পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মেধাবী ছাত্র ছাত্রী দের জন্য নতুন ৩টি বৃত্তি প্রকল্প রয়েছে । এই বৃত্তি প্রকল্পের নাম Aikyashree Scholarship নামে নামাঙ্কিত করা হয়েছে । এই বৃত্তির জন্য online application করতে হয়।
একদম প্রথম থেকে দশম শ্রেণি, একাদশ শ্রেণি থেকে পিএইচডি কোর্স এবং পেশাদারি ও কারিগরি কোর্সের সংখ্যালঘু মেধাবী পড়ুয়ারা এই ঐক্যশ্রী বৃত্তির জন্য বিবেচিত হবেন।
সরকারি অন্যান্য স্কলারশিপ গুলো বিস্তারিত
বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, মুসলিম, পার্সি এবং শিখ সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের জন্য এই বৃত্তি। মূলত তিনটি আলাদা আলাদা নামে এই বৃত্তি দেওয়া হবে। ‘প্রি-ম্যাট্রিক স্কলারশিপ’ , ‘পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ’ এবং ‘মেরিট কাম মিনস স্কলারশিপ’ এই তিনটি ভাগে বিভক্ত।
নিম্নে ঐক্যশ্রী বৃত্তি যোজনা এর তিন প্রকারের বিস্তারিত বিবরণ দেওয়া হলো।

‘প্রি-ম্যাট্রিক স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ ।
প্রথম থেকে নবম শ্রেণীর ছাত্র ছাত্রী শ্রেণীর দের জন্য
করা পাবেন এই বৃত্তি : যে সমস্ত ছাত্র ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করছেন। পারিবারিক বার্ষিক আয়ের পরিমান সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত।
বৃত্তির পরিমান : বাৎসরিক ১১০০ টাকা থেকে ১১০০০ হাজার টাকা বৃত্তি প্রকৃত খরচের সাপেক্ষে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
‘পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ ।
একাদশ থেকে পিএইচডি কোর্সের জন্য ।
কারা পাবেন এই বৃত্তি : যে সমস্ত ছাত্র ছাত্রী রা পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক , এই এই টি ,ডিপ্লোমা, স্নাতক , স্নাতকোত্তর , এম ফিল, বি এড ইত্যাদি কোর্স পড়াশুনা করছে। পারিবারিক বার্ষিক আয়ের পরিমান সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত।
বৃত্তির পরিমান : বাৎসরিক সর্বাধিক ১৬,৫০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
‘মেরিট কাম মিনস স্কলারশিপ’ ঐক্যশ্রী স্কলারশিপ
পেশাদারি ও কারিগরি কোর্স এ পাঠরত ছাত্র ছাত্রী দের জন্য।
কারা পাবেন এই বৃত্তি : পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। ছাত্র ছাত্রী কে রাজ্য সরকার স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর / কারিগরি বা পেশাদারি কোর্স এ পড়াশুনা করতে হবে।
পশ্চিমবঙ্গ বা পশ্চিমবঙ্গের বাইরে থেকে আইআইটি, আইআইএম, এনআইটি, এনআইএফটি, আইআইএফটি ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশুনো করলেও Aikyashree Scholarship Online Application জন্য তা গ্রাহ্য হবে। এ ক্ষেত্রে তাদের বার্ষিক পরিবারের আয় ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে হবে।
বৃত্তির পরিমান : বাৎসরিক সর্বাধিক ৩৩,০০০ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে।
এই Minority Scholarship আর একটি সুযোগ দেওয়া হচ্ছে, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের পড়ুয়াদের টিউশন ফি পরিশোধ করা হবে। সেই তালিকার জন্য একটি নির্দিষ্ট ওয়েবসাইটে তথ্য দেওয়া হয়েছে। www.wbmdfc.org এই ওয়েবসাইটে উক্ত প্রতিষ্ঠানগুলির নাম ঘোষণা করা থাকবে বলে জানানো হয়েছে।
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত জাতীয় সংগতি তথা মেধা বৃত্তি প্রকল্প -NMMSE 2021
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ২০২৩ | বিকাশ ভবন স্কলারশিপ ২০২৩ | সম্পূর্ণ আবেদন পদ্ধতি
- সংখ্যালঘু পড়ুয়া দের ঐক্যশ্রী বৃত্তি যোজনা – Details of Aikyashree Scholarship Online Application
ঐক্যশ্রী বৃত্তি যোজনা এর জন্য জরুরি নির্দেশিকা।
- পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী ছাত্র ছাত্রী- ই যোগ্য বলে বিবেচিত হবে।
- আবেদনকারীকে শেষ পরীক্ষায় কমপক্ষে ৫০ শতাংশ নম্বর পেতে হবে ( প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয় )
- একজন পড়ুয়া একটি প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পাবেন।
- আবেদন রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে মাত্র একটি মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।
- তবে প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে দুটি মোবাইল নম্বর দেওয়া যাবে।
- ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি সহ অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড আবেদন পত্রে উল্লেখ করতে হবে।
- আবেদন করার পর আবেদনকারীকে আবেদন পত্রের প্রিন্ট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে জমা দিতে হবে।
এই আবেদনপত্র জমা দেওয়া ১ অগস্ট থেকে শুরু হয়েছে। জমা দেওয়ার শেষ তারিখ ১৫ অক্টোবর, ২০২০।
যে সমস্ত ছাত্রছাত্রী ২০১৯-২০ সালে ইতিমধ্যেই minority scholarship / ঐক্যশ্রী স্কলারশিপ পেয়েছেন, তাঁরা কেবল রিনিউয়াল বিভাগেই আবেদন করতে পারবেন।
ঐক্যশ্রী স্কলারশিপ এর বিশেষ হেল্প লাইন নং
- কোনো সমস্যা হলে হেল্পলাইন নং : 1800-120-2130
- হোয়াটস্যাপ নং : 8017071714
- টেকনিক্যাল হেল্পলাইন : 6290875550
এখানে ক্লিক করুন Aikyashree Scholarship Online Application করার জন্য

Aikyashree scholarship এপ্লিকেশন এর স্থিতি জানতে এখানে ক্লিক করুন ।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

আমাদের এই Minority Scholarship পোস্ট টি ভালো লাগলে , অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
Taka