Agricultural Machinery Subsidy In West Bengal- কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান

কৃষকের কৃষি কাজে সহায়তার জন্য কৃষি যন্ত্রপাতি (Agricultural Machinery)  কেনার জন্য সরকারি অনুদান প্রকল্প |এই প্রকল্পের অধীনে কৃষক কৃষি যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে সরকারি 35% – 50% অনুদান পেয়ে থাকে |সরকারি অনুদান প্রকল্পে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে | প্রতিবছরই জুন-জুলাই থেকে অক্টোবর-নভেম্বর মাসের মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া চালু হয় | 2020 – 2021 বছরে আবেদন ১৭ ই অগাস্ট থেকে ১ লা সেপটেম্বর  বৈকাল 3.00 টে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে, পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তরের “মাটির কথা” অফিশিয়াল ওয়েবসাইট থেকে | এছাড়া নিকটবর্তী তথ্য মিত্র কেন্দ্র থেকে আবেদন করা যাবে।

কোন কোন কৃষি প্রকল্পের জন্য আবেদন পত্র গ্রহণ করা হবে

  • কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প ( FSSM )
  • ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI )
  • কৃষি যন্ত্রাদির ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প ( CHC )
Agricultural Machinery Subsidy In West Bengal- কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান

প্রকল্প গুলির সংক্ষিপ্ত বিবরণ

কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প / Financial Support Scheme for Farm Mechanization ( FSSM )

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন | এছাড়াও তিনি বিগত 5 বছরে কৃষি যন্ত্রপাতি প্রকল্পের কোন সুযোগ নেননি |ট্রাক্টর নিতে ইচ্ছুক কৃষক 2.5 একর এবং পাওয়ার টিলার নিতে ইচ্ছুক কৃষকের 1.5 একর জমির মালিকানা থাকতে হবে |

FSSM প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষি যন্ত্রপাতির তালিকা ও ভর্তুকির পরিমাণ 

Agricultural Machinery Subsidy In West Bengal- কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প / One Time Assistance – Small Farm Implements ( OTA – SFI )

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক । সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক । এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবে ।এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি ।

এই প্রকল্পের অধীনস্থ কৃষি যন্ত্রপাতির তালিকা

agricultural machinery

ভর্তুকির পরিমাণ – মোট দামের 50% বা 10 হাজার টাকার মধ্যে যেটি নিম্নতর

কৃষি যন্ত্রাদি (Agricultural Machinery) ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প / Custom Hiring Centre ( CHC)

কৃষি যন্ত্র ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য 20 লক্ষ টাকা থেকে 200 লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ধরা হয় | 40% বা 80 লক্ষ টাকা পর্যন্ত এই স্কিমে ভর্তুকি পাওয়া যায় | ২০২০-২০২১ আর্থিক বর্ষে এই ভর্তুকির পরিমান ১ কোটি টাকা করা হয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন

যে কোন ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক শ্রেণীর কোন কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠীর ফারমার্স, স্বনির্ভর গোষ্ঠীর অধীন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং কৃষক স্বার্থ গোষ্ঠীর সদস্য এই প্রকল্পের সুযোগ নিতে পারবে|

এছাড়া তিনি বিগত পাঁচ বছরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের কোন সুযোগ নেননি |

প্রকল্পের অন্তর্ভুক্ত কৃষি যন্ত্রপাতির তালিকা

agricultural machinery

বিভিন্ন প্রয়োজনীয় তথ্যের লিংক নিম্নরূপ।

অনলাইন এ আবেদন করার জন্য এখানে ক্লিক করুন।

ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প ( OTA – SFI ) এর আবেদন পত্র এখানে ক্লিক করুন।

কৃষি যন্ত্রপাতি নেওয়ার জন্য ২০২০-২১ আর্থিক বৎসরের আবেদন পদ্ধতি।

আন্ডারটেকিং ফর্ম এর জন্য এখানে ক্লিক করুন।

সরকারি মেমোরেন্ডাম এর জন্য এখানে ক্লিক করুন।

২০২০-২১ সালের কৃষি যন্ত্রপাতির গাইডলাইন এর অনন্য এখানে ক্লিক করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।

cyclone fani dos and donts

আমাদের এই কৃষি যন্ত্রপাতি বিষয়ক পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

5 thoughts on “Agricultural Machinery Subsidy In West Bengal- কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান”

  1. Ami kata harbastar kinta chai kintu kinta parchi na hata taka ni anaka kono bank loan dicha na tai ami kinta parchi na ami akjon MLA kacha gachilam kono kaj hoyni ami ki korbo bolun

    Reply

Leave a Comment