ভোটার কার্ড এখন অনলাইনেই , নুতন ,ভুল সংশোধন অথবা ট্রান্সফার।

ভারতবর্ষে  ভোটার কার্ড অন্যতম গুরুত্বপূর্ণ নাগরিক পরিচয়-পত্র। কিন্তু অনেক সময়
করব করব করে  তা করা হয় না। শুধু তাই নয় , ভোটার কার্ড হারিয়ে গেলে , ভুল সংশোধন করার দরকার হলে বা স্থানান্তারিত করতে হলে , অনেক ঝামেলা বলে , তা করবো করবো করা করা হয়ে উঠে না।

ভোটার কার্ড
ভোটার কার্ড

আপনারা জানেন বর্তমানে সমস্ত সরকারি প্রকল্প পরিষেবা ডিজিটাল হচ্ছে। তার ফল স্বরূপ নির্বাচন কমিশনের অসাধারণ সিদ্ধান্ত এবার থেকে বাড়িতে বসেই বানিয়ে ফেলতে পারবেন ভোটার আইডি কার্ড। শুধু বানিয়ে ফেলাই নয়, ভোটার কার্ড এক্সচেঞ্জ করা, ঠিকানা বদল সবকিছুই করা যাবে অনলাইন এর মধ্যেমে ।

কিভাবে অনলাইন এ আবেদন করবেন ?

ভোটার আইডি নুতুন ,সংশোধন অথবা স্থানান্তরিত করার জন্য প্রথমে আপনাকে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.nvsp.in/) এ যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এর প্রথম পাতাতেই নিচের ছবির মতো দেখতে পাবেন , সবকটি অপসন।

ভোটার কার্ড
ভোটার কার্ড আবেদনের বিভিন্ন ফর্ম

এখান থেকে আপনার দরকার মতো , অপশনে ক্লিক করে , প্রয়োযনীয় তথ্য পূরণ করতে হবে। তারপর আপনাকে তথ্য অনুযায়ী সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে।যেমন- ছবির স্ক্যান্ড কপি, বয়সের প্রমান পত্র, আর ঠিকানারা প্রমান।

আমাদের ইউটুবে চ্যানেল সমস্ত বিষয় টি ভিডিও তে করে দেখানো আছে , এখানে ক্লিক করে দেখে নিন

আপনাদের আবেদন করার পরে ইলেকশান কমিশনের অফিসার আপনারা ডকুমেন্ট দেখবেন। আপনি বাড়িতে বসেই  Track Application  করে জানতে পারবেন , আপনার আবেদনের স্থিতি। আর যদি সব কিছু ঠিক থাকে তবে ১ মাসের মধ্যে আপনারা ভোটার আইডি কার্ড আপনার বাড়িতে পোস্ট করে দেওয়া হবে।

আমাদের এই পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

6 thoughts on “ভোটার কার্ড এখন অনলাইনেই , নুতন ,ভুল সংশোধন অথবা ট্রান্সফার।”

  1. VOTER CARD ONLINE A APPLICATION HOY KINTU KAJER KAJ KICHU HOY NA
    AJ THEKE AMI 5 MONTH AGE EKTA VOTER CARD APPLY KORECHI KINTU AKHON POROJONTO 4 TA STEP ER MODDHE 1ST STEP A PORE ACHE. REFERENCE NO (OKL402375774)

    Reply
    • dekhun govt process na korle to kichu korar nei , ekbar office e khoj nin. anek office chalu koreche abar aneke thikthak chalu koreni. ekbar offive giyea contact kore dekhun .

      Reply

Leave a Comment