ণিঝড়ের সময় সময় মাথায় রাখার জন্য। জেনে নিন Cyclone bulbul dos and donts এবং নিরাপদে থাকুন ।

ঘূর্ণিঝড় এর জন্য ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন।

দেখে নিন ২০ টি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা হিসেবে গুরুত্বপূর্ণ বিষয়। Cyclone Dos And Donts

1. টর্চ লাইট ও ব্যাটারি মজুদ রাখুন

2.পর্যাপ্ত মোমবাতি , দেশলাই , হ্যারিকেন জোগাড় করে রাখুন

3. A.অন্তত জন প্রতি 2 লিটার করে পানীয় জল 2 দিনের জন্য মজুদ করে রাখুন B. জল পরিশোধক অর্থাৎ ক্লোরিন ট্যাবলেট বা জিওলীন বা পটাসিয়াম পারমাঙ্গনেট জাতীয় কিছু রাখুন

4. কমপক্ষে 3 দিনের চাল, ডাল, তেল,আলু, ইত্যাদি কিছু বাজার 3 দিনের মতো মজুদ রাখুন..

5. গ্যাস বা কেরোসিন দেখে নিন আছে কিনা

6. বাচ্চার দুধ, নিজেদের প্রয়োজনীয় ওষুধ কিনে রাখুন

7. Ors , ও পাতলা পায়খানা ও বমি ও গ্যাস সংক্রান্ত রোগের প্রাথমিক ওষুধ রাখুন ।

8. ঝড়ের সময় কাঁচের জানালা থেকে দূরে থাকুন ।

9. A. কাঁচা বাড়ি বা টালি বা এসবেস্টস এর ঘর যাদের তারা , খাটের পায়ের নিচে 3/4 টি ইট দিয়ে উঁচু করে রাখুন , যাতে প্রয়োজনে তার নিচে সহজেই আশ্রয় নেওয়া যায়
B. কিছু জলের বোতল , বিস্কুট, কেক খাটের নিচেই রাখুন

10. খুব বিপদে মাথায় বালিশ চাপা দিয়ে ঘর থেকে বেরিয়ে পাকা আশ্রয়ে ছুটুন ।

আরও পড়ুন : অবশেষে বজ্রপাতের ভয় কাটলো , আগেই জেনে নিন কোথায় হবে বজ্রপাত।

11. মাথায় গামছা বেঁধে তার ওপর আলুমিনিয়ামের বা স্টিলের গামলা ধরে নিয়ে দৌড়ান ।

12. ছাতা ব্যবহার করবেন না ।

13. ঝড়ের সময় বাইরে বেরোনো থেকে বিরত থাকুন।

14. ফাঁকা জায়গায় থাকলে মাটির সাথে লেগে শুয়ে পড়ুন বা কিছুর আড়ালে থাকুন … তবে গাছের আড়াল না হওয়াই শ্রেয়।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গে বড়দের এবং বাচ্চাদের জন্ম সার্টিফিকেট কি ভাবে পাবেন ?

15. সামর্থবাণরা হেলমেট, মোটা দড়ি , কুড়ুল, টর্চ রাখুন , পাড়ায় দল বানান ও যাদের কাঁচা বাড়ি তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলুন ।

16. জলে থাকবেন না, এই সময়ে পুকুরের মাঝে যাওয়ায় বিপদজনক

17. বৈদ্যুতিন সরঞ্জাম বন্ধ রাখুন ।

18. মোবাইল , পাওয়ার ব্যাংক ফুল চার্জ করে রাখুন ।

19 . সমুদ্র তীরবর্তী হলে সাইক্লোন সেন্টার এ আশ্রয় নিন ।

20 . লোকাল থানা ও ফায়ার ব্রিগেডের নাম্বার জোগাড় করে রাখুন

আমাদের এই যশ ঘূর্ণিঝড় জন্য ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন (cyclone bulbul dos and donts )। পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের অন্যান্য পোস্ট গুলি দেখুন।

cyclone fani dos and donts

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আরও জানুন

UIDAI এর মতে বৈধ চার ধরণের আধার কার্ড গুলো কি কি ? 

স্ক্যান করার নুতন মোবাইল আপা সেলফ স্ক্যান -পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি উদ্যোগ।

2 thoughts on “ঘূর্ণিঝড় এর জন্য ২০ টি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন।”

Leave a Comment