Banglarbhumi Mobile App Jomir Tothya : পশ্চিমবঙ্গের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর জমির তথ্য জানার জন্য একটি নুতুন মোবাইল এপ্লিকেশন নাগরিকদের জন্য নিয়ে এসেছে। এই এপ্লিকেশন টি এন্ড্রোয়েড মোবাইল এ ইনস্টলড করে আপনি খুব সহজেই আপনার ভূমি ভূমির তথ্য জানতে পেরে যাবেন। এই মোবাইল এপ্লিকেশন টি ২৪ ঘন্টা বাব্যাহর করা যাবে। তিনটি ভাষাতে (বাংলা, ইংরেজি ও দেবনাগরী ) এই এপ্লিকেশন টি বাব্যাহার করতে পারা যাবে।
জমির তথ্য এতদিন শুধুমাত্র Banglarbhumi ওয়েবসাইট থেকে জানা যেত , এখন থেকে এই এপ্লিকেশন থেকেও জানা যাবে। এই এপ্লিকেশন টি বাব্যাহার করে একজন নাগরিক মোট ৬ টি সুবিধে পাবেন জমির তথ্য সংক্রান্ত ।প্রতিটি সুবিধে নিম্নে আলোচনা করা হলো :
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
৬ টি অপসন এর আলোচনা নিম্নরূপ :
খতিয়ান তথ্য : এই অপসন এর মাধ্যমে আবেদনকারী একটি মৌজার নির্দিষ্টি খতিয়ান নং দিয়ে , খতিয়ান মালিকের সেই মৌজার সমস্ত জমির বিবরণ পেয়ে যাবেন , যেমন খতিয়ান এর মালিকের নাম, পিতা বা স্বামীর নাম, মোট জমির পরিমান , ঠিকানা ইত্যাদি।
প্লট তথ্য : এই অপসন বাব্যাহার করে ,ওই প্লটে বিভিন্ন মালিকানার নাম , শেয়ার খতিয়ান নং জানতে পারা যাবে। এছাড়া এখন থেকে জমির প্রকৃতি ও পরিমান জানা যাবে।
এল আর আর এস : এই অপসন এর মাধ্যমে হাল এবং সাবেক দাগের মধ্যেও রূপান্তর করা যাবে। অর্থাৎ হাল দাগ দিয়ে সাবেক দাগ এবং সাবেক দাগ দিয়ে হাল দাগ বের করা যাবে।
ফী বিবরণ : এখান থেকে জমির (পরিবর্তন , রূপান্তর এবং ওয়ারিস) সরকারি প্রসেসিং ফী ,কোনো নির্দিষ্ট প্লটের কতো লাগবে তা জানা যাবে।
অফিস বিবরণ : জেলা এবং মহকুমায় অবস্থিত ভূমি দপ্তরের অফিসের অবস্থান এবং যোগাযোগ করার তথ্য জানা যাবে।
কেস স্টেটাস : এখান থেকে জমির পরিবর্তন বা রূপান্তরের কেস স্টেটাস বা শুনানির দিন ইত্যাদি বিষয়ে জানা যাবে।
এই এপ্লিকেশন টি কিভাবে ব্যবহার করবেন জানার জন্য এই ভিডিও টি দেখে নিন।
ভিডিও দেখান জন্য এখানে ক্লিক করুন।
জমির তথ্য এপ্লিকেশন টি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
Sir’s, How to print Land Searching report? Please help.
Mr. Joydeep check this video until end and you will get your answer Click Here
নদীতে অবৈধভাবে বালি পাঁচার হচ্ছে
ঠিকানা । আলিপুরদুয়ার ব্লক টু তে
মহাকালগুড়ি জিপি । কাঁঠাল তলা রায়ডাক নদীর উপর ।
জেসিবি + ডাম্পার দিয়ে ।