সত্যিই কি মুকুব তিন মাসের ইএমআই(EMI) ? রইল নানান প্রশ্নের উত্তর

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (RBI) করোনা ভাইরাসের মোকাবিলায় সাধারণ মানুষ এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য বিরাট ঘোষণা করেছে – Corona Emi News। মেয়াদি ঋণের ক্ষেত্রে ক্রেডিট স্কোরের উপরে কোনও প্রভাব না ফেলেও , ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট (EMI) পিছিয়ে দেওয়া জন্য ব্যাঙ্কগুলিকে অনুমোদন দেওয়ার কথা জানিয়েছেন আরবিআই (RBI)।

অর্থাৎ ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান অনুমোদন দিলে আগামী তিন মাসের জন্য ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট (EMI) দিতে হবে না ঋণ গ্রাহকদের। পরবর্তীকালে কিভাবে সেই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্ট (EMI) আদায় করা হবে , তা সংশ্লিষ্ট ব্যাঙ্ক ঠিক করবে।

সত্যিই কি মুকুব তিন মাসের ইএমআই(EMI) ? রইল নানান প্রশ্নের উত্তর

তবে উল্লেখযোগ্য, ইএমআই (EMI) মকুব কিন্তু নয়, পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

এবার প্যান কার্ড পাবেন নিমেষের মধ্যে। জানুন বিস্তারিত। Instant Pan Card

তবে এই ঘোষণার পরও , সাধারণ ঋণ গ্রহীতার মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে , নিম্নে সেরকমই কিছু সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

প্র-১: ইএমআই (EMI) কি সুম্পূর্ণরূপে মকুব, না আপাতপ স্থগিত?

উ: না এটাকে মুকুব না বলে বরং স্থগিত বলা হলেই সঠিক হয়। আপাতত আগামী তিন মাসের জন্য ইএমআই দিতে হবে না , তবে পরবর্তীকালে বকেয়া ইএমআই দিতেই হবে।

পাঁচ লক্ষ লোন নিয়ে শোধ করুন সাড়ে তিন লক্ষ ,বাকি দেবে রাজ্য সরকার।

বকেয়া ইএমআই (EMI) কী ভাবে দিতে হবে, তা নিজস্ব সিদ্ধান্তের উপর নির্ভর করছে। বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে এই নিয়ম আলাদাও হতে পারে।

প্র-২ : শুধুই কি ইএমআই-এর সুদ স্থগিত হবে, নাকি পুরো ইএমআই?

উ: এ বছরের পয়লা মার্চ থেকে যে সব ঋণের ইএমআই বাকি, শুধুমাত্র সেগুলির ক্ষেত্রেই এই ঋণ স্থগিত ঘোষণা হয়েছে। সুদ এবং আসল অর্থাৎ পুরো ইএমআই (EMI) আগামী তিন মাসের জন্য দিতে হবে না। তবে এই ছাড় ব্যাঙ্ক ঘোষণা করলে তবেই পাওয়া যাবে।

প্র-৩ : কোন কোন ধরনের ঋণের ইএমআই(EMI) আপাতত আগামী তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে?

উ: আরবিআই-এর ঘোষণা অনুযায়ী প্রায় সমস্ত ধরনের মেয়াদি ঋণের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে। অর্থাৎ যে সব ঋণ নির্দিষ্ট মেয়াদের মধ্যে মাসিক কিস্তিতে শোধ করার প্রতিশ্রুতি রয়েছে, সেই সব ঋণের ইএমআই এর ঋণ স্থগিত এর আওতায় আসবে। এর মধ্যে পড়ছে বাড়ি, গাড়ি, শিক্ষার জন্য নেওয়া ঋণ। এমনকি পার্সোনাল লোনের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তা ছাড়া ফ্রিজ, টিভি, মোবাইল, ল্যাপটপ, কম্পিউটারের মতো ইলেকট্রনিক্স ভোগ্যপণ্যের ঋণের ক্ষেতেও এই ছাড় পাওয়া যাবে।

প্র-৪: সমস্ত ব্যাঙ্ক থেকে কি এই সুযোগ দেওয়া হবে ?

উ: সমস্ত সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কই এই সুযোগ দেবে । আঞ্চলিক, গ্রামীণ, কো-অপারেটিভ ব্যাঙ্কও এর আওতায় পড়ছে ।এছাড়াও যে কোনও ঋণপ্রদানকারী আর্থিক প্রতিষ্ঠান ও গৃহঋণ প্রদানকারী সংস্থাও এই সুবিধা দেবে।

প্র-৫: ইএমআই(EMI) দেওয়ার সময় হয়ে এসেছে। তাহলে কি অ্যাকাউন্ট টাকা কেটে নেওয়া হবে ?

উ: বর্তমানে আরবিআই (RBI) ব্যাঙ্কগুলিকে শুধুমাত্র নির্দেশ দিয়েছে। প্রতিটি ব্যাঙ্ক আলাদা ভাবে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর অর্থ, আপনার ইএমআই(EMI)-এর কাটার তারিখের আগে ,আপনার ব্যাঙ্ক সিদ্ধান্ত না নিলে বা আপনাকে না জানালে এ মাসের ইএমআই স্বয়ংক্রিয় পদ্ধতিতেই কেটে যাবে।

প্র-৬: কিভাবে জানা যাবে যে ইএমআই স্থগিত হয়েছে কি না ?

উ: এবিষয়ে আরবিআই (RBI) এর পক্ষ থেকে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সেটা প্রকাশ্যে এলে তার পরেই বিষয়টি আরও স্পষ্ট হবে।

প্র-৭: ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ঋণ নিলে তার ক্ষেত্রে কী হবে?

উ: ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নিয়ম , অর্থাৎ আপাতত আগামী তিন মাসের জন্য ইএমআই (EMI) দিতে হবে না। শুধুমাত্র মেয়াদি ঋণ হিসেবে নিলেই এই সুবিধা পাওয়া যাবে, সেটা যে কোনও কারণেই নেওয়া হোক। আপনার ব্যাঙ্ক সিদ্ধান্ত নিলেই আপনি তার যোগ্য। তবে এককালীন ঋণ পরিশোধের শর্ত থাকলে তাতে ছাড় মিলবে না।

প্র-৮: আপনাকে কি ব্যাঙ্ক কিছু জানাবে এই বিষয়ে?

উ: ব্যাঙ্কের পরিচালন বোর্ডে এ নিয়ে আলোচনার পর, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন। সেটা হয়ে গেলে কাস্টমারদের ফোন করেও জানানো হতে পারে।

প্র-৯: এই নিয়ম কি ক্রেডিট কার্ডের বকেয়া বা ইএমআই এর ক্ষেত্রেও প্রযোজ্য ?

উ: ক্রেডিট কার্ডের ঋণ যেহেতু মেয়াদি ঋণ বিভাগে পড়ে না, তাই সে ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

সত্যিই কি মুকুব তিন মাসের ইএমআই(EMI) ? রইল নানান প্রশ্নের উত্তর

আমাদের Corona Emi News  বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

2 thoughts on “সত্যিই কি মুকুব তিন মাসের ইএমআই(EMI) ? রইল নানান প্রশ্নের উত্তর”

  1. মাইক্রো ফিন্যান্সের ক্ষেত্রে কি এই নির্দেশাবলী অনুসরণ করা হবে?

    Reply

Leave a Comment