করোনা পরিস্থিতি মোকাবিলায় আগামী ২১ দিন লকডাউনের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ৷ আজ দুপুরে সাংবাদিক বৈঠক করে গরিব, দিন মজুর, শ্রমিক পরিবারের সকলের জন্যই আর্থিক প্যাকেজ ঘোষণা করেন। এই প্রকল্পটি এর নাম দেওয়া হয়েছে Pradhanmanrti garib kalyan packege .
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
একই সঙ্গে করোনা মোকাবিলায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীদের জন্য মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ চাকরিজীবীদের জন্যও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী ৷ এছাড়াও এই আর্থিক প্যাকেজে এ উপকৃত হবে ৮০ কোটি গরীব মানুষ ।
কি কি থাকছে কেন্দ্রের এই প্রধান মন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজে।
১. 20 কোটি মহিলা জনধন যোজনা অ্যাকাউন্টে ৩ মাসের জন্য মাসিক ৫০০ টাকা করে দেওয়া হবে
২. 8.3 কোটি উজ্জ্বলা গ্রাহকদের আগামী ৩ মাস বিনামূল্যে সিলিন্ডার
৩.মাসিক ১৫ হাজারের কম বেতনভুগ কর্মচারীদের আগামী ৩ মাস পিএফ দেবে কেন্দ্র । PF থেকে নন রিফান্ড বেসিস এ 75% এডভান্স বা 3 মাস অগ্রিম বেতন (যেটা কম) সেটা তুলে নিতে পারবেন।
অসংগঠিত শ্রমিকদের জন্য পেনশন প্রকল্প কেন্দ্র সরকারের।
৪.নির্মাণ শ্রমিকদের ক্ষেত্রে আগামী ৩ মাস ৩১ হাজার কোটি টাকা কেন্দ্রীয় ফান্ড থেকে সাহায্য করতে রাজ্য সরকারগুলিকে নির্দেশ ।
৫. ৮০ কোটি গরিবের জন্য অন্নধন যোজনা, যার ফলে এঁদের সকলকে আগামী ৩ মাস অতিরিক্ত ৫ কেজি করে চাল-আটা ও ১ কেজি ডাল দেওয়া হবে ।
৭. ৮ কোটি ৭০ লক্ষ কৃষকদের জন্য এপ্রিলের শুরুতেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা ২ হাজার টাকা করে আর্থিক সাহায্য ।
সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?
৮. চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী, নার্স, চিকিৎসক ও আশা কর্মীদের জন্য জন্য ৫০ লক্ষ টাকার বিমা ।
করোনা আতঙ্কের মধ্যেই শ্রমিক দের জন্য নূতন প্রকল্প প্রচেষ্টা Prochesta Scheme
৯. একই সঙ্গে ১০০ দিনের কাজের মজুরি বৃদ্ধি করা হয়েছে৷ ১৮২ টাকা থেকে ২০২ টাকা করা হয়েছে৷
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের Corona Financial Help India বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Hamara name. Senaul Sekh
Vill.po new nagharia
Dist malda west bengal pin 732208
Amar barite onek broblem achea
Apnar kache onurod kichu help korun
Ac no 31804228478
Ifc sbin0015278
Kivabe aplay korbo dada bol
অনলাইন ফুল প্রশেশ কি হবে?