এতদিন যে কোন ব্যক্তি অন্য যে কোন WhatsApp গ্রাহককে যে কোন গ্রূপে যোগ করতে পারত। এর ফলে অজান্তে অনেক গ্রূপে ঢুকে পড়তেন অনেকে। এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছে WhatsApp। বুধবার WhatsApp জানিয়েছে নতুন ফিচারে কোন গ্রূপে অ্যাড করতে গেলে গ্রাহকের সম্মতি বাধ্যতামুলক হয়েছে। লোকসভা ভোটের আগে ভুয়ো খবর প্রচার রুখতে একের পর এক নতুন ফিচার যোগ করেছে বিশ্বের এক নম্বর মেসেজিং কোম্পানিটি। নতুন এই ফিচার ভুয়ো খবর প্রচার রুখতে WhatsApp কে আরও এক কদম এগিয়ে দিল।
WhatsApp Group Security Settings Steps
নিজেকে যে কোন WhatsApp গ্রূপে যোগ হওয়া থেকে বিরত রাখতে Settings মেনুর Account > Privacy > Groups অপশানে গিয়ে Nobody, My Contacts অথবা Everyone সিলেক্ট করতে হবে।
Nobody সিলেক্ট করলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রূপে অ্যাড করতে পারবেন না। My Contacts সিলেক্ট করলে একমাত্র আপনার কনট্যাক্টে থাকা ব্যাক্তি আপনাকে কোন
গ্রূপে যুক্ত অ্যাড করতে পারবেন। Everyone সিলেক্ট করলে যে কোন WhatsApp গ্রাহক এই কাজ করতে পারবেন।
টেকনোলজি এর খবর জানতে এখানে ক্লিক করুন
Nobody সিলেক্ট করা থাকলে কোন ব্যাক্তি আপনাকে কোন গ্রূপে অ্যাড করতে চাইলে প্রথমে প্রাইভেট চ্যাটে ইনভাইটেশন লিঙ্ক পাঠাতে হবে। তিন দিনের মধ্যে এই লিংকের ক্লিক করে গ্রূপে জয়েন করা যাবে।
- অ্যাপের মাধমে বাংলা আবাস যোজনা লিস্ট ২০২৪ – লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য , Bangla abas yojana list 2024
- সারা ভারত জুড়ে ইন্টার্নশিপ স্কিমে চাকরির সুযোগ পাবেন ৯০ হাজার শিক্ষার্থী New PM Internship Scheme 2024
- দুর্দান্ত স্কলারশিপ , মাধ্যমিক যোগ্যতা। আবেদন শুরু অনলাইনে। Oasis Scholarship Online Application
- মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে নবান্ন স্কলারশিপ এখন আরও সহজে – Nabanna Scholarship Online Application
- স্টুডেন্ট ক্রেডিট কার্ডের পর এবার ভবিষ্যৎ ক্রেডিট কার্ড। এককালীন ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা।
বুধবার থেকে এই আপডেট সব WhatsApp গ্রাহকের কাছে পৌঁছে যাবে। ধাপে ধাপে বিশ্বব্যাপী সব গ্রাহকের কাছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এই আপডেট পৌঁছে দেবে WhatsApp।
আমাদের এই WhatsApp Security Settings পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।
আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।
asraful8448233@gmail.com