আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ দেখে নিন মোবাইল অথবা কম্পিউটার থেকে

MGNREGA ( Mahatma Gandhi National Rural Employment Guarantee Act) – অর্থাৎ ১০০ দিনের কাজের যে অধিকার -এ আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ আপনি দেখে নিতে পারেন আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে। এটা জানার জন্য  প্রথমে আপনি নির্দিষ্ট ওয়েবসাইট এ যাবেন। তারপর আপনার নিচের ছবির মতো ওয়েবসাইট ওপেন হয়ে যাবে।

Website : এখানে ক্লিক করুন 

জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ

ছবির ডান দিকে যে লাল রঙের বৃত্ত আছে এবং Job Cards লিখা আছে ওখানে ক্লিক করুন এবং পরের পেজে গিয়েও নিজের রাজ্য সিলেক্ট করুন ।

জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ

এরপর নিচের পেজ টি চলে আসবে , এখানে আপনি আপনার আর্থিক বৎসর ,জেলার নাম, ব্লকের নাম, পঞ্চায়েত এর নাম প্রদান করে , প্রসিড বাটন এ ক্লিক করুন।

জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ

এরপর আপনার পঞ্চায়েত এলাকার সমস্ত জব কার্ড হোল্ডার এর নামের লিস্ট চলে আসবে , সেখান থেকে আপনার নাম বেঁচে নিয়ে, আপনার জব কার্ডের নম্বর এর উপর ক্লিক করুন।

এরপর আপনি আপনার জব কার্ডের সমস্ত ডিটেলস দেখতে পাবেন।

কোনরূপ সমস্যা হলে আমাদের নিচের ভিডিও টি দেখে নিন।

আমাদের এই পোস্ট টি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করুন , আমরা আপনাকে সাহায্য করবো।

18 thoughts on “আপনার জব কার্ডের সুম্পূর্ণ বিবরণ দেখে নিন মোবাইল অথবা কম্পিউটার থেকে”

  1. আমি জব কার্ড করতে চাই! আমি জব কার্ড পাওয়ার উপযুক্ত, এর জন্য কোথায় এবং কিভাবে যোগাযোগ করতে হবে, যদি জানান তাহলে খুবই উপকৃত হই!

    Reply
  2. আমার জানার বিষয় হল যাদের জবকারড আছে এবং বয়স ৬০+ আর কাজ করতে পারেনা তাদের সরকারি ভাবে কি কোন বেবসতা আছে না তারা না খেয়ে মরবে। গরিব লেখাপরা না জানা মানুষগুলোর বারধকক ভাতাও তো পায়না যা কোটা আসে তাতে সাবার জুটেনা। কি করব কোথায় আবেদন করব মেমবার পরধান ছাড়া

    Reply
    • বার্ধক্য ভাতা আছে তো ,আর আপনাকে তো সরকারি ব্যাবস্থা অনুযায়ী পঞ্চায়েত স্তর থেকে উপরের দিকে যেতে হবে।

      Reply
  3. Babar name job card ache otate amar name ache kintu ami amar name alada kore banate chai ki kore hobe janale upokar hoy.

    Reply
  4. আমি গত দুমাস আগে পঞ্চায়েত সদস্য এর কাছে জব কাডের ফরম ফিলাফ করে জমা দিয়েছি এবং তার সাথে সবরকম ডকুমেন্ট দিয়েছি কিন্তু দুমাস হয়ে গেলেও এখনো জব কাডের লিষ্টে নাম পাওয়া যায়নি তাহলে আমি কত দিন পর লিস্ট নাম দেখতে পাবো

    Reply

Leave a Comment