পশ্চিমবঙ্গ সরকার বাজেটে দুটি নুতন প্রকল্প সূচনা করলেন তফসিলি জাতি, উপজাতি এবং আদিবাসীদের উন্নয়নের জন্য। এর ফলে রাজ্য সরকারের আরো দুটি সামাজিক বার্ধক্য ভাতার প্রকল্প বেড়ে গেলো। এই দুটি প্রকল্পের আওতায় তফসিলি জাতি এবং উপজাতির বৃদ্ধরা মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন। ‘বন্ধু’ ও ‘জয় জহর’ – Bandhu and Joy Johar
সোমবার রাজ্য বাজেটে অর্থমন্ত্রী অমিত মিত্র ঘোষণা করেন, রাজ্যের তফসিলি জাতির বয়স্ক মানুষের কথা মাথায় রেখে সরকার ‘বন্ধু’ প্রকল্প নামের একটি প্রকল্প গ্রহণ ঘোষণা করছে। এই প্রকল্পে ৬০ বছরের বেশি বয়সের তফসিলি বৃদ্ধ, যাঁরা অন্য কোনওরকম ভাতা পান না, তাঁদের প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা দেওয়া হবে। অর্থমন্ত্রীর ঘোষণা, এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন আনুমানিক ২১ লক্ষ মানুষ। এই প্রকল্পের ব্যয় বাবদ বরাদ্দ করা হচ্ছে ২ হাজার ৫০০ কোটি টাকা।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
একই রকমের একটি প্রকল্প ঘোষণা করা হয়েছে তফসিলি উপজাতি এবং আদিবাসী মানুষদের জন্য। এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘জয় জহর’ প্রকল্প। যাঁর অধীনে আদিবাসী সমাজের ৬০ বছরের বেশি ১০০ শতাংশ মানুষ(যাঁরা অন্য কোনও ভাতা পান না) মাসে ১ হাজার টাকা করে বার্ধক্যভাতা পাবেন। এই প্রকল্পে উপকৃত হবেন ৫ লক্ষ মানুষ। এবং এর জন্য আগামী অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৫০০ কোটি টাকা।
সামাজিক সুরক্ষা যোজনা কি , কেন এবং কিভাবে আবেদন করবেন ?
অর্থমন্ত্রীর এই ঘোষণার ফলে রাজ্যের তফশিলি এবং আদিবাসী সমাজের মোট ২৫ লক্ষ পরিবার উপকার পেতে চলেছে। এছাড়াও রাজ্যে তফশিলিদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ও ঘোষণা করা হয়েছে। আদিবাসী উন্নয়নে ৯৩৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
আমাদের bandhu and joy johar scheme বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আবেদন কি ভাবে করাজায় জানালে উপকৃত হব
contact bdo office or otg bangla youtube channel.
Joy bangla pension mobile theke form filap hobe
Jania dou
online suru hole janiyea debo , apni otg bangla youtube channel e chokh rakhun.
Thaku dada
Welcome
Taposili bondhu prokalpe apply korte hole naki ma er baper bongsher karo lagbe nijer cheler diye naki hobe na please please akhtu sartti ta bolben
babar khetra nijer cheler dilei hobe , but mayear kkhetra baper barir documents lagbe. asole caste sobsomoy father er relation theke established hay.