অবশেষে বজ্রপাতের ভয় কাটলো , আগেই জেনে নিন কোথায় হবে বজ্রপাত।

Damini Lightning Alert App : আপনারা জানেন ভারতের অনেক মানুষই মারা যান বজ্রপাতের কারণে। তারই সমস্যা সমাধানের চেষ্টা চলছিল অনেকদিন ধরেই। অবশেষে ‘ দামিনী – Damini Lightning Alert ’ নামক একটি ফ্রি মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেটিরিওলজি ( আই আই টি এম -IITM) । এই মোবাইল এপ্লিকেশন টি আপনাকে বাজ পড়ার ৩০ থেকে ৪৫ মিনিট আগে সাবধান করে দেবে। অ্যাপটি লঞ্চ করলেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিজয় ভাটকর আই আই টি এম (IITM) পুনের ৫৭ তম প্রতিষ্ঠা দিবসে । এই মোবাইল এপ্লিকেশন টির নাম হলো দামিনী এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে একদম বিনামূল্যে।

অবশেষে বজ্রপাতের ভয় কাটলো , আগেই জেনে নিন কোথায় হবে বজ্রপাত।
প্রতীকী ছবি

এই প্রকল্প শুরু করেছে কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রক। ভারতে সর্বমোট ৪৮ টি বাজ সনাক্তকরণ সেন্সর বসানো আছে ,যার মধ্যে সবচেয়ে বেশি রয়েছে হিমালয়ের পাদদেশ এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে, যেখানে সব থেকে বেশি বাজ পড়ার ঘটনা লক্ষ্য করা যায়। মার্চ থেকে মে মাসের মধ্যেই দেশের সবচেয়ে বেশি বাজ পড়ার ঘটনা দেখা যায়। তাই আরো কিছু সেন্সর লাগানোর চেষ্টা চলছে। কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেটিরিয়োলজি ( আইআইটিএম ) এবং আর্থ সায়েন্স সিস্টেম অর্গানাইজেশন (এসো) বাজ সনাক্তকরণ সেন্সর গুলো বিভিন্ন জায়গায় বসাচ্ছে।

মোবাইল এপ্লিকেশন টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

damini lightning alert
দামিনী এপ্লিকেশন এর স্ক্রিনশট

আমজনতা ওই অ্যাপের মাধ্যমে বজ্রপাত সম্পর্কে সতর্কবার্তা পেতে পারেন। ঠিক কোথায় বাজ পড়বে, ওই অ্যাপ সেটা নির্দিষ্ট করে বলতে পারবে না। যেখানে সেন্সর রয়েছে, তার ২০-৪০ কিলোমিটারের মধ্যে বজ্রগর্ভ মেঘ এবং তার মধ্যে বিদ্যুৎ সঞ্চার হচ্ছে কি না, সেটাই বলবে সেন্সর। ‘‘ যত বার বিদ্যুৎ চমকায়, প্রতি বারেই বাজ হয়ে তা মাটিতে আছড়ে পড়ে না। কোন এলাকায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে, সেটা বলা যেতে পারে। ঝড়বৃষ্টির পূর্বাভাস দিতেও এই সেন্সর কাজে লাগবে।

আবহাওয়া দ্রুত পরিবর্তন এখনকার দিনে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এর সঙ্গে মোকাবিলা করাও অনেক সময় সম্ভব হয় না। তাই আমাদের আগে থেকেই সতর্ক থাকতে হবে আবহাওয়া পরিবর্তন নিয়ে। খরা এবং বন্যা দেশের কৃষকদের জন্য একটি বড় অভিশাপ, এমনকি পৃথিবীর সবচেয়ে বড় টেকনোলজিও কিছু করতে পারবে না যদি আমরা আগে থেকে কোন সতর্কতা না গ্রহণ করি এর জন্য।


বিজয় ভাটকার তার বক্তিতায় বললেন

সরকারি সুযোগ সুবিধের কথা জানার জন্য এখানে ক্লিক করুন।

উনার কথা অনুযায়ী ভারতের আবহাওয়া মডেলগুলির দৃঢ় করার প্রথম ধাপ হলো Damini Lightning Alert Mobile Application।

আমাদের এই পোস্ট টি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন , কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন।

আমাদের ইউটিউব চ্যানেল টিও সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন সরকারি ও টেকনিকাল আপডেট জানার জন্য।